Science & Information Technology > Science Discussion Forum
মাইক্রোম্যাক্সের ফোনসেটে বাংলা
(1/1)
wahid:
বাংলাদেশে বাংলা ভাষায় ব্যবহারের সুবিধা নিয়ে নতুন মোবাইল ফোনসেট বাজারে ছাড়ছে মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড। এই সেটগুলো হলো এক্স ২১০+, এক্স ২৫৭, এক্স ২৮৩ ও এক্স ৬৫০। এসব ফোনে বাংলা ভাষায় অ্যাপ্লিকেশন ও খুদেবার্তা পাঠানোর সুবিধা রয়েছে। সবগুলোতেই দুটি করে সিমকার্ড ব্যবহার করা যাবে।
এক্স ২১০+ সেটে রয়েছে ১.৭৭ ইঞ্চি স্ক্রিন, মিডিয়া প্লেয়ার, এফএম রেডিও, ব্লুটুথ, ফ্লাশসহ ভিজেএ ক্যামেরা। এক্স ২৮৩ সেটে রয়েছে ২.৪ ইঞ্চি স্ক্রিন, মিডিয়া প্লেয়ার, টর্চ, এফএম রেডিও, ব্লুটুথ, ফ্লাশসহ ভিজেএ ক্যামেরা। এক্স ২৫৭ সেটের পর্দা ২.৬ ইঞ্চি। এমপিথ্রি ও এমপিফোর মিডিয়া প্লেয়ার, টর্চ, এফএম রেডিও, ব্লুটুথ, ফ্লাশসহ ভিজেএ ক্যামেরা। এক্স ৬৫০ সেটে রয়েছে ৩.২ ইঞ্চি টাচ স্ক্রিন পর্দা, ফ্ল্যাশসহ ৩ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি। মাইক্রোম্যাক্সের পরিচালক (ব্যবসা) বিকাশ জৈন বলেন, ‘গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের কথা ভেবেই আমরা এসব ফোন নিয়ে এসেছি।’
sumon_acce:
Its really helpful for us.......thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version