« on: June 14, 2012, 01:11:40 PM »
অনলাইনে এ্যাপার্টমেন্ট কেনা-বেচা করতে পারেন আপনি ফ্ল্যাট বা এ্যাপার্টমেন্ট কিনতে চাইছেন, কিন্তু বাসা-অফিস নিয়ে ব্যস্ততা কিংবা দেশের বাইরে অবস্থানের কারণে কিছু করতে পারছেন না। এ জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি এখনই অনলাইনে বসে আপনার পছন্দমতো ফ্ল্যাট বা প্লট নির্ধারণ করতে পারেন এবং কেনা-বেচা করতে পারেন। এ জন্য আমাদের দেশের রিয়েল এস্টেট বিষয়ক সব ধরনের তথ্য নিয়ে গড়ে উঠেছে বেশ কিছু ওয়েবসাইট। দেশে-বিদেশে থাকা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য খুব ভালো সোর্স। কারণ আপনি মুহূর্তের মধ্যে অনলাইনে বসে ক্লাইন্ট নির্ধারণ করতে পারবেন অথবা নিজে একটি ফ্ল্যাট কিনতে পারবেন। একটি ফ্ল্যাট বা প্লট কিনতে যেসব তথ্য প্রয়োজন হয় সেসব তথ্য সহজেই আপনি অনলাইনে পেয়ে যাবেন। এনার্জি বায়ারদের জন্য ওয়েবসাইট একটি বিশ্বস্ত মিডিয়া। কারণ একজন বায়ার ঘরে বসে ফ্ল্যাট বা প্লটের লোকেশন নির্ধারণ করতে পারছেন। এ সম্পর্কীয় সব তথ্য জানতে পারছেন। একটি রিয়েল এস্টেট বিষয়ক ওয়েবসাইটে যেসব তথ্য থাকে :
১. হোম লোন ২. ফ্ল্যাট বা প্লটের অবস্থান ৩. অন গোয়িং প্রজেক্ট ৪. ক্লাসিফাইডস ৫. রিহ্যাব মেম্বার ৬. রিয়েল এস্টেট নিউজ।
সুতরাং একজন বায়ার বা সেলার খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য নিতে পারছেন এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে।
বাংলাদেশে রিয়েল এস্টেট বিষয়ক বেশকিছু ওয়েবসাইট আছে। সে সব ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
www.myrealestatebd.com
এটি বাংলাদেশের দ্রুতবর্ধনশীল রিয়েল এস্টেট বিষয়ক ওয়েব পোর্টাল সেখানে জমি ক্রয়-বিক্রয়, এ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয়, ভাড়ার তথ্য পাওয়া যায়। ঢাকা, বশিাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট অথবা বাংলাদেশর যে কোনো জায়গায় প্লট, এ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয় করার জন্য ফ্রি বিজ্ঞাপন দেয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসার চাহিদা বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে myrealestate.com গুরুত্বপূর্ণ অনলাইন প্লাটফর্ম হিসেবে ক্রেতা ও বিক্রেতাদের সব ধরনের সার্ভিস প্রদান করছে।
ঢাকা ও এর আশপাশে ব্যাচেলরদের জন্য ফ্ল্যাট ভাড়া পাওয়া খুবই কঠিন। বেশিরভাগ বাড়িওয়ালা ব্যাচেলরদের ফ্ল্যাট ভাড়া দিতে আপত্তি করে। এখনকার দিনে ব্যাচেলররা পছন্দমতো জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে কয়েকজন মিলে ভাগাভাগি করে থাকতে পছন্দ করে। কিন্তু মনের মতো ফ্ল্যাট মেম্বার পাওয়া সহজ হয় না। এই প্রয়োজনটিকে উপলব্ধি করে myrealestate.com আপনার পছন্দমতো রুমমেট নির্ধারণ করে ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছে। এ ছাড়া এই ওয়েবসাইটে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির নতুন অফার এবং রিয়েল এস্টেট বিষয়ক গাইডলাইন পাবেন।
www.realestatebd.com
বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের গুরুত্ব উপলব্ধি করে এই ওয়েব সাইটটি পাবলিশ করা হয়। এই রিয়েল এস্টেট ইয়োলো পেজটি বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসায়ী ডেভেলপারস আর্কিটেকচার ফিন্যান্স কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইনার, কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ার ফার্মগুলোকে তুলে ধরে। বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্প ক্রয়-বিক্রয় কমার্শিয়াল স্পেস বিক্রয়ের বিজ্ঞাপন, এ্যাপার্টমেন্ট ভাড়া, কনস্ট্রাকশন, মেইনটেন্স সার্ভিস প্রদান করে।
