Religion & Belief (Alor Pothay) > Islam & Science

Question-answer

(1/1)

shibli:
আবুল হাসেম, জয়পুরহাট
প্রশ্ন-১. মোবাইল ফোনে রেকর্ডকৃত কুরআন তিলাওয়াত শুনলে কি সওয়াব হবে?
উত্তর: মোবাইল ফোনে রেকর্ডকৃত কুরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে আর যদি আপনি অর্থসহ তিলাওয়াত শুনেন তবে আরো অনেক বেশি সওয়াব হবে।

প্রশ্ন-২. আমার বন্ধুরা সুদী ব্যাংকে একাউন্ট করেছে। আমি একাউন্ট করলে কি গোনাহ হবে নাকি আমি ইসলামী ব্যাংকে একাউন্ট করবো?
উত্তর: আপনি অবশ্যই ইসলামী ব্যাংকে একাউন্ট করবেন। এটা কোন সামান্য বিষয় নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুদকে হারাম করে দিয়েছেন। একজন ঈমানদারের জন্য এটা একটা বড় বিষয়। তাই আপনি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন।
আফতাব মেহেদী, যশোর

প্রশ্ন-৩. নামাজের মধ্যে সুরা কি উচ্চারণ করে পড়তে হবে?
উত্তর: জ্বি হ্যাঁ, নামাজের মধ্যে সুরা উচ্চারণ করে পড়তে হবে। উচ্চারণ আবার দুইরকম। এক হচ্ছে সশব্দে আর দুই হচ্ছে নিঃশব্দে। ফজর, মাগরিব ও এশা'র প্রথম দুই রাকাত ফরজ নামাজে সশব্দে উচ্চারণ করতে হবে। যোহর ও আসরের নামাজে সূরা নিঃশব্দে উচ্চারণ করতে হবে। সুন্নাত ও নফল নামাজও নিঃশব্দে পড়তে হবে।

প্রশ্ন-৪. ক্রেডিট কার্ডের সুবিধা থাকার জন্য আমি এটা ব্যবহার করে থাকি। তবে এ থেকে যে সুদ আসে তা কি আমি কাউকে দিয়ে দিতে পারবো।
উত্তর: ক্রেডিট কার্ডের ব্যবহার আপনি ইসলামী ব্যাংকিং-এর মধ্যেও পাবেন। সুতরাং ইসলামী ক্রেডিট কার্ড ব্যবহার করাই ভাল।
মতিউর রহমান, নওগাঁ

প্রশ্ন-৫.  আমি শুনেছি মিলাদ মাহফিল নামে ইসলামে কিছুই নেই। এ ব্যাপারে জানতে চাই।
উত্তর: মিলাদ পড়া নবী করিম (সাঃ) থেকে প্রমাণিত নেই। এমনকি সাহাবায়ে কিরামগণও করেন নাই।  কিন্তু দরূদ আছে। “হে ঈমানদারগণ তোমরা রাসূল (সা)-এর প্রতি দরূদ ও সালাম পাঠাও”। নামাজের মধ্যেও আমরা দরূদ পাঠ করি এবং নামাজের বাইরেও কমবেশি দরূদ পড়া উচিত।

প্রশ্ন-৬. আপন খালাতো বোনের মেয়ে বিয়ে করা যায়েজ আছে কিনা?
উত্তর: জ্বি হ্যাঁ, খালাতো বোনের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন। কোরআনে যাদেরকে বিয়ে করা হারাম খালাতো বোনের মেয়ে তাদের পর্যায়ে পড়ে না। তবে সামাজিকভাবে যেন কোন অসুবিধা না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে।
ড. হাসেম

প্রশ্ন-৭. আমি শুনেছি যে মানুষ যেদিন জন্মগ্রহণ করে সেইদিন বিয়ে করা যাবে না। কথাটি কি সঠিক?
উত্তর: জ্বি না, এ কথাটি মোটেও ঠিক নয়। এটা একটা কুসংস্কার।

প্রশ্ন-৮. তাহাজ্জুদের নামাজ কি ফজরের নামাজের আজানের পর পড়া যাবে?
উত্তর: তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত ফজরের নামাজের ওয়াক্তের আগ পর্যন্ত থাকে। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে আর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না।

প্রশ্ন-৯. ব্যাংককে যে সুদ দিচ্ছি তা কি আমার গুনাহ হবে?
উত্তর: সুদ যে দেয় সুদ যে নেয় সুদের হিসাব যে লিখে এবং সুদের যে সাী হয় প্রত্যেকটি গোনাহের কাজ। সুতরাং ইসলামী ব্যাংকে লেনদেন করুন। তাহলে গোনাহ থেকে বেঁচে থাকা যাবে।

প্রশ্ন-১০. গ্রামের মাদ্রাসার হুজুররা বাড়ি বাড়ি গিয়ে ফসল সংগ্রহ করে এবং ঈদের সময় পশুর চামড়া সংগ্রহ করে এগুলো কি ইসলামসম্মত?
উত্তর: রাসূলুল্লাহ (সাঃ)-এর সময় তিনি মানুষের সহযোগিতাই নিতেন এবং লোকেরা আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামের জন্য খরচ করত। এটা হচ্ছে ইবাদাত আর এই ইবাদাতের পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে হতে পারে। এ কৌশলগুলো ইসলাম হারাম করেনি। সুতরাং তারা যে মানুষের নিকট থেকে সহযোগিতা নিচ্ছেন এটা ইসলামসম্মত। এখানে যদি তারা বাড়াবাড়ি না করেন তাহলে এতে কোন সমস্যা নেই।

রাকিব, বগুড়া
প্রশ্ন-১১. আমি আমার আব্বার সম্পর্কে একটি খারাপ স্বপ্ন দেখেছি। এ অবস্থায় আমি কি করবো।
উত্তর: স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আসলে আমাদের কোন জ্ঞান নেই। স্বপ্ন সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন, স্বপ্ন দেখে তোমরা কাউকে বলবেনা। শুধু আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহ স্বপ্নের মধ্যে ভালো যা কিছু তা আমাকে দাও আর যদি আমার জন্য মন্দ কিছু থাকে তা থেকে আমাকে হেফাজত কর।

প্রশ্ন-১২. প্রত্যেক রাকাতে ছানা পড়তে হবে কি না?
উত্তর: আল্লাহু আকবার বলে নামাজ যখন শুরু করবেন তারপর প্রথম রাকাতেই ছানা পড়তে হবে। পরবর্তী রাকাতগুলোতে ছানা পড়তে হবে না।

প্রশ্ন-১৩. জায়নামাজের দোয়া কি নামাজের আগে পড়তে হয় না কি নামাজের ভিতরে পড়তে হবে।
উত্তর: জায়নামাজের দোয়া বলতে কোনকিছু নেই। জায়নামাজের দোয়া বলতে আমরা ইন্নি ওয়াজ্জাহতুকেই চিনি। আসলে এটা জায়নামাজের দোয়া না, কোরআন হাদীস তা বলে না। সে জন্য আমরা এই দোয়া এখানে পড়বো না। তবে নামাজের ভিতরে যদি কেউ পড়তে চান তো পড়তে পারেন যেমন- সানা পড়ার সময় এটা পড়া যেতে পারে বলে হাদীসে এসেছে।

