Faculty of Allied Health Sciences > Pharmacy

জানার আছে অনেক কিছু...

(1/2) > >>

mehnaz:

১) একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এর পর নিষ্ক্রিয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয়।
২) মশারা নীল রঙের প্রতি দুর্বল! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যাবে
৩) জাগ্রত থাকা অবস্থায় মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট।
৪) একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।

mehnaz:
>গলায় মাছের কাটা লেগে গেলে, অর্ধেক লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন। কাটা নরম হয়ে নেমে যাবে।

>মুখে/জিভে সাদা ঘা হলে, পানির সাথে কর্পূর গুলে মুখ দিনে ২ বার ধুয়ে নিন।

>দই খুব ভাল এন্টাসিড হিসাবে কাজ করে। এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র , কয়েক চামচ দই খেয়ে নিন।

>২ টুকরা দারুচিনি ১টি এলাচি, ২টি তেজপাতা ,২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেকে নিন। হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

>মাথা ব্যথা হলে, কালজিরা একটা পুটলির মধ্যে বেধে শুকতে থাকুন।

sanjida.dhaka:
Good........post

sadique:
very informative and interesting post...........thanks for sharing mam....

sarmin sultana:
good post......thanks

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version