Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nmoon on April 05, 2016, 01:36:23 PM

Title: ইবোলা এখন আর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নয়
Post by: nmoon on April 05, 2016, 01:36:23 PM
ইবোলা এখন আর ‘স্বাস্থ্যের জন্য বিশেষ হুমকি নয়’ এবং এ ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিও এখন কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


এর অর্থ পশ্চিম আফ্রিকার যে দেশগুলোতে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল সেগুলো ছাড়া বিশ্বের অন্যান্য দেশের গণস্বাস্থ্যের জন্য ভাইরাসটি এখন মারাত্মক হুমকি নয়।

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ইবোলা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছিল।

১৩ মার্চ পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে ১১ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়। বর্তমানে গিনিতে ১২ জন ইবোলা আক্রান্ত রোগী আছে। তাদের মধ্যে ১৭ মার্চ সর্বশেষ ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

তবে গত কয়েকমাসে সিয়েরা  লিওন ও লাইবেরিয়ায় একজনও ইবোলায় আক্রান্ত হয়নি। যদিও  তিন দেশকেই ইবোলার বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডব্লিউএইচও-র পক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি কমে গেলেও ইবোলার টিকা আবিষ্কারের কাজ অবশ্যই অব্যাহত থাকবে। এছাড়া, সুস্থ হয়ে উঠলেও যাদের শরীরে এখনও ইবোলার ভাইরাস সুপ্ত অবস্থায় রয়ে গেছে তাদেরও নজরদারিতে রাখতে হবে।

তবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ভ্রমণ ও বাণিজ্য বাধ্যবাধকতা তুলে নেওয়া উচিত এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
Title: Re: ইবোলা এখন আর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নয়
Post by: Anuz on April 19, 2016, 04:01:04 PM
শূনে ভালো লাগলো
Title: Re: ইবোলা এখন আর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নয়
Post by: Showrav.Yazdani on July 02, 2016, 08:42:14 PM
Thanks for Sharing.
Regards,
Dewan G. Y. Showrav
Lecturer
Dept. of Business Administration