IT Help Desk > Online Money Earning

আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ

(1/1)

Dr. Md. Harun-or Rashid:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আয়োজনে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে অর্থ উপার্জনের আউটসোর্সিং পদ্ধতিটি বেশ জনপ্রিয়। বাংলাদেশের মত অধিক জনসংখ্যার দেশে এটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও যথাযথ ধারণা ও সঠিক প্রশিক্ষণের অভাবে এক শ্রেণীর অসাধু প্রতারকের কারসাজিতে আউটসোর্সিংয়ে আগ্রহীরা প্রতারিত হচ্ছেন এবং এই খাত থেকে বাংলাদেশ ভালো উপার্জণ করতে পারছেনা।
ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের পদ্ধতি সর্ম্পকে সঠিক ধারণা ও প্রশিক্ষণ দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে দু’মাসব্যাপী আউটসোর্সিং ও ইন্টানেটে অর্থ উপার্জন বিষয়ক স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সের। বিখ্যাত আউটসোর্সিং প্রফেশনাল মোঃ মিজানুর রহমানের পরিচালনায় সান্ধ্যকালীন এই কোর্সটি আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে ড্যাফোডিল বিশ্বাবদ্যালয়ের উত্তরা ক্যাম্পাসে। কোর্সের মধ্যে ওডেক্স, বিডিং, মাইক্রোওয়ার্কার্স, ব্লগিং, অ্যাডসেন্স, এসইও, ডাটা এন্ট্রি, পিটিসি, ফ্রিল্যান্সিং মানি ট্রান্সফার ইত্যাদি বিষয় ব্যাবহারিকভাবে শেখানো হবে।
ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জনের কোর্সে আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ক্যাম্পাস, বাড়ী নং ০৪ ও ০৬, রোড নং ০৭, সেক্টর ০৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। ফোন ৮৯২২৬৬০, ৮৯২২৭১০; মোবাইল ০১৭১৩৪৯৩১৪১, ০১৮১১৪৫৮৮৪১;
ই-মেইল:counselor.uttara@daffodilvarsity.edu.bd

Sultan Mahmud Sujon:
স্যার আপনাকে ধন্যবাদ। আমাদের ম্যান ক্যাম্পাস সুকরাবাদে এটি চালু করা যাবে কি না। জানালে উপকৃত হব।

Md. Zakaria Khan:
বাংলাদেশে আউটসোর্সিং খাতে বিশাল সম্ভাবনার ইঙ্গিত
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো শুরু হওয়া "বিজনেস প্রসেস আউটসোসিং" বা বিপিও'র এক সম্মেলন থেকে বলা হচ্ছে, যে দেশটিতে আউটসোর্সিং বা ইন্টারনেট ব্যবহার করে বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দেয়ার খাতটি অচিরেই তৈরি পোশাক খাতের মতো বড়সড় একটি শিল্পে পরিণত হবে। - See more at: http://www.sheershanewsbd.com/2015/12

Navigation

[0] Message Index

Go to full version