প্রশ্ন-১৪. হার্টের ব্যথার জন্য জিহ্বার নিচে স্প্রে নিলে কি রোজা হবে?
উত্তর: জ্বি হ্যাঁ, এতে রোজার কোন তি হবে না।
আবদুল জব্বার, রাজশাহী


প্রশ্ন- ১৫. শেয়ার বাজারের ব্যবসা কি বৈধ?
উত্তর: জ্বি হ্যাঁ, বৈধ। আপনি শেয়ার ক্রয় করেছেন মানে আপনি কোম্পানীর অংশীদার হচ্ছেন। তবে এেেত্র কথা হচ্ছে, যে সকল কোম্পানী সুদের সাথে সম্পৃক্ত তাদের শেয়ার ক্রয় করা যাবেনা। আর যদি শেয়ার ব্যবসা মানে এই হয় যে, বারবার শেয়ার কিনছেন এবং বিক্রয় করছেন মালিকানার জন্য কিনছেন না, এমনটি না হওয়া উচিত।

প্রশ্ন-১৬. এনজিও কি বৈধ?
উত্তর: এনজিও মানে খারাপ কিছু নয়। বেসরকারী সংস্থা যেসকল এনজিও সমাজসেবামূলক কাজ  করে মানুষের কল্যাণে কাজ করে, ইসলামী শরীয়াহর বিরুদ্ধে কোন কাজ না করে তাদের সাথে কাজ করা যাবে। আর যে সকল এনজিও শুধু সুদেরই কারবার করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা যাবে না।

প্রশ্ন-১৭. সম্প্রতি আমার বিয়ে হয়েছে টেলিফোনের মাধ্যমে। এখন আমার স্বামী দেশে আসলে কি আবারও বিয়ে করতে হবে? বা কবুল বলতে হবে?
উত্তর: যদি শরীয়তসম্মতভাবে আপনার বিয়ে হয়ে থাকে যেমন স্বাীদের উপস্থিতি এবং মোহরানা ধার্য করে উভয় পাশের স্পিকার দিয়ে সকলকে অবহিত করে কবুল বলেন এবং স্বাভাবিকভাবে বিয়ের অনুষ্ঠান সমাপ্ত করেন, তবে নতুন করে আর বিয়ে করতে হবেনা বা নতুন করে কবুল বলতে হবে না।

শহীদ আহমেদ, ঢাকা
প্রশ্ন-১৮. বিউগল বাজিয়ে, গুলি ছুঁড়ে রাষ্ট্রীয় মর্যাদায় যে দাফন করা হয় তা কতটা ইসলাম সম্মত।
উত্তর: এটা ইসলামের কথা অনুযায়ী করা হয় না। এটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী করা হয়। এখানে ইসলামকে নিয়ে এসে মুখোমুখি না করাই ভাল। দেখুন রাসূলুল্লাহ (সাঃ) এর চেয়ে আর বড় ব্যক্তি কে হবেন। কিন্তু তাকে এভাবে সম্মান দেখান হয়নি। সুতরাং এভাবে সম্মান দেখানো ইসলামের কিছুনা। এটা সামাজিক রীতিনীতির মধ্যে পড়ে।
রিনা, ওমান

প্রশ্ন-১৯. আমার দীর্ঘদিন যাবত মাসিক হচ্ছে এখন আমি কি রোজা নামাজ করতে পারবো?
উত্তর: তিনদিনের কম এবং ১০ দিনের বেশি হলে সেটাকে মাসিক বলা যাবে না যদি দশদিনের পরেও সিকরেশন হতে থাকে সেটাকেও মাসিক বলা যাবেনা। তবে আপনার স্বাভাবিক সেই কয়দিন বাদ দিয়ে বাকি দিনগুলো রোজা ও নামাজ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক

প্রশ্ন-২০. পৃথিবীতে যত সংঘাত অশান্তি সব ধর্ম ভিত্তিক প্রসঙ্গ নিয়ে, অতীতেও ছিল বর্তমানেও আছে। সেহেতু ধর্মের চাইতে মনুষ্যত্বের প্রাধান্য দিয়ে কাজ করা উচিৎ কি না?
উত্তর: আসলে ধর্ম হচ্ছে মানবতার জন্য। ধর্মের ভিতরে যদি মানবতা থাকে তাহলে ধর্মকে বাদ দেয়ার প্রয়োজন কোথায়?

নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন-২১. মেয়েদের পিরিয়ডের সময় দরুদ, কুরআনের আয়াত সূরা ফাতেহা ইত্যাদি পড়া যাবে কি না?
উত্তর: পিরিয়ডের সময় দোয়া দরুদ যিকির করতে কোন বাধা নেই, শুধু কুরআন স্পর্শ করবেনা এবং কুরআন তেলাওয়াত থেকেও বিরত থাকার পে ফকীহরা মত দিয়েছেন।
দেবজ্যোতি শীল, বরিশাল

প্রশ্ন-২২. দেখা যাচ্ছে যে জঙ্গিরা ধর্মকে আশ্রয় করে ধর্মীয় প্রতিষ্ঠানের ছত্রছায়ায় বেড়ে উঠে। করণীয় কি?
উত্তর: আসলে এগুলোর বেশীর ভাগই হচ্ছে অপপ্রচার। কোন ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সৃষ্টি হবাব কোন কারণ নেই। জঙ্গিবাদের সাথে জড়িত কম সংখ্যক লোকই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এসেছে। তবে অপপ্রচারের কারণে এ রকম ধারণা সৃষ্টি হয়েছে।
অধ্যাপক অসীম সমাদ্দার, বরিশাল

প্রশ্ন-২৩. আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, মসজিদ প্রার্থনা করার স্থান, মাদ্রাসা ধর্মীয় শিা গ্রহণের স্থান তবে এখানে জঙ্গিবাদের প্রাধান্য কেন? এখানে জঙ্গিবাদের প্রাধান্য রয়েছে কথাটি ঠিক নয়, কিছু লোক তা করছে।
উত্তর: আসলে যারা ধর্ম না বুঝে ধার্মিক হয়ে পড়েছেন তাদের কারণে এটা হচ্ছে।

আতিক, চট্টগ্রাম
প্রশ্ন-২৪. নাপাক কাপড় পরা অবস্থায় অজু করলে সেই অজু হবে কি?
উত্তর: নাপাক কাপড় পরে অজু করলে তাতে অজু হবে।

প্রশ্ন-২৬. মসজিদে ঢুকে আগে তাহিয়্যাতুল অজুর নামাজ পড়ব নাকি দুখুলুল মসজিদ?
উত্তর: মসজিদে ঢুকে তাহিয়্যাতুল মসজিদের নামাজ আদায় করলে এতে তাহিয়্যাতুল অযুর নামাজের নিয়ত থাকলে দু'টোই আদায় হয়ে যাবে। আলাদাভাবে পড়তে হবে না।
মোঃ খায়রুল আনাম, কুমিল্লা

প্রশ্ন-২৬. এক্সিম ব্যাংক ও ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক হলেও তারা যে টাকা আমানত রাখে তার লভ্যাংশ দেয় কম, আর ঋণ দিলে নেয় বেশী। এবং লাভের পার্সেন্টেজ উল্লেখ করে। তারা লস মেনে নেয় না। এেেত্র এটা কি সুদ না লাভ?
উত্তর : আসলে ইসলামী ব্যাংকিং এর বিষয়ে আমাদের জানাজানির অভাব রয়েছে। এই বিষয় বুঝার জন্য এর অপারেশনাল সাইড ভালো করে জানতে হবে। আপনার উল্লেখিত ব্যাংক ও আরও শরীয়া ভিত্তিক ব্যাংকগুলো শরিয়া মেনেই ব্যাংকিং করছে।

