Entertainment & Discussions > Story, Article & Poetry

Early in the morning.

(1/1)

ishaquemijee:

সকালে উঠিয়া বিড়াল মনে মনে বলে,
"সারাদিন রাখি খোজ শুটকির থলে।
আদেশ করিবে যত মোর বাঘ মামা
আমি যেন করি কাজ রাখি তার নামা।

স্বদেশ বিদেশ যত শুটকির নাও
সব যেন রাখি খোজ মূখে দিয়ে তাও,
আমি আর মামা মিলে বহুত সুনাম
দূজনেতে ভাগাভাগ করি সব আগাম।

মূর পিছে বাঘ মামা, তাহার বড় খুটি
দূজনেতে যাহা পাই তাইতো লুঠি।
লাজ শরমের তাই ধার ধারি না
বমাল ধরা খেয়েও মোরা হাল ছারিনা।"

সকালে উঠিয়া বিড়াল মনে মনে বলে
মেয়াও থাক বেচে, মামা আছে বলে।

sethy:
Nice poem. Thank you sir.

Md. Khairul Bashar:
Very nice poem, Sir !

Navigation

[0] Message Index

Go to full version