IT Help Desk > Anti Virus

আপনার কম্পিউটার এর নিরাপত্তা নিশ্চিত করু÷

(1/1)

sadique:
পিসির নিরাপত্তাঃ

শুরুর কথাঃ ভাইরাস কথাটা আসলে বোঝানো হয় কম্পিউটারের জন্য ক্ষতিকারক কিছু প্রোগ্রামকে যেগুলো নানা ভাবে কম্পিউটার এর ক্ষতি করে থাকে। তবে ভাইরাস আসলে ম্যালওয়্যার গোত্রের সদস্য। নানা রকম ম্যালওয়্যার আছে, তার মধ্যে ভাইরাস একটি। বাকি গুলোও নানা ভাবে ক্ষতিকর। তবে মানুষ সাধারন সেন্সে সব গুলোকেই ভাইরাস বলে। আসুন তবে চিনি ম্যালওয়্যার কি? এবং কি কি ধরনের ম্যালওয়্যার আছে।
Malware শব্দটির অর্থ Malicious Software. মানে ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম। সে সকল প্রোগ্রাম কম্পিউটার এর ক্ষতির কারণ হয় সেগুলোকেই ম্যালওয়্যার বলে। ম্যালওয়্যার এর মধ্যে প্রায় ১২ রকম ভাগ আছে। তার মধ্যে আমরা সচরাচর ৩-৪ প্রকার এর সম্মুখিন হয়ে থাকি। তবে এখানে আমি ৭ রকম ম্যালওয়্যার নিয়ে আলোচনা করবো। সাথে এদের হাত থেকে কিভাবে বাঁচা যায়, সেটাও আবার কোন ধরনের অ্যান্টিভাইরাস ছাড়া। চলুন তবে শুরু করি।

ভাইরাসঃ
ভাইরাস হলো এমন এক ধরনের ক্ষতিকারন কম্পিউটার প্রোগ্রাম যে নিজে থেকে নিজের কপি করতে পারে কিংবা অন্য একটি ফাইলের সাথে নিজেকে যুক্ত করে নিতে পারে। মূলত ভাইরাসের আক্রমনের শিকার হয় .exe (Executable File) এবং .com  এক্সটেশন যুক্ত ফাইল গুলো (আমি .com ডোমেইন এর কথা বলছিনা কিন্তু)। যদি কোন সফটওয়্যার এর কম্পাইলার দূর্বল হয়, কিংবা কম্পাইল করার সময় কোন ধরনের সিকিউরিটি হোল রেখে যায়, তাহলে সেটা আক্রান্ত হয়। আবার অনেক সময় প্রোগ্রামার এর ভূলের কারনেও এমন টা হয়ে থাকে। ভাইরাসের মুলত কাজ হয়ে থাকে কম্পিউটার এর সংরক্ষিত ডাটার ক্ষতি সাধন করা। তবে ২০১১ তে সিমেন্টেক ল্যাব এমন কিছু ভাইরাসের সন্ধান পায় যেগুলো হার্ডওয়্যার এর ও ক্ষতি করতে পারে।
ভাইরাস মূলত দুইভাবে তৈরী হয়ে থাকে।
১.যখন কেউ ইচ্ছে করে ভাইরাস বানায়।
২.কোন সফটওয়্যার কিংবা প্রোগ্রাম তৈরীর সময় সেটার কোডিং এ ভূল থাকলে কিংবা কম্পাইলার এ ত্রুটি থাকলে সেটা ভাইরাসে পরিনত হতে পারে।
তবে প্রথমটাই বেশি হয় কারন এখন যে সব কম্পাইলার আছে সেগুলো তুলনা মূলক ভাবে অনেক শক্তিশালী। তাই কোডিং এ ত্রুটি থাকলে সেটা কম্পাইল করা যায় না।
তবে কিছু কিছু ভাইরাস অন্য ফাইলগুলোকেও আক্রমন করে। ওরা সেই সব ফাইলে নিজেকে যুক্ত করে। এতে ফাইল নষ্ট হয়ে যায়। ২০০৭ এ আমেরিকান ষ্টক এক্সচেঞ্জে এমন এক ভাইরাস আক্রমনে প্রায় ৫০০ মিলিয়ন ডলার এর অর্থনৈতিক তথ্য সম্বলিত কিছু ফাইল নষ্ট হয়ে গিয়েছিলো।