প্রশ্ন-২৭. অনেকে বলেন, ‘রাসূল (সা.) নূরের তৈরী' কথাটি কি সত্য?
উত্তর: রাসূল (সা.) মানব জাতিরই একজন ছিলেন। তাঁর মর্যাদা সবচাইতে বেশী। তিনি নূরের তৈরি নন। তিনি নূরের তৈরি বলে কুরআন ও হাদীসে কোন প্রমাণ পাওয়া যায় না। তিনি আদমের (আ:) সন্তান আর আদম (আ:) মাটির তৈরী।
আসমা মিলি, চট্টগ্রাম

প্রশ্ন-২৮. আমি সূরা নাস ফালাক্ব পড়ে ঘুমালেও ভয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারিনা। ঘুমের ভিতরে আমাকে কে যেন চেপে ধরে। কথা বলতে পারিনা। মনে হয় কেউ গলা চেপে ধরে, ঘুম ভাঙ্গলেও নড়াচড়া করতে পারিনা শরীরে শক্তি থাকে না এর সমাধান জানালে খুশি হবো।
উত্তর: আপনার বর্ণনা অনুযায়ী আমরা বলতে পারি যে আপনি ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসা গ্রহণ করুন। এটি ধর্মীয় কোন ব্যাপার নয়। বিষয়টি রোগ সংক্রান্ত। আল্লাহ সকল বিষয়ে উত্তম জ্ঞানের অধিকারী।

প্রশ্ন-২৯. বিশ্ব ইস্তেমা কতোটুকু গুরুত্বপূর্ণ?
উত্তর: মুসলমানদের সকল ইজতিমা ও সম্মেলন ভাল। তবে ইজতিমার সকল কার্যক্রমকে কুরআন ও সুন্নাহ ভিত্তিক আঞ্জাম দেয়া দরকার।

প্রশ্ন-৩০. মহিলাদের জামায়াতে মহিলারা ইমামতি করতে পারবে কিনা?
উত্তর: মহিলারা জামায়াত করে নামাজ পড়তে পারেন এবং মহিলা সেখানে ইমামতি করতে পারেন, তবে তিনি সামনে গিয়ে দাঁড়াবেন না, তিনি প্রথম কাতারের মাঝখানে দাঁড়াবেন, এভাবে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারেন।

রুহুল আমীন, কুমিল্লা
প্রশ্ন-৩১. যারা নামাজ পড়ে, রোযা রাখে, যাকাত দেয় কিন্তু তারা ধর্ম নিরপেতায় বিশ্বাস করে, তারা কি জান্নাত পাবে?
উত্তর: যারা নামাজ রোযা করে, যাকাত দেয় অর্থাৎ ব্যক্তিগত জীবনে যারা আল্লাহকে মানে আর রাজনৈতিক জীবনে এসে অন্য কোন মতাদর্শকে মানে, সামাজিক জীবনে তারাই অন্যকোন মতাদর্শকে মানে, আবার সাংস্কৃতিক জীবনে অন্য কিছুকে মানে। আসলে ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞানের অভাবে এমনটি হয়। ইসলাম আসলে জীবনকে খণ্ড করে দেখেনা, প্রতিটি েেত্রই মানুষ আল্লাহর বান্দা, প্রতি সেকেন্ডেই সে আল্লাহর বান্দা, সকল পেশায়ই সে আল্লাহর বান্দা, কেউ যদি অজ্ঞতার কারণে কোন ভুল করে সেটা আল্লাহ মাফ করে দিতে পারেন, আমরা এটা অবশ্যই বিশ্বাস করি। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে খুব উদার থাকতে হবে।
আবদুল মা'বুদ

প্রশ্ন-৩২. আমি চুলে মেহেদী দেই। কিন্তু আমার বাচ্চা ও আমার স্ত্রী এটা পছন্দ করছেনা। তাই জানতে চাই চুলে কলপ দেয়া যাবে কিনা?
উত্তর: হ্যাঁ চুলে কলপ দেয়া যায় এবং চুলে কলপ দেয়ার ব্যাপারে রসূল (সা.) উৎসাহিতও করেছেন। তবে রংটা যদি কালো না হয় তবে ভাল।

প্রশ্ন-৩৩. আমাদের মসজিদের কিছু লোক আছেন যারা নামাজের সময় নাভীর নিচে হাত বাঁধেন আবার কেউ আছেন বুকের উপর হাত বাঁধেন। কোনটা সঠিক বলবেন কি?
উত্তর : বুকের উপর যিনি হাত বাঁধেন তিনি সঠিক কাজটি করছেন। কেউ নাভীর নিচে হাত বাঁধছেন। আবার কেউ একেবারেই হাত বাঁধছেননা এমন লোকও আছেন হজ্বে গেলে দেখা যায়। এেেত্র সহীহ হাদীসের আলোকে বুকে হাত বাঁধাই সঠিক বলে প্রতীয়মান হয়।

প্রশ্ন-৩৪. আমার নিকট বিশ হাজার টাকা আছে এবং বিশ ভরি স্বর্ণ আছে। আমাকে যাকাত দিতে হবে কিনা?
উত্তর: আসলে সাড়ে ৫২ তোলা রূপা বা সমপরিমাণ অর্থ থাকে ১ বছর পর্যন্ত, তবে আপনাকে যাকাত দিতে হবে। আপনি জেনে দেখুন সাড়ে ৫২ তোলা রূপার দাম কত। আর ২০ ভরি স্বর্ণ আপনার থাকলে তো অবশ্যই আপনার উপর যাকাত ফরজ।
আবু হুরাইয়া, মিরপুর, ঢাকা

প্রশ্ন-৩৫. অনেক আগে আমার কিছু প্রাইমারী শেয়ার কেনা আছে। এখন ঐ শেয়ারগুলোর যাকাত দিতে হবে কিনা?
উত্তর : জ্বি হ্যাঁ, আপনার শেয়ারের মূল্য যদি সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে থাকে এবং তা যদি এক বছর অতিক্রান্ত হয়ে থাকে, তবে আপনাকে যাকাত দিতে হবে এবং শেয়ারের যাকাত দেয়ার নিয়ম হচ্ছে, যে দিন আপনি যাকাত দিবেন ঐ দিনের শেয়ারের মূল্যের উপর আপনাকে যাকাত দিতে হবে। যদি শেয়ার বেচাকেনা আপনার উদ্দেশ্য হয়ে থাকে সে েেত্র এটা প্রযোজ্য।

প্রশ্ন-৩৬. আমার নিকট কিছু অর্থ আছে যা এক বছর পূর্ণ হয় নাই। আমার কি ঐ অর্থের যাকাত দিতে হবে?
উত্তর : যার উপর যাকাত ফরজ হয়েছে তার কোন অর্থ যদি এক বছর পূর্ণ নাও হয় তবে তারও যাকাত দিতে হবে বছরপূর্ণ হবার পর। অবশ্য অগ্রিম যাকাত দেয়া জায়েয আছে।

প্রশ্ন-৩৭. বেতের নামাজের পদ্ধতি জানতে চাই?
উত্তর : বেতের নামাজের দু'টি পদ্ধতিই সহি। বেতের মানে বেজোড়, এক রাকাত যারা পড়ছেন তারাও সহি পড়ছেন এবং তিন রাকাত যারা পড়ছেন তারাও সহি পড়ছেন।

