Educational > You need to know

মজার কিছু তথ্য

(1/3) > >>

ananda:
১.ক্যাঙ্গারু :
ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর কাছে প্রাণীটির নাম জানতে চায়। স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু " পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু " এই শব্দটির অর্থ " আমি - বুঝি -নাই '।

২.ও কে :
আমেরিকার গৃহযুদ্ধ কালীন সময়ে সৈন্যরা যখন কোন প্রকার ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত আসত তখন সেলেট পাথরে বড় করে লিখে রাখত " 0 killed " ( হতাহত 0 )। সেই থেকেই O.K শব্দটি প্রচলিত হয়ে আসছে যার অর্থ সব কিছুই ঠিকঠাক আছে ।


৩.গণিত :
যদি ১১১.১১১.১১১. সংখ্যাটিকে ১১১.১১১.১১১. দিয়ে গুন করা হয় তাহলে ফলাফল আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬.৫৪৩.২১।

৪.তেলেপোকা:
যদি একটি তেলেপোকার মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে সে নয় দিনের মধ্যে মারা যাবে, তবে মাথা কেটে ফেলার জন্য নয়, তার মৃত্যু হবে অনাহারে থাকার কারণে ।

৫.গরু :
গরুকে যদি সিড়ি দিয়ে উঠতে দেয়া হয় তাহলে সে অনায়াসে সিড়ি বেয়ে উঠতে পারবে কিন্তু নামার সময় সে নামতে পারবে না ।

৬.মশা :
মশার হুল এবং দাত দুটোই আছে ।

৭.হাতী :
ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।

৮.মনোরোগ-সংক্রান্ত হাসপাতাল :
বিশ্বে সর্বপ্রথম মনোরোগ-সংক্রান্ত হাসপাতাল নির্মান করা হয় ইরাকের বাগদাদে , ৭৯২ সালে।

sonia_tex:
interesting... :o thanks KB sir for sharing......

ananda:
You are most welcome Sonia Madam....

safiqul:

--- Quote from: ananda on May 20, 2012, 06:03:52 PM ---
৭.হাতী :
ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।



--- End quote ---

Interesting, Thanks sir :)

wahid:
Very interesting and learning post. Thanks a lot...........

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version