নিজেকে বাঁচাবো কিভাবে?
আমি এই কথা বলার সাথে সাথে সবাই এক বাক্যে উত্তর দেবেন অ্যান্টিভাইরাস। আসলেই কি তাই?
ইংরেজিতে একটা প্রবাদ আছে Prevention is better than cure.  পিসিতে থাকা ভাইরাস নিশ্চিহ্ন করার চেয়ে পিসিতে যেন ভাইরাস না ঢোকে সেটা নিশ্চিত করাটাই ভালো।
বাজারে অসংখ্য অ্যান্টিভাইরাস আছে। কিন্তু সব গুলো সমান শক্তিশালী নয়। সব ধরনের অ্যান্টিভাইরাস রিভিউ অনুযায়ী গড় এ দুইটি অ্যান্টিভাইরাস কে সেরার লিষ্টে রাখা যায়
১. Kaspersky এর ইন্টারনেট সিকিউরিট।
২. বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস।
বিট ডিফেন্ডার এর সাথে অনেকেই পরিচিত না। তাদের বলছি কিছু কিছু ক্ষেত্রে বিট ডিফেন্ডার ক্যাস্পারস্কাই এর চেয়ে ভালো কাজ করে।
কিন্তু সমস্যা হলো এসব অ্যান্টিভাইরাস কেনা, চালানো এবং শেষে আপডেট করা।
বাংলাদেশের অনেক স্থানে ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি পাওয়া গেলেও বিট ডিফেন্ডার  সব জায়গায় পাওয়া যায় না। আপনি ক্যাস্পারস্কাই এর একটা প্যাকেজ কিনে আনলেন, এখন সমস্যা হলো আপনাকে নিয়মিত সেটা আপডেট করতে হবে। কখনো ভাইরাস ডেফিনেশন তো কখনো সফটয়্যার এর কোর ইঞ্জিন। ডেফিনেশন গুলো ছোট। ৫০০ কিলোবাইট থেকে ১ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। কিন্তু কোর ইঞ্জিন এর সাইজ ৩০ মেগাবাইট থেকে ৭০ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। যদি বাসায় নেট কানেকশন না থাকে, তাহলে কপাল খারাপ। সাইবার ক্যাফে থেকে সংগ্রহ করতে করতে জীবন অতিষ্ট হয়ে যাবে।
এখানেই শেষ নয়, যদি আপনার পিসি বর্তমান থার্ড জেনারেশান পিসি ( ২ জিবি র‍্যাম ডিডিআর ২/৩, ডুয়েল কোর কিংবা তার চেয়ে লেটেষ্ট কোন প্রসেসর) না হয়, তাহলে আরো সমস্যা আছে। এখনকার সব অ্যান্টিভাইরাসে একাধিক মডিউল কাজ করে। যেমন ইন্টারনেট ব্রাউজার প্রটেকশন, ফায়ারওয়াল, অন ডিমান্ড স্কান, অন এক্সেস স্ক্যান ইত্যাদি। এগুলো প্রতিটি মডিউল অনেক প্রসেসিং মেমরী খরচ করে। ফলে দেখা যায়, র‍্যামের একটা বড় অংশ অ্যান্টিভাইরাস এর খপ্পর এ পড়ে যায়। বাকিটার মধ্যে আছে উইন্ডোজ এবং তারপর আপনার কাজ। দেখা যায় ১ জিবি র‍্যাম সম্পন্ন পিসি গুলো এ কারণে অনেক স্লো হয়ে যায়।
অ্যান্টিভাইরাস সব সময় যে খুব জরূরী তা কিন্তু নয়। অ্যান্টিভাইরাস ছাড়াও পিসিকে রক্ষা করা সম্ভব। শুধু আপনাকে কিছু বিষয় এ খেয়াল রাখতে হবে। আমি কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার আগে কিছু সাধারন অভ্যাস এর কথা বলে দেই, যা আপনার পিসি কে নিরাপত্তা দেবে অনেকাংশে।
১. যার তার পেনড্রাইভ, মেমরী কার্ড পিসিতে লাগাবেন না। আগে নিশ্চিত হয়ে নিন তার ব্যবহার সম্পর্কে।
২. অনেকে দোকান থেকে সিডি, ডিভিডি ভাড়া করে এনে দেখেন। ডিভিডি ডিস্ক, তাও যদি লেবেল সম্পন্ন হয়, তাহলেই শুধু পিসিতে ঢোকাবেন। লোকাল ডিস্কে রাইট করা কোন মুভি ডিভিডি পিসিতে ঢোকাবেন না।