প্রশ্ন-৩৮. সেহরী খেতে না পারলে কি রোজা হবে?
উত্তর: জ্বি হ্যাঁ, সেহেরী না খাওয়ার কারণে

shibli:
প্রশ্ন-৩৯. যাকাতের অর্থ কি মসজিদে দান করতে পারবো কিনা?
উত্তর: জ্বি না, যাকাতের অর্থ মসজিদে দেয়া যায় না। যাকাত হচ্ছে গরীবের হক এবং সুনিদিষ্ট ৮টি খাত রয়েছে। এ ছাড়া অন্য কোন খাতে যাকাত দেয়া যায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক,  সৌদি আরব থেকে

প্রশ্ন-৪০. যদি কারো হজ্বের টাকা না থাকে তবে তাকে যদি অন্যরা টাকা দিয়ে সহযোগিতা করে তবে তিনি কি হজ্বে যেতে পারবেন।
উত্তর: হ্যাঁ, আপনাকে যদি অন্য কেউ অর্থ দেয় তবে আপনি হজ্বে যেতে পারেন।
আবদুল আলিম, বগুড়া

প্রশ্ন-৪১. আমার পিতা মাতার হক কিভাবে আদায় করতে পারি?
উত্তর: “তোমাদের পিতামাতা বা তাদের একজন অথবা দুজনই যদি বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সাথে ভাল আচরণ কর, মনে কষ্ট দিয়ে কথা বলো না। তাদের কাছে বিনয় অবনত হয়ে থাক এবং দোয়া করবে হে রব তুমি তাদের প্রতি সেভাবে রহম কর যেভাবে শৈশবে আমাকে যতেÅ“র সাথে লালন পালন করেছিল।” আল-কুরআনে আল্লাহ আমাদেরকে এমনটিই নির্দেশ দিয়েছেন।

প্রশ্ন-৪২. অসুখ ভালো হবার জন্য তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে?
উত্তর: জ্বি না, তাবিজ ব্যবহার করা নিষিদ্ধ, তাবিজের চর্চা করা নিষিদ্ধ এবং তাবিজ ব্যবহার রসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। যে কোন কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ পড়ে দোয়া করা যায়, কুরআন পড়ে দোয়া করা যায়, দান খয়রাত করেও দোয়া করা যায়। এগুলো অনেক বেশী বেশী কার্যকর। তাবিজ নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক, সৌদি আরব

প্রশ্ন-৪৩. কেউ যদি তার স্ত্রীকে এক সাথে তিনবার ছেড়ে দিব ছেড়ে দিব বলে তবে কি তালাক হয়ে যাবে?
উত্তর: না ছেড়ে দিব অনেক বার বললেও তালাক হবে না। তবে ছেড়ে দিলাম বললে তালাক হয়ে যাবে।

ashik:
Sir thanks for give such information........

shibli:
Answered by a Muslim scholar
প্রশ্ন-১. সালাতের শেষ বৈঠকে বসার ব্যাপারে নারী ও পুরুষের মধ্যে কোন পার্থক্য আছে কি ?
উত্তর : নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নারী ও পুরুষের জন্য সকল নিয়ম একই। কোন ব্যতিক্রম নেই। পুরুষ ও মহিলা একইভাবে নামাজ পড়বেন।

আবু যিয়াদ মু: ফারুক
প্রশ্ন-২. রাসুল (স:) এর যুগে এক্বামতের বাক্যগুলো একবার একবার করে বলা হতো নাকি দু'বার করে? এক্ষেত্রে সবল মত কোনটি?
উত্তর : এক্বামতের বাক্যগুলো একবার করে বলাটাই হচ্ছে অপোকৃত সবল মত।

প্রশ্ন-৩. জেহরী সালাতে ইমাম ও মুক্তাদী উভয়েই উচ্চস্বরে আমীন বলবে নাকি মনে মনে? আপোকৃত সবল মত কোনটি ?
উত্তর : আসলে আমীন জোরে বলার মতটিই অপোকৃত সবল।

প্রশ্ন-৪.  সেজদায় যেতে প্রথমে হাত মাটিতে রাখবো নাকি হাঁট ু?
উত্তর : বয়স যদি ৫০ এর বেশি হয় থাকে তিনি আগে হাত পরে হাঁটু দিয়ে সেজদায় যেতে পারেন। এটা এ জন্য বলছি যে, হাফেজ ইবনুল কাইয়্যিম তার গ্রন্থে বলেছেন রাসুল (স:) এর বয়স ৫০ এর নীচে থাকা অবস্থায় তিনি আগে হাঁটু পরে হাত দিয়ে সেজদায় যেতেন। আর বয়স বেশি হবার পরে তিনি আগে হাত ও পরে হাঁটু দিয়ে সেজদায় যেতেন। এ নিয়মটি অনুসরণ করা যেতে পারে।

মো: সেলিম উদ্দীন
উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ রাংগুনিয়া, চট্রগ্রাম

প্রশ্ন-৫. মুসলিম সরকারী চাকুরীজিবীদের জি. পি. এফ এর টাকার ব্যাপারে ইসলামের বিধান জানতে চাই।
উত্তর : সরকারী চাকুরীজিবীদের জি. পি. এফ এর যে টাকাটা বাধ্যতামুলকভাবে কেটে নেয়া হয় সেটি জায়েজ। তবে ঐচ্ছিকভাবে যে টাকা জমা রাখা হয় সেটার অতিরিক্ত টাকা সুদ বলে বিবেচিত হবে যদিও এ ব্যাপারে কোন কোন আলেমদের মত রয়েছে যে এটা সুদ হবে না । যেমন মাসিক মদিনায় আমরা এমতটি দেখতে পাই। কিন্তু আমরা মনে করি এটা সুদ হবে।

ফারুক আর রশীদ, জয়পুরহাট
প্রশ্ন-৬. অনেকে বলেন রাসুল (স:) এর যুগে একদল লোক বোগলে পুতুল নিয়ে নামাজ পড়ত বলে তখন “রফউল ইয়াদাইন” করতে হতো। বর্তমানে রফউল ইয়াদাইন করা যাবেনা। এ কথাটির সত্যতা কতটুকু ?
উত্তর : এ ধরনের কথার কোন সত্যতা নেই।

প্রশ্ন-৭. সালাতে আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙ্গুল উঠানোর সঠিক নিয়ম কোনটি ?
উত্তর : আল্লামা হাফেজ ইবনুল কাইয়ুম (র:) সহীহ হাদীসের উদ্ধৃতি দিয়ে রাসূল (স:) এর নামাজে বৈঠকের অবস্থা বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে রাসূল (স:) বৈঠকের শুরুতেই শাহাদত আঙ্গুলী উঁচু করে রাখতেন এবং বৃদ্ধাঙ্গুলী ও মাধ্যমা আঙ্গুলী দিয়ে রিংঙের মত বানাতেন। এভাবে তিনি    বৈঠকের শেষ পর্যন্ত রাখতেন। কনিষ্ট আঙ্গুুল ও তৎসংলগ্ন আঙ্গুলী গুটিয়ে রাখতেন।

