Science & Information Technology > Science Discussion Forum

সবচেয়ে পাতলা আলট্রাবুক লেনোভোর!!!!!!

(1/1)

goodboy:

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো `আলট্রাবুক' ল্যাপটপের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পাতলা মডেল তৈরির ঘোষণা দিয়েছে। ০.৭ ইঞ্চি পুরুত্বের এই আলট্রাবুকের ওজন হবে মাত্র তিন পাউন্ড। এক খবরে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, লেনোভোর সবচেয়ে পাতলা এই আলট্রাবুকের মডেলটির নাম হবে `এক্স ১ কার্বন'।
লেনোভো জানিয়েছে, ১৪ ইঞ্চি মাপের আলট্রাবুকটি কার্বন-ফাইবার থেকে তৈরি হবে, ফলে এতে দাগ পড়বে না আর সহজে ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকবে না। আলট্রাবুকটিতে ব্যবহূত হবে ইনটেলের তৈরি সর্বশেষ প্রযুক্তি `আইভিব্রিজ' প্রসেসর।
এক্স ১ কার্বনের বিশেষ বৈশষ্ট্যি, এর দ্রুত চার্জ গ্রহণের ক্ষমতা। মাত্র আধা ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ নেবে এই আলট্রাবুকটি। এর এলসিডি মনিটরটিকে চারপাশে ঘোরানো যাবে যে কোন দিক থেকেই ঝকঝকে ছবি দেখা যাবে। আলট্রাবুকটির কিবোর্ড হবে ব্যাকলিট প্রযুক্তির।
এক্স ১ কার্বন চলতি বছরই বাজারে পাওয়া যাবে। অবশ্য এখনো আলট্রাবুকটির দাম নির্ধারণ করেনি চীনা প্রতিষ্ঠানটি।

source: Prothom Alo.

sumon_acce:
Really nice

Smahmud:
I made me update by reading this post.

Navigation

[0] Message Index

Go to full version