Bangladesh > Positive Bangladesh

পথশিশুদের আম উৎসব-২০১২...

(1/1)

MEGH:
   
বছর ঘুরে আবার ফলের রাজা আমের মৌসুম এসেছে, আমরা যারা সামর্থ্যবান, তারা যেকোনো সময়ই নিতে পারছি এই মধুফলটির স্বাদ, কিন্তু যারা পথশিশু, যাদের গায়ে কোনো জামাকাপড় নেই, তারা আম তো দুরের কথা, ঠিক-ঠাক মতন ভাত-ই খেতে পারেনা। তাদের ঐ শতক্লান্ত মুখে হাসির রেখা মুছে গেছে অনেক আগেই। আমাদের লক্ষ্য একটা দিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফোটানো, একদিনের জন্য হলেও তাদের খালি হাত দুটি রসাল ফল দিয়ে ভরে দেয়া...
এর আগে আমরা ঢাকা ও চট্টগ্রামে পথশিশুদের মাঝে আম বিতরণ করেছিলাম, এবারো তার ব্যতিক্রম হবেনা, এবার ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি খুলনা জেলাতেও পথশিশুদের মুখে হাসি ফোটানো হবে..

বিগত দুই বছরের মতো এবারও ফেসবুক গ্রুপ "Amra Khati Gorib..."-এর উদ্যোগে শুরু হয়েছে পথশিশুদের মাঝে আম বিতরণ কার্যক্রম। আপনিও সহায়তা করতে পারেন এই কার্যক্রমে।
২৮ জুনের মধ্যে আপনার আর্থিক সহায়তা পৌঁছে দিন নিচের ঠিকানায়:

Account Name: Rohit Hasan Kislu
Account Number: 110.101.97783
Dutch-Bangla Bank Limited

https://www.facebook.com/groups/amrakhatigorib/

Navigation

[0] Message Index

Go to full version