প্রশ্ন-৮. বেজোড় রাকাতে অর্থ্যাৎ ১ম ও ৩য় রাকাতে সিজদাহ হতে মাথা তুলে স্থির হয়ে কিছুণ বসে তার পরে উঠতে হবে নাকি সরাসরি উঠে যেতে হবে ?
উত্তর : সেজদা হতে সরাসরি উঠে যাওয়া এবং কিছুণ স্থির হয়ে বসা দু'টি নিয়মই শুদ্ধ। আপনি যে কোন একটি মত বেছে নিতে পারেন।

প্রশ্ন-৯. আমার স্বামী বিয়ের পর থেকে সারাণ খারাপ ব্যাবহার করে। কারণে অকারণে খোটা দেয়। আমার বাপের বাড়ির কাউকে সহ্য করতে পারেনা। সেখানে যেতে দেয়না, মানষিক অত্যাচার করে। ছেলে মেয়ের সামনে খারাপ আচরণ করে, ওরাও বিব্রত হয়। এমতাবস্থায় আমার করণীয় কী?
উত্তর : এ ক্ষেত্রে আমরা আপনাকে বলতে পারি- আল্লাহ রাব্বুল আলামিন সুরা “হামীম আসসাজদায়” বলেছেন “কেউ তোমার সাথে যে আচরণই করুক- সুন্দর কথা ও আচরন দিয়ে তার জবাব দাও। এতে করে যার সাথে তোমার জানের দুশমনী রয়েছে সে তোমার পরম বন্ধু হয়ে যাবে”। সুতরাং বোন আপনি ছবর করুন, এটাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা মনে করুন, এতে করে আল্লাহর নিকটই আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। যতই দুর্ব্যবহার করুক আপনি বিনয়ী আচরণ করুন। আর এই ধরনের স্বামীদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে স্ত্রীর প্রতি অবিচার করলে এর জন্য আল্লাহর কাছে চরম মূল্য দিতে হবে। স্ত্রীকে আমানত হিসেবে রাখতে হবে সদাচরণ করতে হবে। রাসুল (স:) বলেছেন “সেই ব্যাক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো”। তাই এ ব্যাপারে সাবধান থাকা উচিত।

মাহাবুব আলী, ঢাকা
প্রশ্ন-১০. ওয়াসা একটি মাত্র মিটারের মাধ্যেমে বহুতলা ও একতলা ভবনে পানি সরবরাহ করে থাকে ফলে ভোক্তারা জানেনা কে কত পানি খরচ করল। অন্যদিকে আবাসিক খাতে প্রতি ঘনমিটার পানি বাবদ চৌদ্দ টাকা আদায় করে কিন্তু বানিজ্যিক ভোক্তাদের জন্য আদায় করে ৪৬ টাকা। যেহেতু বহুতল ভবনে দু'ধরনের ভোক্তা প্রায়শই বিদ্যমান তাই ওয়াসার বিল পরিদর্শকের সাথে অবৈধ লেনদেন প্রায় বাধ্যতামুলকই হয়ে যায়। এ ধরনের পরিস্থিতি ও লেনদেন ইসলামের দৃষ্টিতে কি করে বন্ধ করা যায়?
উত্তর : আসলে নৈতিক অবয় ও স্বচ্ছতার অভাবেই এ সমস্যাটি হয়। শুধু ওয়াসার েেত্রই নয় সব জায়গাতেই আল্লাহর নিকট জবাবদিহির বিষয়টি ভুলে যাওয়ার কারণেই এ ধরনের অনৈতিক কাজ ঘটে চলেছে। সুতরাং আমাদের প্রয়োজন হচ্ছে সুন্দর মানুষ, সমাজ, তথা রাষ্ট্র ব্যবস্থা। যতদিন আমরা আল্লাহভীতিসম্পন্ন মানুষ না পাবো ততদিন এ সমস্যা থেকেই যাবে। আমাদের এ ব্যাপারে দোয়া এবং চেষ্টা করা উচিত।

প্রশ্ন-১১. মসজিদের দান বাক্স কখন মুসল্লীদের মাঝে চালনা করা উচিত- ছালাম ফিরানোর পরে নাকি মোনাজাতের পরে নাকি খুৎবা চলাকালীন সময় ?
উত্তর : খুৎবা চলাকালীন সময় এটি চালনা করা ঠিক নয়। ছালাম ফিরানোর পরে এটি ছাড়াই উত্তম।

গোলাম মোস্তফা, পান্থপথ, ঢাকা
প্রশ্ন-১২. একটি বইতে দেখেছি রাসুল (স:) বলেছেন আমার মসজিদে যে একাধারে ৪০ ওয়াক্ত নামাজ পড়বে এবং কোন নামাজ ক্বাযা করবেনা সে মুনাফিকী ও জাহান্নাম থেকে বেঁচে যাবে। হাদীসটি কি সহীহ ?
উত্তর : এই হাদীসটি সহীহ হাদীস নয় বলেই আমরা জানি।

মো: ফারুক
প্রশ্ন-১৩. প্রত্যেক ফরজ নামাজ শেষেই কি ইমাম সাহেব মুক্তাদীর দিকে ঘুরে বসবেন নাকি কেবল মাত্র ফজর ও আসর নামাজের শেষে বসতে হবে ?
উত্তর : রাসুল (স:) এর অভ্যাস ছিলো যে তিনি প্রত্যেক ফরজ নামাজের পরেই সালাম ফিরিয়ে মুক্তাদীদের দিকে ঘুরে বসতেন।

প্রশ্ন-১৪. মাগরিবের আজানের পরে ফরজ নামাজের পূর্বে কোন কোন লোককে ২ রাকাত সালাত আদায় করতে দেখা যায়। এটা কি সালাত? এর বৈধতা সম্পর্কে জানতে চাই।
উত্তর : এই নামাজটি ভিত্তিহীন নয়; এরও ভিত্তি রয়েছে। তাহিয়্যাতুল মসজিদের দু'রাকাত নামাজ হতে পারে। সুতরাং মাগরিবের আজানের পরে ফরজের পূর্বে কোন নামাজ পড়া যাবে না এমন কোন দলীল নেই।

প্রশ্ন-১৫. অনেকে বলেন রাসুল (স:) কে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতোনা- কথাটি কি সঠিক ?
উত্তর : এধরনের কোন কথা কোরআনে বা সহীহ হাদীসে আছে বলে আমাদের জানা নেই।
প্রশ্ন-১৬. বাংলাদেশে অনেক আলেম একত্রিত করে ছুরিয়ানী খতম বা বড় খতম পড়ানো হয় এগুলো কি সঠিক ?
উত্তর : এ ধরনের খতম পড়ানোর কোন বিধান কোরআন সুন্নাহর ভিতরে পাওয়া যায় না।

প্রশ্ন-১৭. চার রাকাতবিশিষ্ট নামাজে প্রথম দু'রাকাত না পেলে শেষের দু'রাকাত মুক্তাদী একা একা পড়ার সময় কি সুরা ফাতেহার পরে সুরা মিলিয়ে পড়তে হবে ?
উত্তর : এমতাবস্থায় মুক্তাদী সুরা ফাতেহার পরে অন্য সুরা না পড়লেও চলবে। তবে আমাদের মধ্যে ফাতেহার পরে সুরা মিলানোর অভ্যাসটিও রয়েছে।

