IT Help Desk > IT Forum

নতুন সেবা আসছে স্প্রিংপ্যাডে

(1/2) > >>

tany:
সম্প্রতি নোট সেইভ করার অ্যাপ্লিকেশন স্প্রিংপ্যাডে নতুন কিছু সুবিধা চালু করা হয়েছে। জানা গেছে, এর ফলে স্প্রিংপ্যাডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এভারনোটের পাশাপাশি নতুন সাইট পিন্টারেস্টের সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা জমে উঠবে।
নতুন এই ডিজাইনে ব্যবহারকারীরা যে কোনো বিষয়ে তথ্য, লেখা বা লিংক নির্দিষ্ট লিস্টের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন। অনেকটা পিন্টারেস্টের পিনবোর্ডের মতোই একজাতীয় বিষয়গুলো একটি লিস্টের আওতায় রাখা যাবে। একইসঙ্গে এসব নোট বা লিংক বন্ধু-বান্ধব অথবা ওয়েবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া যাবে। এতে নির্দিষ্ট বিষয়ে আগ্রহীরা স্প্রিংপ্যাড ব্যবহারকারীর শেয়ার করা লিংক বা নোটগুলোকে ফলো করতে পারবেন।
স্প্রিংপ্যাড জানিয়েছে, ব্যবহারকারীকে বাড়তি সুবিধা দিতে তারা ব্যবহারকারীর সেইভ করা নোট বা লিংকের বিষয়বস্তু বিশ্লেষণ করে সাহায্যমূলক লিংক দেবে। অর্থাৎ, কেউ যদি কোনো মুভি রিভিউ-এর লিংক সেইভ করেন, তাহলে তিনি যে শহরে আছেন সেখানে স্থানীয় সময় কখন এবং কোন থিয়েটারে সেই মুভিটি প্রদর্শন হবে সেই তথ্যমূলক লিংক যোগ করে দেবে স্প্রিংপ্যাড। একইভাবে কোনো রেস্টুরেন্টের নাম বা ঠিকানা সেইভ করলে সেখানে অনলাইনেই টেবিল বুক করার জন্য লিংক দেবে। এতে করে স্প্রিংপ্যাডের আয়ই কেবল বাড়বে না, বরং ব্যবহারকারীরাও খোঁজাখুঁজির হাত থেকে মুক্তি পাবেন এবং প্রয়োজনীয় তথ্যটি পাবেন চাওয়ার আগেই।
উল্লেখ্য, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ডিভাইস ইত্যাদি বিভিন্ন স্থান থেকে নোট বা লিংক রাখার জন্য এভারনোটকে সবচেয়ে জনপ্রিয় সেবা বলে ধরা হয়। তবে স্প্রিংপ্যাডের নতুন এই সুবিধা চালু হওয়ায় এভারনোটকেও ছাড়িয়ে যেতে পারে এই সেবাটি।

snlatif:
interesting.. :)

Narayan:
hmmm good good. ::)

arefin:
Thanks for sharing

mhasan:
Good one..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version