Entertainment & Discussions > Chess

বিশ্বনাথন আনন্দ

(1/1)

Mohammed Abu Faysal:
২০০০ সালে দাবায় অবসান হয়েছিল রাশিয়ানদের ২৫ বছরের রাজত্বের। রুশ সাম্রাজ্যের পতন হয়েছিল ভারতের এক তরুণ দাবাড়ুর হাতে। প্রথম এশীয় হিসেবে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। ২ বছর পর হারিয়েছিলেন মুকুটটা। ২০০৭ সালে পুনরুদ্ধার হয় সেই মুকুট। এরপর কেটে গেছে পাঁচ বছর, আনন্দের খেতাব কেড়ে নিতে পারেননি কেউই। এবার চ্যালেঞ্জার হিসেবে এসেছিল ইসরায়েলের বরিস গেলফান্ড। প্রতিদ্বন্দ্বিতা জমেছিল বেশ। ১২ ম্যাচের সিরিজ ৬-৬ সমতা। আশ্রয় নিতে হলো টাইব্রেকারে। ৩০ মে র‌্যাপিড দাবায় গেলফান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখলেন আনন্দই।

sumon_acce:
He is a great chess player.

Navigation

[0] Message Index

Go to full version