প্রশ্ন-১৮. ছেলেরা ছেলেদের বিউটি পার্লারে গিয়ে বুক, হাত, পা ইত্যাদি থেকে লোম তুলে ফেলে। ইসলাম এটা কীভাবে দেখে ?
উত্তর : এ ধরনের কাজ অনভিপ্রেত, অনর্থক, অগ্রহণযোগ্য কাজ। ইসলাম এ ধরণের কাজ কে উৎসাহিত করে না।

প্রশ্ন-১৯. অনেকে বলেন রাসূল (স:) কে স্বপ্নে দেখলে বেহেশতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, কথাটি কতটুকু সত্য?
উত্তর : জ্বী হ্যাঁ, একটি হাদীস রয়েছে রাসূল (স:) বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল। আর যারা রাসূল (স:) কে জাগ্রত অবস্থায় দেখল তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবার একটি কথা রয়েছে। তবে এেেত্র ঐ ব্যক্তির আমল আখলাক দেখে বুঝা যাবে সত্যি সত্যি তিনি স্বপ্নে দেখেছেন কিনা। তার ভিতরে পরিবর্তন ল্য করা যাবে। ঈমানদারের গুণাবলী ফুটে উঠবে।

প্রশ্ন-২০. সিগারেটের গন্ধ মুখে থাকলে বা পানের অবশিষ্টাংশ মুখে থাকলে তায়াম্মুম হবে কি ?
উত্তর : তায়াম্মুম হবে তবে নামাজ পড়ার পূর্বে কুলি করে মুখ পরিস্কার করে নিতে হবে।

প্রশ্ন-২১. মাকামে মাহমুদ বলতে কী বুঝায়?
উত্তর : এটির অর্থ হচ্ছে প্রশংসিত স্থান। আল্লাহ রাসুল (স:) কে বেহেশতের মধ্যে যে স্থান দিবেন সেই স্থান কে বলা হয় মাকামে মাহমুদ।

প্রশ্ন-২২. আল্লাহ কি সর্বত্র বিরাজমান নাকি আরশে আজীমে অবস্থান করছেন ?
উত্তর : আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান কিন্তু তিনি আরশে আজীমে অবস্থান করছেন।

মো: সাইফুল ইসলাম
প্রশ্ন-২৩. সুন্নি এবং ওহাবি পৃথক হলে কোনটি শরিয়তসম্মত?
উত্তর : আসলে যারা নিজেদের সুন্নি বলে দাবী করে অন্যদের ওহাবী বলছেন মূলত এরা বেদায়াতপন্থী লোক। যারা সঠিক পথে রয়েছে তাদের ওহাবী বলে গালি দিচ্ছে সুন্নি পরিচয় ধারীরা। আব্দুল ওহাব নজদী খুব বড় আল্লাওয়ালা এবং ইসলামের সংস্কারক ছিলেন। তাঁর অনুসারীরা সম্মান পাওয়ার যোগ্য। অথচ তাদের গালি দেওয়া হয়।

এ্যাড. হারুনুর রশিদ, সুপ্রিম কোর্ট
প্রশ্ন-২৪. পিতার সম্পদে হিজরা সন্তানের কতটুকু অংশ রয়েছে?
উত্তর : সাধারণত হিজরারা আকৃতিতে পুরুষ এবং প্রকৃতিতে মহিলা হয়ে থাকে। একটি ছেলে যতটুকু অংশ পায় তারাও সেই অংশই পাবে। তবে কারও কারও মতে তারা যেহেতু প্রকৃতিতে মেয়ের মত তাই সম্পদ পাওয়ার ক্ষেত্রে মহিলাদের সমান পাবে। তবে শক্তিশালী মত হচ্ছে তারা ছেলেদের সমান অংশ পাবে।

হেলাল আহমেদ, সিলেট
প্রশ্ন-২৫. জাদুর সাহায্যে কেউ যদি কারও তি বা উপকার করে সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ?  তার সাথে পরিবারের অন্য সদস্যরা কী আচরণ করবে ?
উত্তর : যাদুবিদ্যা চর্চা করা হারাম। সুতরাং হারাম কাজ করার শাস্তি পেতে হবে যাদু চর্চাকারীর। তাই বলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেনা। পরিবারের অন্য সদস্যরা যাদু চর্চাকারীর সাথে ভালো ব্যবহারই করবে তবে তার এই কাজটি কে ঘৃণা করতে হবে সকলেরই।

shibli:
প্রশ্ন-২৬. সঠিক ভাবে ব্যবহার হবে না জেনেও কোন এতিমখানায় কোরবানীর চামড়া দেওয়া যাবে কি?
উত্তর : জ্বী না, যদি আপনি এটা বুঝতে পারেন যে সঠিক খাতে ব্যবহার হবে না তাহলে সেখানে এটা দান করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্ন-২৭. মহিলারা কি তারাবী ও ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন ?
উত্তর : যে কোন জামাতে মহিলাদের অংশ গ্রহণ করার অনুমতি রয়েছে। রাসুল (স:) এর সময় মহিলারা ঈদের জামাতে শরীক হয়েছেন। এমনকি ঋতুবতী মহিলাদের রাসুল (স:) ঈদের খুৎবা শুনতে অনুমতি দিয়েছেন নামাজে অংশ গ্রহণ না করে। সুতরাং মহিলারা ইচ্ছে করলে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন। তবে এটা তাদের জন্য বাধ্যতামূলক না।

প্রশ্ন-২৮. কোন অন্যায়কারীর বিচার যদি দুনিয়াতেই কোরআন-হাদীস অনুযায়ী অনুষ্ঠিত হয় তাহলে ঐ পাপের জন্য আখেরাতেও তাকে শাস্তি ভোগ করতে হবে ?
উত্তর : পৃথিবীর বিচারের মাধ্যমে আখেরাতের শাস্তি মাফ হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে তিনি যদি অনুতপ্ত হয়ে তওবা করেন তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন।
প্রশ্ন-২৯. যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, নামাজ, রোযা, হজ্জ ও যাকাত সঠিকভাবে পালন করে তাহলেই কি তার পরিপূর্ণ ইসলাম মানা হয়ে যাবে ?

উত্তর : ইসলামে দু'ধরনের দায়িত্ব রয়েছে একটি হচ্ছে আপনি যেটা বললেন তার সব হুকুম আহকাম নিজে পালন করা এবং অন্যটি হচ্ছে অন্যদের আল্লাহর পথে আনবার চেষ্টা করা। আল্লাহ বলছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদের বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ বলছেন, “তোমরা একটি উত্তম জনগোষ্ঠি তোমাদেরকে বাছাই করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা লোকদের কল্যাণের দিকে ডাকো অকল্যাণ থেকে ফিরানোর চেষ্টা কর”। সুতরাং মানুষকে আল্লাহর পথে ডাকার কাজটিও সমান গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-৩০. আমি বড় বোন হওয়ায় ছোট দুই বোন তাদের স্বামীর দোষ, গুণ আমাকে বলে এবং পরামর্শ চায়। করণীয় সম্পর্কে না শুনালে তারা কষ্ট পায়- এটা কি গীবত হবে ?
উত্তর : যদি তাদের উদ্দেশ্য হয় পরামর্শ নেওয়া তাহলে এটি গীবত হবে না। বদনাম করার উদ্দেশ্যে যদি না থাকে, সমস্যা সমাধানের উদ্দেশ্যে হলে এতে কোন অসুবিধা হবে না। আপনি তাদের পরামর্শ দিতে পারেন এবং সেই সাথে এটাও নসীহত করতে পারেন যে কারও অসাাতে তার নামে নিন্দা করা, দোষ-ত্র“টি আলোচনা করা গীবত করা হবে। তবে, যেহেতু অভিভাবক হিসেবে আপনাকে তারা বলে এতে কোন গুনাহ হবে না।