৩. জিমেইল এবং ইয়াহু মেইলে এ ছবি ছাড়া আর যে কোন ধরনের অ্যাটাচমেন্ট নিশ্চিত না হয়ে পিসিতে ডাউনলোড করবেন না। যে পাঠাচ্ছে সে যদি আপনার পরিচিত হয় এবং আপনি নিশ্চিত থাকেন যে সে আপনার পিসিতে ভাইরাস পাঠাবে না, তাহলে সেটা ডাউনলোড করবেন।
৪. যে কোন ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন না। sourceforge.net ওপেন সোর্স সফটওয়্যার এর এক বিশাল ভান্ডার। এখানে থেকে অসংখ্য ফ্রী সফটওয়্যার পাবেন। এছাড়া download.com, softpedia.com, brothersoft.com freedownloadcenter.com এগুলো থেকে ডাউনলোড করতে পারেন। এদের এখানকার সমস্ত সফটওয়্যার নিয়মিত স্ক্যান করা হয়।
৫. স্প্যামিং থেকে সাবধান। অনেক সময় মেইলে অনেক মেইল আসে যেখানে কোন সফটওয়্যার এর গুনগান গাওয়া হয় এবং ডাউনলোড করতে বলা হয়। করলেন তো গেলেন। এগুলো বেশিরভার সময় এ্যাডওয়্যার হয় কিংবা ওয়ার্ম হয়।
৬. যারা অনালাইনে ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তারা একটু সাবধান। সিকিওর প্রোটকল ছাড়া কোন সাইটে পেমেন্ট ইনফো দেবেন না। https:// এটা আছে কিনা আগে দেখে নিন। যদি http:// হয় তাহলে সরে আসুন। সিকিওর প্রটোকল ছাড়া যে কোন ধরনের পেমেন্ট এ আপনার পেমেন্ট ইনফো চুরী হওয়ার সম্ভবনা আছে।
৭. ফেসবুক ব্যবহার কারীদের জন্য একটা আলাদা নীতিমালা শেষের দিকে দেবো। চোখ রাখবেন।
৮. যদি কোন সফটওয়্যার নিয়ে সন্দেহ থাকে তবে সেটা www.virustotal.com এখানে আপলোড করে দিন। এখানে প্রায় ৪০ টা অ্যান্টিভাইরাস ব্যবহার করে যে কোন ফাইল কে স্ক্যান করা হয়। সেটা থেকে প্রাপ্ত রিপোর্ট দেখলেই আপনি বুঝবেন ফাইল টা ক্ষতিকর কিনা।
৯. যে কোন সফটওয়্যার ক্র্যাক করার আগে সাবধান থাকুন। ক্র্যাক ভাইরাস ছড়ানোর সবচেয়ে পরিচিত মাধ্যম। নেট থেকে কোন ক্র্যাক ডাউনলোড করার আগে সেটার উৎস সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।অন্যথায় রিস্ক নেবেন না।
১০. আপনি যে কোন ধরনের কাজের ব্যাক আপ রাখুন, পিসি যতোটাই সিকিওর হোক না কেন। নিয়মিত গুরুত্বপূর্ন ডাটার ব্যাক আপ রাখা একজন আদর্শ কম্পিউটার ব্যবহারকারীর পরিচয় দেয়।
১১. আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারী হন তাহলে, অ্যান্টিভাইরাস থাকুক কিংবা না থাকুক, আপনার জন্য একটা ফায়ারওয়াল ফরজ। ফায়ালওয়াল আপনার পিসির নেট কানেকশান কে নানা ভাবে রক্ষা করে। যেমন এটা হ্যাকার কিংবা ট্রাকারদের আপনার নেটওয়ার্কে ঢুকতে বাধা দেবে, আপনার পিসি থেকে কোন প্রোগ্রাম আপনার অগোচরে নেট কানেক্ট হতে গেলেই আপনাকে সর্তকে করে দেবে, আপনি সেটা ব্লক ও কর দিতে পারেন। নেট থেকে যে কোন ধরনের ক্ষতিকর প্রোগ্রাম কে আপনার পিসিতে ঢোকার ক্ষেত্রে বাধা দেবে। এক্ষেত্রে আপনি কমোডো ফায়ারওয়াল( http://personalfirewall.comodo.com/ ) ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ের বেশির ভাগ সিকিউরিটি এক্সপার্ট এটাই রিকমান্ড করেন। আর ফায়ার ওয়াল সম্পর্কে আরো জানতে (http://en.wikipedia.org/wiki/Firewall_(computing)) এখানে একবার চোখ বুলিয়ে নিন।

