Open your minds > Our Parents
An example of mothers love to her child
Badshah Mamun:
An example of mothers love to her child ছেলেটির নাম এরিক। ওর মায়ের এক চোখ অন্ধ !!
স্কুলের বন্ধুদের সামনে এরিক খুবই বিব্রত হয়।
একবার ওর মা স্কুলে গেলো খাবার নিয়ে, এরিক চিৎকার করে বললো â€তুমি মরে যাও না কেন? তাহলে আমাকে এই লজ্জা পেতে হয় না বন্ধুদের কাছে। ছিঃ কি বিশ্রি দেখা যায় একটা চোখে যখন তাকাওâ€।
খুব মনোযোগ দিয়ে এরিক লেখাপড়া করে, কারন যত দ্রুত সম্ভব সে বড় হয়ে এখান থেকে চলে যেতে চায় ।
খুব ভাল রেজাল্ট করল এরিক, সেইসাথে প্রতিষ্ঠা।
তার নিজের বাড়ি, গাড়ি, বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার। একচোখা অন্ধ মায়ের কোন চিহ্ন নেই তার জীবনে।
এদিকে বৃদ্ধা মৃত্যুর দিন গুনছে আর মরবার আগে একটি বারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুজে খুঁজে চলে গেলো ছেলের বাড়ি। বৃদ্ধাকে দরজায় দেখে এরিক হুংকার দিল কোন সাহসে এসেছো এখানে? দেখছনা তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে?
দূর হও!!
এর কয়েক বছর পরে স্কুলের পুর্নমিলনীতে বিশেষ অতিথী হয়ে গেলো এরিক। অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেলো। প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো বছর দুই আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে এরিকের জন্য রেখে গেছেন একখানা চিঠি।
আমার সোনামনি এরিক,
জানি তুমি তোমার মাকে অনেক ঘৃনা করো। আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি, দিয়েছি শুধু লজ্জা। মা হিসেবে আমি র্ব্যথ। এজন্য আমি তোমার কাছে ক্ষমা র্প্রাথী।
ছোট বেলায় একবার তোমার একটা এক্সিডেন্ট হয়েছিল আর একটা চোখ খুব খারাপ ভাবে আহত হয়েছিল। তুমি সারা জীবন একচোখ দিয়ে দেখবে, মা হিসেবে এটা আমি মেনে নিতে পারিনি ,তাই নিজেই বাকি জীবন একচোখ দিয়ে দেখব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।
আজ তুমি দুটি চোখে দেখতে পারছো, আমার কাছে এর চেয়ে আনন্দের আর কিছু নেই।
তুমি ভালো থেকো বাবা।
Source: Internet
rumman:
It is a great example of mothers love to her child. We should take lesson on it.
Ferdousi Begum:
very sad.
R B Habib:
I Knew it earlier. But every time I read it, I am so lost and sad.
ariful892:
মা তুমি কেন এত কষ্ট কর আমাদের জন্য, তোমার কি একটুও কষ্ট হয় না ? মা মা মা তুমি শুধুই মা। আমারা কোনও সময় মায়ের মনে কষ্ট দিব না। পোস্ট টা থেকে আরও একটা প্রমান পেলাম যে মায়ের ভালবাসা কত বড়।
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version