শারমিন, ময়মনসিংহ
প্রশ্ন-৩১. আমার চাকুরী স্থল থেকে আছর নামাজ পড়ে বাসায় ফিরতে এত সময় লাগে যে মাগরিবের নামাজের সময় পার হয়ে যায়। আমার করণীয় কী ?
উত্তর : এধরনের পরিস্থিতিতে আপনি রাস্তায় ইশারায় হলেও নামাজ পড়ে নিতে পারেন।
আবার এমনও সুযোগ রয়েছে যে আছরের সময় অগ্রিম মাগরিবের নামজ পড়েও রওনা করতে পারেন। তবে আপনি এটাই করতে পারেন যে, যখন যেখানে যে অবস্থায় ওয়াক্ত হবে- সে অবস্থায় নামাজ আদায় করে নিতে পারেন। গাড়িতে থাকলে ক্বিবলামুখী হবার সুযোগ না থাকলে যে কোন দিকে মুখ করে নামাজ পড়তে পারেন। কাপড় পাক না থাকলে বা পানি না পেলেও সমস্যা নেই। তায়াম্মুম করে ঐ কাপড়েই সালাত আদায় করতে পারেন।

কিরন, সৌদী আরব
প্রশ্ন-৩২. আমার স্ত্রীকে দিয়ে জোর করে তার বাবা-মা আমাকে তালাক দিয়েছে। এটা কী হয়েছে ?
উত্তর : বিয়ের সময় যদি এ ধরনের শর্ত বা মতা স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া থাকে যে তুমি নিজেই নিজের উপর তালাক আরোপ করতে পারবে তাহলেই কেবল স্ত্রী তালাক দিতে পারে। আর যদি কোর্টের মাধ্যমে অনিবার্য কারণে স্ত্রী স্বামীকে তালাক দেন সেটি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক
প্রশ্ন-৩৩. বিয়ের পরে স্ত্রীর নামের শেষের অংশ থেকে বাবার নাম বাদ দিয়ে সেখানে স্বামীর নাম জুড়ে দেওয়ার ব্যাপারে শরিয়ত কী বলে?
উত্তর : শরিয়ত এ ধরনের কোন নির্দেশনা কখনই দেয়নি যে বিয়ের পরে মেয়েদের নামের সাথে স্বামীর নাম লাগাতে হবে। এ বিষয়টি আসলে আমাদের সমাজের ফ্যাশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সন্তান বাবার নামের সাথে পরিচিত হবে এটিই স্বাভাবিক। এ বিষয়টি আসলে যার যার ইচ্ছার ওপর নির্ভরশীল।

ফাতেমা, বগুড়া
প্রশ্ন-৩৪. আমার এ্যাজমা থাকার কারণে আমি ফরজ গোসল করতে পারি না। আমি কী করতে পারি?
উত্তর : এমতাবস্থায় আপনি সহবাসের পরে লেগে থাকা নাপাক বস্তুু পরিস্কার করে তায়াম্মুম করে নামাজ পড়ে নিবেন। এতেই আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। আর যদি গরম পানিতে সমস্যা না হয় তাহলে গরম পানি দিয়ে গোসল করতে হবে। গরম পানি পাওয়া না গেলে বা এতেও সমস্যা হলে শুধুমাত্র তায়াম্মুম করেই পবিত্রতা অর্জন করতে পারবেন।

প্রশ্ন-৩৫. যাকাতের টাকা জমা করে রেখে এক সাথে বেশি করে আদায় করা যাবে কি ?
উত্তর : যাকাতের টাকা যত দ্রুত সম্ভব আদায় করতে হবে। যাকাতের টাকা ধরে রাখার কোন বিধান নেই। যাকাতের টাকা আপনার না, এটা গরীবের ন্যায্য পাওনা। তাই এই টাকা হাতে রাখা যাবেনা।

মো: মোমেনুর রহমান, ঢাকা
প্রশ্ন-৩৬. আমার জন্মের পরে আমি অসুস্থ থাকায় বাবা-মা মানত করেছিলেন আমাকে মাদ্রাসায় পড়াবেন সেটা সম্ভব হয়নি। আমি কলেজে পড়ছি। এমতাবস্তায় আমরা কী করতে পারি?
উত্তর : এটাকে মানত বলেনা এটাকে বলে আশা, আকা´খা, পরিকল্পনা, ইচ্ছা। আর আপনার বাবা-মা ইচ্ছে করেছিলেন কিন্তু আপনি করেননি তাই এতে আপনার কোন অসুবিধা নেই। আর  মাদ্রাসায় পড়ানো মানে হচ্ছে দ্বীনী শিক্ষা লাভ। এ কাজটি আপনি কুরআন-হাদীস ইসলামী বই-পুস্তক পড়ে এখনও করতে পারেন। আপনি এখন থেকে আল্লাহকে জানা এবং মানার কাজ করতে থাকুন।

ফরহাদ, ঢাকা
প্রশ্ন-৩৭. বড় আয়না টাঙ্গানো ঘরে কি নামাজ হবে ? যে আয়নায় নামাজের সময় নিজেকে দেখা যায়।
উত্তর : জ্বী হ্যাঁ, নামাজ হবে। তবে এভাবে নামাজ পড়া উচিত নয় কারণ আয়নায় চোখ পড়লে নামাজের মনযোগে বিঘÅ“ ঘটতে পারে।

মজিবর, নারায়ণগঞ্জ
প্রশ্ন-৩৮. আমার এক আত্মীয়কে না জানিয়ে যাকাত দিয়েছিলাম। এটা যাকাতের টাকা জানতে পেরে সে টাকাটা ফেরত দিতে চাচ্ছে।কী করণীয় ?
উত্তর : প্রথমত আপনার উচিত ছিলো এ ব্যাপারে কঠোর গোপনীয়তা রা করা। এখন আপনি তাকে বলতে পারেন যে এটা তোমাকে আমি ধার হিসেবে দিয়েছি যেদিন পার ফেরত দিয়ে দিও। এতে আপনার যাকাত নষ্ট হবে না। আর  যদি একান্তই ফেরত দিয়ে দেন তাহলে আপনি টাকাটা ফেরত নিয়ে ধার হিসেবে টাকাটা দিচ্ছেন এটা বলে টাকাটা আবার তাকে দিতে পারেন। এতেও আপনার যাকাত আদায় হবে। আর যদি তিনি না মানেন তাহলে অন্য কাউকে দিয়ে দিতে পারেন।

মোয়াজ্জেম
প্রশ্ন-৩৯. অনেক পীর আছেন যারা মুরীদদের নিয়ে গান বাজনার অনুষ্ঠান করেন। এটা কি শরিয়তসম্মত ?
উত্তর : আসলে এ ধরনের কাজ শরিয়তে নিষিদ্ধ। এটা জায়েজ নয়। এ ধরনের কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, রসুল (স:)ও করেননি।এটি গুনাহের কাজ।

প্রশ্ন-৪০. কোন বিধবা মহিলাকে বিয়ে করা যাবে কি?
উত্তর : জ্বী হ্যাঁ, যদি ঐ বিধবা মহিলা রাজী থাকেন তাহলে স্বামী মরে যাবার পর ৪ মাস ১০ দিন ইদ্দত পালন শেষে তাকে বিয়ে করা যাবে। এটা শরিয়ত সম্মত কাজ।