ব্রাউজার সিকিউরিটঃ
ট্রোজেন,ম্যালওয়্যার,স্পাইওয়্যার এবং ওয়ার্ম এর হাত থেকে বাঁচার জন্য সাধারন একটা থীওরী,আপনাকে কেউ যদি কোন লিঙ্কে ক্লিক করতে বলে যেমন “এই ছবি বাপ মেয়ে কে দেখানোর পর মেয়ে আত্নহত্যা করেছে।” কিংবা “মজার জিনিস দেখুন এই লিঙ্কে”।ভূলেও যাবেন না।আগে দেখুন লিঙ্কটা কেমন।বেশি ইন্টারেষ্টেড মনে হলে এলেক্সা থেকে সাইটের র‍্যাংকিং দেখুন এবং তারপর সিদ্ধান্ত দিন দেখবেন কিনা।
আপনার ব্যাক্তিগত ডাটা চুরী করার একটা সহজ উপায় হলো আপনার কুকী চুরি করা। এর মধ্যে আপনার সেভ করা পাসওয়ার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড ডিটেইলস পর্যন্ত চুরী হতে পারে।  তাহলে কি পাসওয়ার্ড সেভ করবেন না? ভালো প্রশ্ন। এর জন্য একটা সলিউশন আছে। তবে শুধু মাত্র ফায়ারফক্স এর জন্য। আসলে এটা একটা ব্রাউজার এক্সটেনশন, এটি আপনার কুকি গুলো অন্য একটা ফরম্যাট এ নিয়ে যাবে। ফলে চাইলেও হ্যাকার কিংবা চোর, আপনার কুকি চুরি করে কিছু করতে পারবে না। যতোক্ষন আপনি অনলাইনে থাকবেন, এই কুকি গুলো কাজ করবে। ব্রাউজার বন্ধ হওয়া মাত্র সব ভ্যানিশ।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/betterprivacy/
এটা প্রফেশনাল ইউজার দের জন্য ভালো হলেও নরমাল ইউজার রা বিরক্তিবোধ করতে পারেন। তাদের জন্য আরো একটি সলিউশান। এই এক্সটেনশন টি আপনার ভিজিটিং ট্রেস গোপন রাখবে। যে সাইট ভিজিট করছেন, সেটার সার্ভার লগ ফাইল ছাড়া কোথাও আপনার কোন অস্বিত্ব থাকবে না। এমন কি গুগল অ্যানালাইষ্টিকস ও না।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/ghostery/
সব কিছুই তো হলো। কিন্তু আপনি কিভাবে জানবেন যে এখন আপনি যে সাইটে ঢুকতে যাচ্ছেন সেটা সেফ? সেটাতে কোন ক্ষতিকর কিছু নেই? সমস্যা নেই। সারা রাত ধরে গবেষনা করে সেটার ও উপায় নিয়ে এসেছি।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/wot-safe-browsing-tool/
১৭ লক্ষ মানুষ ব্যবহার করছে এটি। আপনিও করতে পারেন। এটা এক ধরনের রেটিং টুল। প্রায় ১ মিলিয়ন ইউজার এর ভোটিং এর ওপর ডিপেন্ড করে এটা একটা সাইট কে রেট করে। সেই রেটিং দেখলে আপনি জানতে পারবেন সেই সাইট টা তে আগে যারা ভিজিট করেছে তাদের মতামত কি।
