Religion & Belief (Alor Pothay) > Islam & Science

হযরত নূহ (আঃ) এর কিস্তির সন্ধান

(1/1)

arefin:
 চীনা ও তুর্কী গবেষেকদের সমন্বয়ে গঠিত নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নামক হংকং ভিত্তিক একটি সংস্থা ২৭ এপ্রিল ২০১০ সালে নিশ্চিত করে যে, তুরস্কের মাউন্ট আরারাত এর ১৪,৭০০ ফুট উঁচুতে স্তরীভূত কাঠের জাহাজের সন্ধান পাওয়া গেছে।এর কয়েকটি ছবি প্রকাশ করে তারা দেখিয়েছেন, জাহাজটির গঠন কাঠামো এবং অভ্যন্তরিন অন্যান্য নিদর্শন থেকে তারা৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটিই কোরান ও বাইবেলে উল্লেখিত নূহের কিস্তি।


 সংস্থাটি জাহাজের কার্বন পরীক্ষাও সম্পন্ন করেছেন। তারা জানিয়েছেন, এ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে স্তরীভূত কাঠের বয়স ৪,৮০০ বছর।
 আবিস্কৃত জাহাজের একটি প্রকোষ্ঠে লম্বা কাষ্ঠ-খন্ডের দেয়াল আবিস্কৃত জাহাজের একটি অংশ।
 জাহাজের অন্য একটি কক্ষের দেয়ালে এমন তাক খুঁজে পাওয়া গেছে, যা থেকে বুঝা যায় এখানে পশু-পাখি রাখার ব্যবস্থা ছিলো।


sonia_tex:
আলহামদুলিল্লাহ । খুব ভালো লাগলো । ধন্যবাদ ।

shaikat:
সুবহানাল্লাহ...

Navigation

[0] Message Index

Go to full version