Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: utpalruet on August 11, 2014, 03:29:26 AM

Title: অনিয়ন্ত্রিত শর্করা নিয়েও ভালো আছেন?
Post by: utpalruet on August 11, 2014, 03:29:26 AM
আমার রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে কী হবে, আমার কোনো সমস্যা হয় না। আমি বেশ ভালোই আছি। এ ধারণা নিয়ে অনেক ডায়াবেটিক রোগী দিন যাপন করেন। যাঁরা এ ধারণায় বিশ্বাসী, তাঁরা আসলে গুরুতর ভুল করছেন। প্রশ্ন হলো, কেন?
কারণ, ডায়াবেটিস একটি জীবনব্যাপী রোগ, যা পুরোপুরি ভালো করা যায় না, কিন্তু নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবন যাপন করা যায়, জটিলতা ও ঝুঁকি এড়ানো যায়।
ডায়াবেটিসে আকস্মিক জটিলতার চেয়ে ক্রনিক বা ধীর জটিলতা সৃষ্টির আশঙ্কাই বেশি। সেগুলো হতে থাকে নীরবে-নিভৃতে, আপনার অগোচরে। সেগুলো কী?
 চোখের রক্তনালি ও অন্যান্য অংশে নানা সমস্যা থেকে এমনকি অন্ধত্ব হতে পারে
কিডনির অকার্যকারিতা
 হাতে-পায়ে বোধশক্তি বা অনুভূতি কমে যাওয়া, স্নায়ু বিনষ্ট হওয়া
 পায়ে ঘা বা ক্ষত—ডায়াবেটিক ফুট
 শরীরে রক্তসঞ্চালনব্যবস্থা ব্যাহত হওয়া
মূত্রাশয়ের রোগ, ঘন ঘন সংক্রমণ, প্রস্রাবের সঙ্গে আমিষ নির্গমন, বদহজম, মাড়ির প্রদাহ, চুলকানি, ফোঁড়া, পাঁচড়া ইত্যাদিও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের লক্ষণ। আপনি হয়তো জানেন না এই সমস্যাগুলো আপনার শর্করা নিয়ন্ত্রণে না থাকার কারণেই ঘটছে।
শুধু এগুলোই নয়, এর সঙ্গে আরও কিছু নীরবে হঠাৎ করে ঘটে যেতে পারে এবং মুহূর্তেই জীবনকে সংকটাপন্ন করে তোলে। যেমন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্ট অ্যাটাক, স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। মেয়েদের বারবার গর্ভপাত, গর্ভে সন্তানের মৃত্যু বা বিকলাঙ্গ শিশু জন্মদান—এসবও হতে পারে শর্করা নিয়ন্ত্রিত না থাকার কারণে। তাই ভুল ধারণা ঝেড়ে ফেলে শর্করা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখুন, ভবিষ্যৎ সুস্থতা নিশ্চিত করুন।
Title: Re: অনিয়ন্ত্রিত শর্করা নিয়েও ভালো আছেন?
Post by: mahmud_eee on August 11, 2014, 04:01:41 PM
We need to be so much careful .....