IT Help Desk > IT Forum
মাইক্রোসফটের নতুন প্রযুক্তি
(1/1)
arefin:
স্ক্রিনের ঠিক কোন জায়গায় আপনার চোখ রয়েছে তা সঠিকভাবে নির্ণয় এবং অনুসরণ করার জন্য নতুন ডুয়েল থ্রিডি এবং টুডি ক্যামেরা সেটআপ এবং কার্যধারার বিবরণ দেয়া হয়েছে নিচের ছবির জটিল লাইন-ড্রইং এর মাধ্যমে। আর এই ড্রয়িংয়ের মাধ্যমে প্রযুক্তিটির পেটেন্ট চেয়ে আবেদন জানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
কাইনেক্টকে হার্ডওয়্যার হিসেবে উল্লেখ করে আবেদনপত্রে প্রযুক্তিটি কিভাবে 'গেজ ট্র্যাকার' ব্যবহার করে ব্যবহারকারী কোনদিকে তাকিয়ে রয়েছে এবং স্ক্রিনের ঠিক কোন অংশটির উপর তার দৃষ্টি পরছে তা ক্যালকুলেট করার প্রক্রিয়াটি বিস্তারিত ভাবে লেখা হয়েছে।
পেটেন্ট আবেদনে বলা হয়েছে এ কাজটি করা হবে ব্যবহারকারীর চোখকে অনুসরণ করার মাধ্যমে - বিশেষ করে চোখের মণি এবং মাথার অবস্থান এর উপর নজর দেয়ার মাধ্যমে।
ঠিক কি কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হবে সে সম্পর্কে কোন ধারণা এখনো দেয় নি মাউন্টেন ভিউয়ের কর্মীরা। তবে 'চোখের মণীর সাহায্যে নেভিগেশন' এমন ইউআই এর সম্ভাবনাও মাথায় চলে আসে, তাই না?
Navigation
[0] Message Index
Go to full version