ঢাকা: সোমবার দুপুর আড়াইটার আগে মোবাইল ফোন বা ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে না বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে টেলিটক থেকে আরইজি (Reg) টাইপ করে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর টাইপ করতে হবে। যেমন ঢাকা হলে ডিএচএ, রাজশাহী হলে আরএজে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে ফল প্রকাশ হলেই টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে ফল। অন্যদিকে বোর্ডগুলোর ওয়েবসাইটে ঢুকেও, সে বোর্ডের ফল জানা যাবে।
তবে বেলা আড়াইটার আগে মোবাইল বা ওয়েবসাইটে ফলাফল জানা যাবে না বলে বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার।
এর আগে সকালে দেশের ১০টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রী বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফলাফল অনলাইনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।
পরে শিক্ষামন্ত্রী দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুর আড়াইটা থেকে সারাদেশের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএসএস পাঠিয়ে, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং কেন্দ্রে ফলাফল পাবে।
এ পরীক্ষায় এ বছর ৮টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সারাদেশের ২ হাজার ৪৬৪টি কেন্দ্রে এবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৮৫৫টি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম