Faculty of Science and Information Technology > Science and Information

চাবি হারিয়ে ফেলেছেন?

(1/1)

Mashud:
সকাল-সন্ধ্যা অফিসে যাওয়ার তাড়াহুড়ায় চাবি ঘরে ফেলে দরজা বন্ধ করার ঘটনা প্রায়ই ঘটে। তারপর হাজার টানাটানি করেও আর দরজা খোলে না, কোনো জানালাও খোলা নেই যে, তার মধ্য দিয়ে ঢোকার চেষ্টা করবেন। একটু অসতর্ক থাকলে এ ধরনের ঘটনা ঘটে। চাবিওয়ালা খুঁজে আনতে আনতে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হয়। বিরক্তিতে নিজের ওপর রাগ হওয়াটা একেবারেই স্বাভাবিক। নিজেকে তখন খুব দায়িত্ব-জ্ঞানহীন মনে হতে পারে। এ রকম ঘটনা মনে হয় আমাদের নিজেদের জীবনে প্রায়ই ঘটে। তবে আগে থেকে যদি একটু সাবধান এবং সতর্ক হন তবে এ রকম ঘটনা এড়ানো সম্ভব। * সব সময় চাবির একটা ডুপ্লিকেট সেট বানিয়ে রাখবেন। ডুপ্লিকেট চাবি সব সময় আপনার সঙ্গে রাখুন। যে পার্স বা ব্যাগ আপনি সব সময় সঙ্গে রাখেন, সেখানে এ চাবি রাখুন। খুব প্রয়োজন না হলে, চাবি কখনোই ব্যাগ থেকে বের করবেন না। বাড়ির অন্য সদস্যদেরও এক সেট করে চাবি রাখতে বলুন। * বাড়ির চাবি সম্পূর্ণ আলাদা কি-রিংয়ে রাখুন। আলমারি বা অন্য কোনো চাবির সঙ্গে রাখবেন না, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। * চাবি হারিয়ে গেলে বাড়ির অন্য সদস্যদের ফোন করে জানান। হতে পারে তাদের কাছে কোনো চাবি থাকতে পারে বা তারা কোনো উপায় করে দিতে পারে। আপনার স্বামী বা অন্য কাউকে বলুন চাবিওয়ালা সঙ্গে করে নিয়ে আসতে, তবে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতেই হবে!

Md. Zakaria Khan:
Nice advice

sazirul:
Good  :)

akabir:
Nice

parvez.te:
good

Navigation

[0] Message Index

Go to full version