এবারের টুল টা খুব বেশী কাজের না হলেও মজার। এটা একধরনের ফ্ল্যাগ টুল। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি এখন যে সাইটে আছেন, সেটার সার্ভার কোথায় অবস্থিত।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/flagfox/
এই এক্সটেনশন টা আপনাকে দেখাবে যে আপনি যে সাইট ভিজিট করছেন, সেটার আইপি এড্রেস কতো
https://addons.mozilla.org/en-US/firefox/addon/showip/
নিচের এই এক্সটেনশন টা অনেক বেশি জরুরী, এটা আপনার ফায়ারফক্সে ডাউনলোড করা ফাইল গুলো স্ক্যান করবে। এটার মাধ্যমে আপনি ডাউনলোড করা ফাইল গুলোর ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। স্ক্যান এর দ্বায়িত্বে রয়েছে বিখ্যাট ওপেন সোর্স অ্যান্টিভাইরাস ক্লেম উইন।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/fireclam/
এবারে যে অ্যাডঅন এর কথা বলতে যাচ্ছি, সেটা আপনার টাইপ করা যে কোন ফর্ম ডাটা এনক্রিপ্টেড অবস্থায় সেভ করে রাখবে। ২৫৬ বিট এর বাইনারী এনক্রিপশন। তাই সেই ডাটা কারো চুরি করে লাভ নাই। আবার যদি কন কিছু টাইপ করা অবস্থায় কারেন্ট চলে যায়, কিংবা ফায়ারফক্স ক্র্যাশ করে, তাহলে সমস্যা নাই। আবার ফিরে এসে সেই ফর্মে এ গিয়ে রাইট ক্লিক করে রিকভার ফর্ম এ ক্লিক করলেই লেখা ফেরত।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/lazarus-form-recovery/
বাংলাদেশ এর জন্য  এরচেয়ে বেশী কাজের কোন অ্যাডঅন হয়না। ইলেকট্রিসিটির কোন মা বাপ নাই।
ফায়ারওয়াল সর্বদা চালু রাখুন।
ডাটা ব্যাকাপঃ
এক্ষেত্রে আমার নিজস্ব পছন্দ হলো ড্রপ বক্স। এতো চমৎকার অনলাইন ষ্টোরেজ আর একটিও নেই। মিডিয়া ফায়ার ও এর কাছে কিছু নয়। স্পেস মাত্র ২.৫ জিবি। কিন্তু এতো দেখা যায় লাগে না। আমি নর্মালী আমার লেখা, কোডিং এবং সোর্সকোড গুলোর ব্যাকাপ রাখি।
https://www.dropbox.com/
চলে যান এখানে। রেজিষ্ট্রেশন করুন। ওদের অফিশিয়াল ক্ল্যায়েন্ট সফটওয়্যার টা ডাউনলোড করুন। খুব সহজ। কোন ঝামেলা নাই। হ্যাপি ব্যাকাপিং। আসলে জিনিস টা এতোটা সহজ যে এটা নিয়ে চার পাঁচ লাইনের বেশি লেখা প্রয়োজন পড়ে না।

