IT Help Desk > Online Money Earning

Earn Easily using Internet

<< < (2/3) > >>

BRE SALAM SONY:

আসসালামু আলাইকুম।
সবাই ভালো আছেন নিশ্চয়ই।
অনলাইনে আয় নিয়ে টিউন মানেই অগ্নিকুন্ডে নিজে নিজেই ঝাপ দেওয়া। তাই ভয়ে ভয়ে আছি। জাকারিয়া ভাইয়ের মাইক্রোওয়ার্কাস নিয়ে একটি টিউন পড়ে আমি minuteworkers এ জয়েন করি। কাজ করি এবং আজকে নিয়ে ২ বার পেমেন্ট পাই। জাকারিয়া ভাইয়ের টিউনটি দেখুন   here


প্রথমে ১.৮০ ডলার এবং আজকে ১৪ ডলার। খারাপ কি? গতবারের ডলার গুলো আমি শাকিল ভাইয়ের টিউন পড়ে রেমিট টু সেল এর মাধ্যমে আমার সেলফোন এ ট্রান্সফার করি। minuteworkers এ অন্যান্য মাইক্রো ওর্য়াকস এর মতো প্রথম পেমেন্ট এর জন্য পিন নম্বর টম্বর এর ঝামেলা নেই। মিনিমাম পেআউট ১০ ডলার কিন্তু আপনি যদি ২ ডলার আর্ন করেন তবে আরলি পেমেন্ট চাইতে পারেন সে ক্ষেত্রে ১০% টাকা কম পাবেন। minuteworkers এ কয়েন গেম নামে একটি অপশন আছে যেখানে আপনি হেড অর টেইল গেম খেলে আর্ন করতে পারেন। কিন্তু তার জন্য মিনিমাম ০.৫ ডলার আপনার একাউন্ট এ থাকতে হবে। আপনি অনায়েসে প্রথম দিনই কাজ করে .৫০ ডলার পাবেন। আর পেমেন্ট ডেট হচ্ছে প্রতিমাসের ১৫ এবং ৩০ তারিখ। তাই ১৩ এবং ২৮ তারিখে পেমেন্ট অর্ডার করবেন। এর জন্য আপনার পেপাল একাউন্ট থাকতে হবে। আজ আর নয়

CLICK HERE
রেফারেল লিংক দিলাম, আমার রেফারেল এ আপনি জয়েন করলে আমি .০৫ ডলার পাবো। তাতে আপনার তো কোন ক্ষতি নেই, এই .০৫ ডলার আমার Consultancy fees হাহাহাহাহা। সব শেষে জাকারিয়া ভাইকে আবারো ধন্যবাদ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

BRE SALAM SONY:
Minimum Payout : $50
Payments : Monthly
Pay Day : 15th of Every Month
Pay Mode : EFT, Check, Paypal, Money Booker

Rapidly growing social networking site Expert Inn provides opportunity to earn money by working online (Yes without any investment or joining fees !)

Why They Pay?

They are keenly looking for for Bloggers and Article writers for their site and pay them according to quality of writing. After getting first payment, the users moves to leve 2 from level 1 and get high pay rates and similarly when a users gets second payment, they enjoys level 3, the highest rates for their posts. For skilled writers sky is the limit for growth and earnings!

That is not All…

Even if you are not a good writer like me, You can still earn whooping $0.20 for each new member you introduce to the site. You Can Earn From Here For
Uploading 1Photo= $0.02,
1Music= $0.02, 1Video= $0.02,
1Forum Post or Reply= $0.04,
1Article= $0.10, to 5 USD,
1Blog Post= $0.10 to $5
and Many More Way To Earn Money. Just Keep It Up….

This is I believe, the simplest and easiest work on internet even for those who can just browse the internet. Simply follow the instructions ’step by step’ and earn a decent income by working from home for an hour or two. Just click the link:
Click Here Expertinn and Join Now.