বাংলাদেশের অনেক রিয়েল এস্টেট কোম্পানির তথ্য বা প্রোফাইল এই ওয়েবসাইটে আছে। তাই যে কেউ ইচ্ছা করলে সহজেই এসব তথ্য পেতে পারেন। গত পাঁচ বছর ধরে এই ওয়েবসাইটটি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে আসছে। এই ওয়েবসাইটে যেসব সার্ভিস পাবেন :
১. আবাসিক, কমার্শিয়াল জমি/ এ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয় ২. প্রপার্টি ম্যানেজমেন্ট ও মেইনটেন্স সার্ভিস ৩. এক্সক্লুসিভ মার্কেটিং ও সেল্স এজেন্ট ৪. কমার্শিয়াল ও আবাসিক প্লট ৫. ইন্টেরিয়র ডেকোরেশন ৬. অফিস ও আবাসিক পরিবর্তনের ব্যবস্থা করা হয়।
যারা দেশের বাইরে বসবাস করছেন তাদের পছন্দমতো এ্যাপার্টমেন্ট, প্লট ক্রয়-বিক্রয়ের জন্য এখানে বিশেষ সার্ভিস প্রদান করা হয়। এখানে দক্ষ ও অভিজ্ঞ মার্কেটিং এজেন্ট রয়েছেন যার ফলে ক্রেতা পেতে অসুবিধা হয় না।
প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস আমাদের দেশে নতুন হলেও উন্নত দেশগুলোতে বেশ জনপ্রিয়। অনেক সময় দেখা যায় জমির মালিকরা সঠিকভাবে জমি দেখাশোনা করতে পারছেন না। এসব অসুবিধাকে মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন realestatebd.com ওয়েবসাইটের প্রপার্টি মেইনটেন্স সেবা গ্রহণ করে।
এই ওয়েবসাইটের মাধ্যমে আরো যেসব সুবিধা পাবেন :
ফ্ল্যাট বা এ্যাপার্টমেন্ট ভাড়া দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
জমি ও ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ের আগে কাগজপত্রের ব্যবস্থা করে দেয়া
সঠিক সময়ে বাড়ি ভাড়া মালিকের কাছে পৌঁছে দেয়া
ট্রেনিংপ্রাপ্ত সিকিউরিটি গার্ড দ্বারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা
ফ্ল্যাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
এক কথায় যারা ব্যস্ততার কারণে নিজের জমি বা ফ্ল্যাটটি নিয়ে চিন্তিত তারা realestatebd.com ওয়েবসাইটের মাধ্যমে এসব সুবিধা গ্রহণ করতে পারেন। এই ওয়েবসাইট ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে।
www.to-let.com.bd
এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট বিষয়ক ওয়েবসাইট। ঢাকা ও বাংলাদেশের বড় বড় শহরের জমি, এ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট ওয়েবসাইটে সার্চের মাধ্যমে খুঁজে নেয়া সম্ভব। এখানে প্রতিনিয়ত তথ্য আপডেট করা হয় এখন নতুন ফ্ল্যাট বা জমির তথ্য যুক্ত করা হয়। এখানে ইমেল এ্যালার্ট নামের একটি অপশন আছে। যার ফলে আপনার ইমেল এড্রেস আপনার কাক্সিক্ষত জমি ও এ্যাপার্টমেন্টের তথ্য প্রদান করলে ই-মেইলের মাধ্যমে সেসব তথ্য পেয়ে যাবেন।
to-let.com.bd ওয়েবসাইটটি যে সব সেবা প্রদান করে তার জন্য ফি নেয় না। আপনি যদি প্রয়োজনমতো জমি বা ফ্ল্যাট খুঁজে না পান তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে খুঁজে পাবেন। যারা জমির মালিক তারা এই ওয়েবসাইটে জমি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও ছবি প্রদান করতে পারে যাতে বিক্রি করতে সুবিধা হয়। হাউজিং লোন ও আর্থিক সহযোগিতার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে। এসব কোম্পানি তথ্য, যোগাযোগ নম্বর পাওয়া যাবে এই ওয়েবসাইটের হাউজিং লোনস এবং ফাইন্যান্স সেকশনে।
