Science & Information Technology > Science Discussion Forum
১১২ মেগাপিক্সেলের ক্যামেরা! (ভিডিও)
(1/1)
wahid:
স্পেকট্রাল ইনস্ট্রুমেন্টস নামের একটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি ১১২ মেগাপিক্সেলের ক্যামেরা তৈরির পরিকল্পনা করেছে। এক খবরে ইয়াহু অনলাইন জানিয়েছে, ক্যামেরাটি আলোকচিত্রীদের ব্যবহারের জন্যই বিশেষভাবে নকশা করছে প্রতিষ্ঠানটি।
স্পেকট্রাল ইনস্ট্রুমেন্টস নামের প্রতিষ্ঠানটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত। প্রতিষ্ঠানটির তৈরি ক্যামেরা মহাকাশ ও ওষুধ গবেষণা কাজে ব্যবহূত হয়। স্পেকট্রালের তৈরি ১১১০ সিরিজের ক্যামেরার সাহায্যে দিনের বেলায় তারার ছবি তোলাও সম্ভব হয়েছে। ১১১০ সিরিজের এই ক্যামেরাকে আলোকচিত্রীদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে জানা গেছে, ১১২ মেগাপিক্সেলের ক্যামেরায় থাকছে আলট্রা লাইট-সেনসিটিভ সেন্সর, যা সাদা-কালো ছবি তোলার ক্ষেত্রে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। এই ক্যামেরা তৈরিতে কাজ শুরু আগে ইন্টারনেটে এর জনপ্রিয়তা বা মানুষের আগ্রহ পরীক্ষা করে দেখছে ক্যামেরাটির নির্মাতা প্রতিষ্ঠান স্পেকট্রাল ইনস্ট্রুমেন্টস।
sumon_acce:
Wow......really a great creation.
Navigation
[0] Message Index
Go to full version