Science & Information Technology > Science Discussion Forum
অন্ধ করে দিতে পারে কন্ট্যাক্ট লেন্স!
(1/1)
Smahmud:
গ্ল্যামার জগতের বদৌলতে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কন্ট্যাক্ট লেন্স। শূন্য পাওয়ারের নানা রংয়ের এ লেন্সগুলো খুব সহজেই চেহারায় পরিবর্তন আনে। তাই মডেল, রক বা ফিল্মস্টারদের অনুকরণে পোশাক ও মেকাপের সঙ্গে মানিয়ে লেন্স পরে উঠতি বয়সী ছেলেমেয়েরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ ছাড়া লেন্স ব্যবহারে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লেন্স থেকে জীবাণু ছড়িয়ে পড়ে চোখের বিভিন্ন রোগ হতে পারে। এমনকি জীবাণুর আক্রমণে কর্নিয়ায় ক্ষতের সৃষ্টি হয়ে একেবারে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তারা। চিকিৎসকদের পরামর্শ ছাড়া লেন্স ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লেন্স বিক্রির ক্ষেত্রে বিক্রেতাদের আইন মানার আহ্বান জানান তারা। ইতোমধ্যে আমেরিকার বিভিন্ন অঞ্চলে নিয়মটি কড়াকড়িভাবে মেনে চলা হচ্ছে বলে জানালেন বিভিন্ন অপটিক্যাল কাউন্সিলের সদস্যরা।
Saba Fatema:
Thanks for sharing the information.
sumon_acce:
Very good post.......want to know more about this.
Navigation
[0] Message Index
Go to full version