www.bangladeshirealestate.com
এই ওয়েব সাইটের মাধ্যমে মানুষ প্লট কেনা-বেচা, ভাড়া, হোম লোন ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন এই ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো হলো :
এই ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দেশ ও দেশের বাইরের বাংলাদেশীরা সহজেই বাড়ি ভাড়া, ক্রয়-বিক্রয় এবং অন্যান্য সেবা পেতে পারেন। এখানে রিয়েল এস্টেট ডেভেলপার, বিল্ডার্স, প্রপার্টি ওনারদের সব ধরনের তথ্য আছে।
এখানে অনুসন্ধানী টিম কাজ করে, যার মাধ্যমে আপনি রিয়েল এস্টেট বিষয়ক সব ধরনের তথ্য কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাবেন।
আপনি যদি প্রবাসী হন তাহলে আপনার ফ্ল্যাট, প্লটের দেখাশোনা, নিরাপত্তা বিষয় সব ধরনের সার্ভিস পাবেন এই ওয়েবসাইটে।
বাংলাদেশের রিয়েল এস্টেট জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে bangladeshirealestate.com এটি পরিচিতি পেয়েছে রিয়েল এস্টেট তথ্যের ভা-ার হিসেবে। কারণ সহজেই সব তথ্য পাওয়া যায়।
www.bdhousing.com
bdhousing.com বাংলাদেশের বহুল প্রচারিত ওয়েবসাইট। যেখানে রিয়েল এস্টেট ও হাউজিং কোম্পানির সব তথ্য পাওয়া যায়। এটি ওয়েবসাইটে নিজেদের সুবিধামতো ও প্রয়োজনীয় জায়গায় ফ্ল্যাট, প্লট, এ্যাপার্টমেন্ট ও কমার্শিয়াল স্পেস পাওয়া যাবে। তবে এখানে কোনো ফি দিতে হবে না। এই ওয়েবসাইটটিতে একটি সার্চ প্যানেল আছে যেখানে আপনি সাধ্যের মধ্যে ফ্ল্যাট, প্লট, এ্যাপার্টমেন্ট খুুঁজে পাবেন খুব সহজেই।
আপনি যদি প্লটের মালিক হন তাহলে বিভিন্ন ডেভেলপমেন্ট ও কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এতে আপনার পরিশ্রম ও ঝামেলা খুব কম হবে এবং এই সার্ভিসটি একদম ফ্রি।
www.rehabhousing.com
প্রথমে দেখে রিহ্যাবের এই ওয়েবসাইটটি অফিসিয়াল ওয়েবসাইট মনে হতে পারে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট বিষয়ক ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ডাটা বেজে ২৫,০০০ ফ্ল্যাটের তথ্য আছে, যার ফলে আপনি সহজেই আপনার ফ্ল্যাট খুঁজে নিতে পারেন। এই ওয়েবসাইটে বিশেষ সফ্টওয়্যার ব্যবহার করা হয় যার মাধ্যমে আপনি ফ্ল্যাট, প্লট, ডেভেলপার, কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ইত্যাদি সব ধরনের তথ্য চেয়ে এর উত্তর পাবেন। প্রায় ১০০ রিয়েল এস্টেট মেম্বার রয়েছে এখানে।
এখানে আরো যেসব তথ্য পাওয়া যাবে সেগুলো হলো :
১. আর্কিটেকচার ফার্ম
২. ইন্টেরিয়র ডিজাইন
৩. সিকিউরিটি
৪. বিল্ডিং ম্যাটেরিয়ালস
৫. রিয়েল এস্টেট নিউজ।
এখানে ই-মেইল এ্যালার্ট সার্ভিস আছে। যার ফলে আপনি ই-মেইল এড্রেসটি প্রদান করতে পারেন। প্লট, ফ্ল্যাট ও এ্যাপার্টমেন্ট সম্পর্কিত কোনো আপডেট তথ্য ই-মেইলের মাধ্যমে পেয়ে যাবেন।
www.flatbari.com
এই ওয়েবসাইটের মাধ্যমে রিয়েল এস্টেটের বিভিন্ন অন গোয়িং এবং আপ কামিং প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া হোম লোন, ডেভেলপার, কনস্ট্রাকশন ইত্যাদি তথ্য পাবেন। সাবসক্রাইব নামক একটি অপশন আছে, যেখানে ই-মেইলের মাধ্যমে রিয়েল এস্টেট বিষয়ক আপডেট তথ্য পাবেন। যারা ক্ষুদ্র রিয়েল এস্টেট ব্যবসায়ী তাদের জন্য ক্লাসিফাইডস নামক একটি বিভাগ আছে, যেখানে ফ্রিতে বিজ্ঞাপন দেয়া যাবে। এই ওয়েবসাইটটি ব্যবহারে আরেকটি সুবিধা হলো এখানে ছঁরপশ ঝবধৎপয অপশনের মাধ্যমে খুব দ্রুত আপনার প্লট বা ফ্ল্যাট খুঁজে পাবেন।
« Last Edit: June 14, 2012, 01:14:15 PM by BRE SALAM SONY »

Logged