Who Am I?
I am a member of the site (salamsony) since last 1 week  and I have got my  payments successfully form the site. You can visit my profile & see the Earning Proof posted on profiles of Featured Members.

INSTRUCTIONS

After joining, Visit “Earnings” page for earning details.
Login to see your earnings on “My Account” > “My Earnings” page

Just follow the instructions given on step by step page of the site.

Generally 99% websites charge you between $10 to $25 and monthly fees and turn to be scams at end. BUT expertinn provides the opportunity absolutely free and instead they pay the members for joining and work.

Click Here to Join Now and get your first two dollars as sign up bonus.Also Get paid when you join and build your profile page. Your profile at expertinn gets exposure by getting noticed resulting in Job offers, business deals & joint ventures. During this course every time your earnings will be increasing for each activity.

There is absolutely nothing to loose by joining as it is absolutely free to join, BUT by not joining, you may miss these benefits and opportunity other members enjoy.
So, Dare to become an expert and & grow your knowledge by sharing!

See you at ExpertInn

Have a question, just post on forums or contact them through contact us form.


If you are really seriously interest to earn money from online please contact me.yahoo messenger support :a2zearn@yahoo.com   phone 8801611820639.
I give you online earning kind of solution.
a2zearn@gmail.com
phone 8801611820639.
 

BRE SALAM SONY:
মাইক্রোওয়ার্কিং সাইট হিসেবে আমরা মাইক্রোওয়ার্কস এর নাম বেশ কিছুদিন থেকেই শুনছি। এখানে কাজ করে বড় কোন সাফল্য না পেলেও অনেকেই মোটামুটি লাভবান হচ্ছে। এর কারন হচ্ছে এখানে ছোট ছোট বিভিন্ন কাজ সারাদিনই আসতে থাকে আর সম্পন্নও করা যায় খুব তাড়াতাড়ি। আর কাজ গুলো পাওয়া বা করা কোনটাই খুব একটা কঠিন নয়। আর এখানে লাভবান হবার এটাই হল মূল কারন।

এরই পরিপ্রেক্ষেতে এখন আরো কিছু মাইক্রোওয়ার্কিং সাইট আসছে যার মধ্যে আমার কাছে খুবই ভাল এবং সম্ভাবনাময় সাইট হিসেবে মনে হয়েছে Jobcart.net কে। আমি নিজে এখানে নিজে কয়েকটা কাজ করে দেখেছি যাচাই করার জন্য যদিও আমি এধরনের শর্টটার্ম কাজ তেমন একটা করিনা। তবে অন্যকে বলার আগে নিজে যাচাই করে দেখা দরকার তাই দেখেছি মূলত। আর তার ফল যা তা এককথায় বলতে গেলে আমি তাদের ওপর খুবই সন্তুষ্ট। কারন আমার ব্যালান্স পেআউট করার সীমা ছাড়ানোর পর আমার বলার আগেই তারা নিজেরা সেটা পাঠিয়ে দিয়েছে। তাছাড়া তাদের সাইটের যে আচরন ফ্রিল্যান্সারদের সাথে তা অত্যান্ত প্রশংসনীয় এবং বোঝাই যায় যে তাদের পরিকল্পনা সুদূরপ্রসারী। যাইহোক এই সাইটের বিভিন্ন দিক কাজের উৎস, অর্থ উত্তোলন পদ্ধতি সহ কিছু আনুসাঙ্গিক দিক নিয়েই লিখব আজ।

এই সাইটটি আসলে কাদের বা এর পেছনে কাজ করছেন কারা?এই সাইটটি আসলে যুক্তরাজ্যের কিছু মেধাবী তরুনের সমন্বয়ে গড়া। যাদের মধ্যে আছেন কিছু প্রবাসী বাংলাদেশী তরুনও। আর একারনেই বাংলাদেশী ফ্রিল্যান্সাররা সেখানে পাবেন আলাদা গুরুত্ব। শুধু তাই নয় এই সাইটে যেসব বাংলাদেশী কাজ করবেন তাদের বিভিন্ন ভাল-মন্দ বা সমস্যা দেখার জন্য বাংলাদেশে রাখা হয়েছে তাদের প্রতিনিধিও। তো খুব সহজেই বুঝতে পারছেন এখানে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে ভাল সম্ভাবনা।



