Entertainment & Discussions > Story, Article & Poetry

দুটি অনুকাব্য

(1/1)

ananda:
১.

কে তুমি কবি -

সভ্যতার কাছে দীক্ষা নিতে আসো পল্লবিত সবুজের মায়াঞ্জন চোখে ?

যত নাগরিক কালিদাস, ইঞ্চি মেপে কবিতা লিখে বিজ্ঞাপনের ফাঁকে।

 

২.

কেন মানুষ হতে চাও?

বরং তুমি পাখিই হও, দিগন্তে মেলো ডানা...

সুশীল হওয়ার চেয়ে ভালো রামগরুড়ের ছানা।

ananda:

১.
ও মন কেন্ তুমি পক্ষী হইবার চাও?
দিবানিশি কেন্ তুমি দু:খের গান গাও?
যাইবা বুঝি এই অবেলায় কাজলরেখার দেশে!
জবা ফুলখান পরায়ে দিও তাহার দীঘল কেশে।

২.
দ্যাখো বৃষ্টিগুলো-
কেমন জড়িয়ে যাচ্ছে অলকে, গড়িয়ে যাচ্ছে পুলকে
তোমাকে আমূল বিদ্ধ করছে নিজের ইচ্ছেমতো,
ইস্ আমিও যদি হতাম ওই বৃষ্টি অবিরত!!

Navigation

[0] Message Index

Go to full version