Science & Information Technology > Science Discussion Forum

উইকিপিডিয়ায় বিজ্ঞাপন মানেই ভাইরাস

(1/2) > >>

wahid:
বিনা মূল্যের অনলাইন তথ্যকোষ উইকিপিডিয়া ব্রাউজিংয়ের সময় যদি কোনো বিজ্ঞাপন দেখায়, সে ক্ষেত্রে বুঝতে হবে, কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয়েছে।
সম্প্রতি উইকিপিডিয়ার কমিউনিটি অ্যাডভোকেসির পরিচালক ফিলিপ বিউডেটি উইকিপিডিয়া ব্যবহারকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, উইকিপিডিয়ায় কোনো বিজ্ঞাপন দেখানো হয় না। উইকিপিডিয়া একটি বিনা মূল্যের ওয়েবসাইট। এটি লাখ লাখ দাতার অর্থায়নে পরিচালিত হয়।
ফিলিপ বলেন, যদি উইকিপিডিয়ার নাম ভাঙিয়ে বিজ্ঞাপন দিয়ে অর্থ চাওয়া হয়, তবে তা প্রতারণা। কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণের কারণেও এটি হতে পারে।
এদিকে নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, উইকিপিডিয়ায় দেখানো বিজ্ঞাপনে ক্লিক করা হলে সেই ম্যালওয়্যার ব্রাউজারকে আক্রান্ত করে ও প্রতারণামূলক বিজ্ঞাপন দেখাতে শুরু করে। ব্রাউজারের এক্সটেনশন বন্ধ করে দিয়ে বা ম্যালওয়্যার নির্মূল ব্যবস্থা গ্রহণ করে এই প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে।

tany:
Very informative post..

sumon_acce:
Thanks for sharing.

Smahmud:
I can't but a thanks!

Mashud:
thanks for writing

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version