Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

Inside the house একদিন মাটির ভিতরে হবে ঘর

(1/1)

Sultan Mahmud Sujon:
একদিন মাটির ভিতরে হবে ঘর
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
প্রাণ পাখী উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারার সুতো
সকলই হবে তোমার পর
কেন বান্ধ দালান ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
দেহ তোমার চর্মচর গলে পঁচে যাবে
শিরা-উপ শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে
মন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটির উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর
রুপেরই গৌরবে সাজিয়াছ সাজ
সোনাদানা কত কি আর রাজকী পোষাক
যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে
গায়ে দেবে মার্কিন থান
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর ।
একদিন মাটির ভিতরে হবে ঘর
——————–
শিল্পীঃ লতিফ সরকার
If you want download this here

Navigation

[0] Message Index

Go to full version