কি ধরনের কাজ এই সাইটে?আমি আগেই বলেছি যে এই সাইটের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা যায় কারন সেগুলো খুবই সহজ। কিন্তু এই কাজগুলো কি সে প্রশ্ন আসতেই পারে। কাজ গুলো হল মূলত হল বিভিন্ন সাইটের প্রমোশনের জন্য যেমন কোন পোস্টকে বাজ বা ডিগ করা, ফেসবুক বা টুইটারে শেয়ার করা বা কোন সাইটের স্পন্সর রিভিউ করা, ব্যাকলিংক দেয়া ইত্যাদি। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ যা যে কেউ অনায়াসে করতে পারবে।




কাজের উৎস কি?মূলত বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগার তাদের সাইটকে প্রমোশন বা অফপেইজ অপটিমাইজেশন করার জন্য এসব ছোট ছোট প্রজেক্টের কাজ দিয়ে থাকে এই সাইটকে যা এই সাইট আবার ফ্রিল্যান্সারদের দিয়ে থাকে।কাজের বিনিময়ে কি পরিমান পারিশ্রমিক পাওয়া যাবে এই সাইটে?
প্রতিটি কাজে পারিশ্রমিক অবশ্য কম প্রায় ক্ষেত্রেই তা ১ ডলারের নিচে। তবে কাজগুলো যেহেতু খুব অল্প সময়ে সম্পন্ন করা যায় তাই দিনে এমন অল্প দামের অনেক কাজ যেমনি করা যাবে তেমনি আয়ও আসবে মোটামুটি। সাইটের প্রতিনিধির মতে এই সাইটে নিয়মিত কাজ করলে ভবিষ্যতে মাসে ১০০ ডলার আয়ও খুব সম্ভব ব্যাপার হবে।




সাইট থেকে আয়ের অর্থউত্তোলনের পদ্ধতিএই সাইট থেকে প্রচলিত সকল পদ্ধতিতেই অর্থ উত্তোলন করা যাবে। অর্থাৎ পেপ্যাল, এলার্টপে, ডেবিট কার্ড বা চেক সকল পদ্ধতিই সমর্থন করে এই সাইট।






এই সাইটের কিছু সুবিধাঃমাত্র ১০ ডলার জমা হলেই তা পেআউট করা যাবে

এখানে আয়ের পাশাপাশি এফিলিয়েট থেকেও আয়ের সুযোগ আছে।

এফিয়েলিয়েট থেকে ৫% অর্থ পাওয়া যাবে। যা আপনার রেফারেল কোন ইউজার উইথড্র এর সময় আপনার একাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ আপনার রেফারেল কোন ইউজার যদি ১০০ ডলার পেআউট করে তবে আপনার একাউন্টে জমা হয়ে যাবে ৫ ডলার স্বয়ংক্রিয়ভাবে।

সাইটের প্রথমদিকে যারা সাইনআপ করবে এবং নিয়মিত কাজ করবে তাদের কে পরবর্তী সময়ে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। যা তাদের কে প্রতি মাসে পর্যাপ্ত পরিমান কাজ পেতে সহায়তা করবে। আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে মাসে ১০০ থেকে ১৫০ ডলারের ফ্রি ল্যান্সিং কাজ তাদের জন্য হবে খুবই সম্ভব ব্যাপার।

আরো বিস্তারিত জানতে পারেন সাইটের প্রতিনিধি এর কাছ থেকে
মেহেদী হাসান ০১৬৭১৫৬২২২৭৮,01611820639





MORE INFORMATION PLEASE CLICK HERE





lima_diu:
very much useful posting..... :)

BRE SALAM SONY:
thanks mam for your best opinion on this topics.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version