ডাটা রিকভারীঃ
ধরুন কোন কারনে ডাটা ডিলিট হয়ে গেছে। ভূল করে, কিংবা ডাটা ক্র্যাশ। এখন? আপনার দরকার একটা ডাটা রিকভারী সফটওয়্যার।  আমার ব্যাক্তিগত চয়েস, রিকুভা। সি ক্লিনার এর ডেভল্পার পিরিফর্ম এর আরো একটা চমৎকার সফটওয়্যার। ফ্রী। এটা খুব ফাষ্ট এবং অনেক বেশি কাজের।
http://www.piriform.com/recuva
এটাও তুলনা মূলক ভাবে অনেক সহজে ব্যবহার করা যায়। তাই ডিটেইলস এ গেলাম না।

ফেসবুক এর সিকিউরিটিঃ
Account Settings> Security
এখানে বেশ কিছু সিকিউরিটি মেজারস আছে। এগুলো সম্পর্কে শর্ট এ বলে নেই।
Secure Browsing: এর কাজ হলো, আপনার নরমাল ব্রাউজিং প্রোটোকল বে সিকিওর প্রোটোকলে নিয়ে যাওয়া, যেখানে আপনার এবং সার্ভার এর মধ্যকার কানেকশন ১২৮ বিট এনক্রিপশন এ এনক্রিপ্টেড থাকবে। ফলাফলঃ আপনার ফেসবুকিং অনেক বেশি সিকিওর। এটা অ্যাক্টিভ করুন।
Login Notifications: ইনার কাজ হলো, আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ কোন লগিন হওয়া মাত্র আপনার ফোনে একটা ম্যাসেজ পাঠিয়ে আপনাকে জানিয়ে দেয়া। তবে এটা শুধু মাত্র কাজ করবে যদি ডিভাইস টি চিনতে না পারে।অ্যাক্টিভ করুন।
Login Approvals: এটির কাজ হলো, যদি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করতে যায় এবং ডিভাইস টি যদি পরিচিত ডিভাইস এর লিষ্টে না থাকে, তাহলে তাকে আটকে দেবে। এরপর আপনার ফোনে একটা এস এম এস এ একটা টেম্পোরারী পাসওয়ার্ড পাঠানো হবে। যদি আপনি নিজেই হোন, তাহলে সেই পাসওয়ার্ড ব্যবহার করে লগিন করুন। নাহলে জেনে যাবেন, যে কেউ আপনার অগোচরে আপনার অ্যাকাউন্ট এ প্রবেশ করার ধৃষ্টতা দেখিয়েছে। অবশ্যই অ্যাক্টিভ করুন।
App Passwords: এর মাধ্যমে আপনি সিকিউরিটি কোড বিহিন ফেসবুক অ্যাপস এর জন্য একটা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এটা প্রয়োজন যদি আপনি কোন ফেসবুক অ্যাপস ব্যবহার করেন। আমি পোকার খেলি। তাই আমি ব্যবহার করি।
Recognized Devices: এটির কাজ হলো, এটি আপনার অ্যাকাউন্ট এর জণ্য এক বা একাধিক ডিভাইস কে চিনে রাখবে। ফলে সেগুলো ব্যাতিত অন্য কোন ডিভাইস লগিন করলেই ফোনে অ্যালার্ট।
এর পরেরটা আটোমেটেড ফাংশনালি

mmrsinha:
To safe your computer from virus only antivirus  software is not enough . Even you must have concern about use of PC and Internet.

R B Habib:
Very very informative. Keep it up.

jabedmorshed:
We should also use our personal firewall in the OS to protect ourselves from malicious activities.

Navigation

[0] Message Index

Go to full version