IT Help Desk > IT Forum

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার ক্রোম!

(1/2) > >>

Narayan:
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) গুগল ক্রোম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে। মাইক্রোসফটের জনপ্রিয় ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে এ মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহূত ব্রাউজার গুগল ক্রোম। এর আগে চলতি বছরের মার্চে একবার ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে শীর্ষে এসেছিল ক্রোম। সম্প্রতি ওয়েবট্র্যাকিং ওয়েবসাইট স্ট্যাটকাউন্টার জানিয়েছে, ব্রাউজারের মধ্যে দীর্ঘদিন শীর্ষে থাকা ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে এখন বিশ্বের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। এর ফলে এক্সপ্লোরারের দীর্ঘদিনের শীর্ষে থাকা রাজত্ব হাতছাড়া হয়ে গেল ক্রোমের কাছে।
অনেক দিন ধরে শীর্ষে থাকার লড়াই চলছে ইন্টারনেট এক্সপ্লোরার ও গুগল ক্রোমের মধ্যে। গুগলের তৈরি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডে যুক্ত (বিল্ট ইন) অবস্থায় গুগল ক্রোম ব্রাউজার থাকায় মোবাইল ফোনের মাধ্যমেও ক্রোমের ব্যবহার বাড়ছে। তাই এ প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ইন্টারনেট এক্সপ্লোরার। ডেস্কটপ কম্পিউটারে ব্রাউজার ব্যবহার হিসেবে অতি সম্প্রতি গুগল ক্রোম আর ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারের হার ছিল ৩৩ শতাংশ করে। গত সপ্তাহে ক্রোমের ব্যবহার বেড়ে যায়। স্ট্যাটকাউন্টারের প্রধান নির্বাহী আধান কুলেন জানান, নানা ধরনের সুবিধা ক্রোম ব্রাউজার বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ, যা আগে ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। চলতি বছরের ১৮ মার্চের হিসাব অনুযায়ী, গুগল ক্রোম ব্যবহূত হচ্ছিল ৩২ দশমিক ৭ শতাংশ আর একই সময়ে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহূত হচ্ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। গুগলের এ এগিয়ে যাওয়াকে তথ্যপ্রযুক্তির শীর্ষে যাওয়ার বিষয়টিই ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য প্রযুক্তি বিশেষজ্ঞদের।

—দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম

Copied from: Prothom-Alo

mhasan:
thanks NRC for your post

tany:
Very helpful post SIR.... :)

mhasan:
Thanks for sharing NRC

Shabnam Sakia:
thanks for sharing :-)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version