উম্মে কুলসুম, ঢাকা
প্রশ্ন-৪১. নামাজের মধ্যে নানা ধরনের উদ্ভট ও বাজে চিন্তা এসে যায়। করণীয় জানতে চাই।
উত্তর : এটা শয়তানের ওয়াসওয়াসা। তবে এধরনের কথা বা চিন্তা যেহেতু অনিচ্ছাকৃত আপনার মনে এসে যাচ্ছে তাই এ জন্য আল্লাহ আপনাকে দায়ী করবেন না। এ ধরনের চিন্তা মনে আসলে সেটাকে আপনি কোন গুরুত্বই দিবেন না, আপনি সামনে এগিয়ে যাবেন। এতে আপনি বিভ্রান্ত হবেন না, নামাজ ছাড়বেন না এবং একজন চিকিত্সকের পরামর্শ নিন। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। হতে পারে এটি আমার জীবনের শেষ নামাজ এমন চিন্তা করুন। নামাযে যা কিছু পড়া হয় এগুলোর অর্থ জেনে নিন। অর্থের দিকে খেয়াল করে নামাজ আদায় করুন।

আসমা বেগম
প্রশ্ন-৪২. গ্রাম গঞ্জের মহিলারা তালিম করেন অনেকে বলেন এটা ঠিক নয়। আসলে বিষয়টি কি সঠিক?
উত্তর : জ্বী হ্যাঁ, কাজটি ভাল কাজ। যদি তালিমের মাধ্যমে ইসলামের সহী, শুদ্ধ জ্ঞান বিতরণ করা হয়। কুরআন সুন্নাহ অনুযায়ী তালিম করা হয়। হিজাবের পরিবেশ বজায় থাকে। নারীরা নারীদের মধ্যে তালিম করেন এতে দোষের কিছু নেই।

মোসা: শাহিনা খানম, দিনাজপুর
প্রশ্ন-৪৩. মুসলিম নারীদের বিবাহের সময় মোহর দেয়া হয় কেন?
উত্তর : ইসলামের এই বিধানটি রাসুল (স:) শিখিয়ে দিয়েছেন এবং পালন করতে বলেছেন বলে মোহর দেওয়া হয়। কারণ আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, রাসুল (স:) কে অনুসরণ করা।

মো: ফেরদৌস ইমরান, সিলেট
প্রশ্ন-৪৪. খতমে নবুওয়াত কি খতমে রিসালাতকেও বুঝায় ?  নবুওয়াতের সাথে কি রিসালাতও পূর্ণতা প্রাপ্ত হয়েছে ?
উত্তর : নবুওয়াত না থাকলে রিসালাতও থাকতে পারেনা। এমন অনেক নবী ছিলেন যারা রাসুল নন। তাই নবুওয়াতের সমাপ্তির সাথে রিসালাতের সমাপ্তি ঘটেছে।

প্রশ্ন-৪৫. যারা প্রধান ৪ খানা কিতাব পেয়েছেন তারা ছাড়া যারা ১০০ খানা আসমানী সহীফা পেয়েছেন তারা কী নবী না রাসুল ?
উত্তর : যারা সহীফা পেয়েছেন তারা নবী। আর রাসুল তারাই যারা আসমানী কিতাব পেয়েছেন।

প্রশ্ন-৪৬. প্রভিডেন্ড ফান্ডের টাকার উপর যাকাত দিতে হয় কি?
উত্তর : সরকারী প্রভিডেন্ড ফান্ডে যেটা বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হয় সেটার যাকাত দিতে হয় না। তবে কেউ যদি ইচ্ছে করে ঐ টাকার সাথে আরও কিছূ টাকা বেশী জমা করে তাহলে তার যাকাত দিতে হবে। কিন্তু, বাধ্যতামূলক কেটে রাখা টাকা প্রাপ্তির আগ পর্যন্ত- ঐ টাকার যাকাত দিতে হয় না।

তানজুম আরা
প্রশ্ন-৪৭. আমি যদি মাথায় কাপড় না দিয়েও শালীনভাবে ঘরে-বাইরে চলাফেরা করি তাহলে কি গুনাহ হবে?
উত্তর : মাথার চুল ঢেকে রাখা ছতরের অন্তর্ভুক্ত। তাই এটা ঢাকতেই হবে। আর বাইরে গেলে হিজাব পালন করতে হবে।

প্রশ্ন-৪৮. আমার বিয়ে হয় না বলে- সকলে বলে শাখারী পট্রি যেতে হবে, মেহেদী লাগাতে হবে- এটা কি ইসলাম সম্মত?
উত্তর : বিয়ে হওয়ার জন্য এসব করতে হবে- এটা ইসলামসম্মত কথা নয়। তবে মেহেদী লাগানো নিষেধ নয়।

প্রশ্ন-৪৯. কোন যুবক-যুবতীর সম্পর্ককে পারিবারিকভাবে মেনে নেয়া হয়েছে অথচ তাদের বিয়ে হয়নি। এধরনের কাজে উৎসাহ দেয়ার জন্য কি সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে ?
উত্তর : জ্বী হ্যাঁ, এ ধরনের অন্যায় কাজের জন্য সকলকে জবাবদিহি করতে হবে। কারণ, এ ধরনের কাজ ইসলামে বৈধ নয়। এ ধরনের কাজ অমার্জনীয় বলে ইসলামে বিবেচিত। ভাল কাজে সহযোগিতা করা ভাল এবং মন্দ কাজে সহযোগিতা করা অন্যায় এবং অপরাধ।

কামরুন নাহার, বগুড়া
প্রশ্ন-৫০. মৃত ব্যাক্তির কাফনের উপরে কুরআনের আয়াত লিখে দেয়াটা কি ইসলাম সম্মত ?
উত্তর : একাজটি বেদায়াত বলে বিবেচিত। কারণ, কুরআন-হাদীসে এ ধরনের কোন কাজের কথা বলা হয়নি।

প্রশ্ন-৫১. ভ্রু তুললে আল্লাহর লানত। আর কীন সেভ করে চেহারা বদলে দেয়া কী ?
উত্তর : কীন সেভ করা রাসুল (স:) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নতের খেলাফ। ভ্রু তোলার সাথে এটার তুলনা না করলেও- এ কাজটি যেমন ঠিক নয় তেমনি ভ্রু তোলাও ঠিক নয়।

প্রশ্ন-৫২. সুরা নুরে আল্লাহ পুরুষের পর্দার কথা বললেও মাওলানারা নারীদের পর্দার ব্যাপারটাই বেশী যরময ষরময: করে কেন?
উত্তর : পর্দা তথা নারী-পুরুষের নিরাপদ দুরত্বের ব্যাপারটি নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান। তবে হিজাবের জন্য নারীদের বেশি সতর্ক থাকতে হয় আল্লাহ প্রদত্ত সৌর্ন্দযের কারণে। নারীরা সৃষ্টিগত কারণেই বেশি সতর্ক থাকেন। আর পুরুষদের কেবল ছতর ঢাকলেই চলবে। আর নারীদের হিজাব পালন করা ফরজ করা হয়েছে। তবে আপনার দৃষ্টিভঙ্গিও যথার্থ, পুরুষদেরও বেগানা নারীদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

Navigation

[0] Message Index

Go to full version