Best English Dictionary for mobile (মোবাইলের জন্য সেরা ইংরেজি - বাংলা ডিকশনারি)

Author Topic: Best English Dictionary for mobile (মোবাইলের জন্য সেরা ইংরেজি - বাংলা ডিকশনারি)  (Read 5680 times)

Offline M Z Karim

  • Faculty
  • Full Member
  • *
  • Posts: 183
  • Assistant Professor,Dept. of CSE, FSIT
    • View Profile
    • M Z Karim
মোবাইলের জন্য সেরা ইংরেজি বাংলা ডিকশনারি

Bangla dictionary (বাংলা ডিকশনারি) নামের চমৎকার এই অভিধানটিতে প্রায় ২১০০০+ শব্দ আছে। রয়েছে সব শব্দের বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ। Barron’s GRE Word book ফিল্টার ইচ্ছা করলে ON করে ব্যবহার করতে পারবেন। অন্য যে কোন অভিধান থেকে এটা যে সেরা তা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন।

অভিধানটি ইন্সটল করার ধারাবাহিক পদ্ধতি:

প্রথমে এখান থেকে jad এবং jar ফাইলটি ডাউনলোড করুন।

এবার ফাইল দুটি মেমরি কার্ডের একই ফোল্ডারে রেখে jad ফাইলটি ওপেন করে ইন্সটল শুরু করুন। (মোবাইলে নেট না থাকলে এইভাবে ইন্সটল করুন)

তবে আপনার মোবাইলে যদি নেট চালু থাকে তাহলে এইভাবে না করে নিচের পদ্ধতি মতো jad ফাইলটি ইন্সটল করুন।

এখান থেকে jad ফাইলটি ডাউনলোড করুন। এবার jad ফাইলটি মেমরি কার্ডে কপি করে ইন্সটল করুন। ইন্সটল করার সময় ২০০কেবির একটা ফাইল ডাউনলোড হবে। ব্যস নেটের কাজ শেষ।

আর আপনার যদি অ্যানড্রয়েড সেট হয় তাহলে এটা ইন্সটল করুন।

এবার আসি পরের ধাপে। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন। জিপ ফাইলটি আপনার মেমরি কার্ডে কপি করে Extract করুন। তারপর জিপ ফাইল ডিলেট করে দিন।

এবার ইন্সটল হওয়া MainMIDLet সফটটি ওপেন করুন।

এবার settings এ যান।

আপনার মেমরিকার্ডের লেটার যদি E হয় তাহলে Raw Data URL এ file///E:/BanglaDictionary/ টাইপ করুন। তারপর সেভ করে কাজ শেষ করুন।

এবার সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত শব্দ লিখে সার্চ করুন আর দেখুন রেজাল্ট।:D
আপনার সেট যদি টাচ মোবাইল হয় তাহলে ফুল স্ক্রিন করে দেখুন sd
Nokia 5530, 3110 এবং 6300 মডেলে টেস্ট করা হয়েছে।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Source : রুবেল আহমেদকে যিনি এই অভিধানটি তৈরি করেছেন ।
« Last Edit: September 01, 2013, 09:08:19 PM by Badshah Mamun »
M Z Karim
Assistant Professor
Department of CSE
Daffodil International University,Dhaka

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
স্যার সবই তো দিলেন। লিংকটা তো খুজে পেলাম না।

Offline Kanij Nahar Deepa

  • Sr. Member
  • ****
  • Posts: 291
  • Faculty
    • View Profile
Kanij Nahar Deepa
Lecturer
Dept. of Pharmacy
Daffodil International University