IT Help Desk > IT Forum
পেনড্রাইভকে ব্যবহার করুন RAM হিসেবে
masud895:
পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে ব্যবহার করুন RAM হিসেবে |
RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না। কম্পিউটারের RAM যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি RAM বাড়াতে চান, তাহলে আপনাকে র্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি RAM কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, হাতের কাছে যদি পেনড্রাইভ বা মেমোরি কার্ড থাকে, তাহলে এটিকেই RAM হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখনকার সময়ে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে বেশি ক্ষমতা সম্পন্ন RAM ব্যবহার করতে হবে। সাধারণ পুরাতন কম্পিউটারগুলোতে র্যাম থাকে ২৫৬, ৫১২ মেগাবাইট ক্ষমতা সম্পন্ন র্যাম। যা প্রয়োজনের তুলনায় একদমই কম।
এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে RAM হিসেবে তৈরি করে ব্যবহার করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। প্রথমে আমি আপনাদের ম্যানুয়ালি কিভাবে করে তা দেখাবো, তারপর আপনাদের দেখাবো সফটওয়্যারের মাধ্যমে।।
কীভাবে পেনড্রাইভকে RAM হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ এক্সপি
----------------------------------------------------------------------------
চলুন এবার শিখে ফেলি কিভাবে একটি পেনড্রাইভকে আপনি RAM হিসেবে তৈরি করবেন ও তা ব্যবহার করবেন।
► প্রথমে আপনার পেনড্রাইভটি পিসি বা ল্যাপটপে প্লাগ করুন (পেনড্রাইভ কমপক্ষে ২ জিবি সর্বোচ্চ ৪ জিবি নিবেন)।
► এবার My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
► এবার Advanced Option এ ক্লিক করুন।
► এবার Settings of Performance এ ক্লিক করুন।
► আবারও Advanced Button এ ক্লিক করুন।
► এবার Virtual memory অংশ থেকে Change বাটনে ক্লিক করুন।
► তাহলে আপনাকে ড্রাইভ লিষ্ট দেখাবে, এখান থেকে পেনড্রাইভের ড্রাইভটি সিলেক্ট করুন।
► এবার Custom Size এ ক্লিক করুন।
► এবার Initial Size and Maximum Size সিলেক্ট করুন আপনার পেনড্রাইভের সাইজ অনুসারে।
► এবার Set ও apply দিয়ে কাজ শেষ করুন।
► এবার আপনার পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট করুন। ব্যস কাজ শেষ।
মনে রাখবেনঃ Virtual memory অংশের ভ্যালু ০ (শূণ্য) দিবেন। আর কম্পিউটার বন্ধ করার আগে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি খুলবেন না।
এছাড়াও কীভাবে উইন্ডোজ সেভেনে করবেন, তার দেখুন এখানেঃ http://www.tunerpage.com/archives/112487
সফটওয়্যার দিয়েও আপনি RAM হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার পেনড্রাইভ টিকে। এজন্য আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এর নামঃ eBoostr. সফটওয়্যারটি প্রেমিয়াম, তাই আপনাকে কিনে ব্যবহার করতে হবে। কিন্তু আপনি চাইলে ফ্রিতে প্রেমিয়াম ভার্সনটি নিতে পারেন। সফটওয়্যারটির ডাউনলোড লিংক এবং টিউটোরিয়াল পাবেন এখানেঃ
eBoostr = http://www.tunerpage.com/archives/112487
Md. Masud Parvez
IT Officer
Daffodil International University
mhasan:
Good to know.
raiyan:
Good Post Masud.
We hope we can use up to 16GB soon enough!!!
goodboy:
Dear Mr. masud sir,
Very pleased to see the post. sir, I've one question! If I convert my pen drive into ram, then is it possible to use the pen drive as a hard drive????
Please answer this!!
Thank you.
MASUD:
Thanks for your question .It is possible.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version