Science & Information Technology > Science Discussion Forum
নাসার ক্যামেরায় এইবার ধরা পড়লো অসাধারণ অগ
(1/1)
Sultan Mahmud Sujon:
গতকাল সূর্যের উত্তরপূর্ব প্রান্তে এক দর্শনীয় সৌর অগ্নিশিখার বিস্তরন ঘটে । গতকাল নাসার সোলার ডায়নামিক্স অভজারবেটোরি (SDO)-এর ধারণ করা দৃশ্যে দেখা যায় সূর্যের পৃষ্টদেশে বিষ্পোরণ ঘটে যা থেকে অসাধারণ লেলিহান শিখা মহাকাশের দিকে উৎক্ষেপিত হয় ।নাসার SDO মহাকাশযান সূর্যের বাম দিক থেকে এই অসাধারণ অগ্নুৎপাতের ফুটেজটি ধারণ করতে সক্ষম হয় ।
এই ব্যাপারে স্পেস.কম কে সাইন্টিস্টরা বলেন , সৌর পৃষ্ঠের এই অগ্ন্যুৎপাতের ফলে আগামী রবিবারের দিকে সৌর ঝড় হতে পারে । সৌর অগ্নি-তরঙ্গকে সাধারণত্ব লেটার স্কেলে মাপা হয় যা C, M এবং X শ্রেণীতে ভাগ করা যায় ।
x শ্রেণীর সৌর ঝড় অধিক শক্তিশালী হয় এবং এই শ্রেণীর ঝড় যখন এই ঝড় পৃথিবী অভিমুখে ধাবিত হয় তখন তা মহাকাশযান , মহাকাশচারী সহ পাওয়ার গ্রিড , যোগাযোগ ব্যবস্থা এবং ন্যাভিগেশন সিস্টেমের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ।সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন আমাদের পৃথিবী ছাড়াও ছায়াপথসংক্রান্ত মহাজাগতিক রশ্মিকে প্রভাবিত করতে পারে ।
সৌর অগ্নি-তরঙ্গের কিছু ছবি:
sod এর ধারন করা সৌর অগ্ন্যুৎপাত
প্রথম অগ্ন্যুৎপাতের ১৫ মিনিট পরের ছবি
Video
arefin:
Subhanallah. What a creation by The Almighty Allah SWT.
shaikat:
আগুনের জ্বলন্ত একটি পিন্ড যেন, আফসোস এর সৌন্দর্য শুধু দুর থেকেই উপভোগ করতে পারবে মানুষ, কোনদিন এর ধারে কাছেও যেতে পারবে না।
nayeemfaruqui:
Sun is the important aspect to mankind. If any changes in their, world also will be effected. Thanks to you for posting this.
Navigation
[0] Message Index
Go to full version