Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on May 15, 2017, 02:18:17 PM

Title: মায়ের জন্য প্রযুক্তি উপহার
Post by: Md. Sazzadur Ahamed on May 15, 2017, 02:18:17 PM
১৪ মে পালিত হচ্ছে মা দিবস। দিবসটিতে নানাভাবে মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান সন্তানেরা। কেউ মাকে ফুল দিচ্ছেন। কেউ দিচ্ছেন কার্ড। মাকে উপহারও দিচ্ছেন কেউ কেউ। যাঁরা মায়ের জন্য উপহার কিনতে চান, তাঁরা প্রযুক্তিপণ্য বা গ্যাজেটস বেছে নিতে পারেন। সাশ্রয়ী মূল্যের প্রযুক্তিপণ্য উপহারও মায়ের মুখে হাসি ফোটাতে পারে। দেখে নিতে পারে মায়ের জন্য কয়েকটি প্রযুক্তি উপহারের ধারণা:
স্মার্টফোন: মায়ের জন্য কিনে দিতে পারেন স্মার্টফোন। বাজারে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের নানা মডেল আছে। মায়ের জন্য জুতসই হবে, এমন স্মার্টফোন কিনে তাঁকে উপহার দিতে পারেন। তাঁকে শিখিয়ে দিতে পারেন, কীভাবে অ্যান্ড্রয়েড ফোন চালাতে হবে। কীভাবে অ্যাপস ব্যবহার করতে হবে। এখনকার স্মার্টফোনের দুনিয়ায় মায়ের জন্য এটি দারুণ উপহার হতে পারে। এ ক্ষেত্রে রং আর মোবাইল ফোনের বিষয়টি মায়ের পছন্দ অনুসারে নির্বাচন করতে হবে। মোবাইল ফোনে ইন্টারনেট ও সহজ অ্যাপ্লিকেশন ব্যবহার এবং মোবাইল ফোন যেন ব্যবহারবান্ধব হয়, সেদিকেও খেয়াল রাখাটা জরুরি।
হেডফোন: মায়ের জন্য কিনে দিতে পারেন ভালো মানের একটি হেডফোন। সাদা-কালোর পরিবর্তে মায়ের পছন্দের রং বুঝে নিয়ে রঙিন ও ফ্যাশনেবল হেডফোন পছন্দ করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের হেডফোনের মধ্য থেকে অতিরিক্ত শব্দ আটকাতে পারে এবং কানের জন্য আরামদায়ক, এমন হেডফোনই হতে পারে উপযুক্ত উপহার।
টিভি: মা দিবসে টেলিভিশনও মাকে খুশি করতে পারে। মায়ের জন্য তাই টেলিভিশন কিনে তাঁর হাতে টেলিভিশনের রিমোট ধরিয়ে দিয়ে খুশি করতে পারেন।
ই-বুক রিডার: মা যদি পড়তে ভালোবাসেন, তাঁর জন্য পছন্দসই উপহার হতে পারে ই-বুক রিডার।
পেনড্রাইভ: পেনড্রাইভ এখন উপহার হিসেবে দারুণ। মা যদি অফিসে কাজ করেন, তবে কম্পিউটারের বিভিন্ন আদান-প্রদানে তাঁর জন্য সহায়ক হবে পেনড্রাইভ। তাই বেছে নিতে পারেন এই উপহারটিও।
ওয়াই-ফাই: বাড়িতে যদি ওয়াই-ফাই না থাকে, মা দিবসে মায়ের জন্য রাউটার হতে পারে আরেকটি উপহার। বাড়িতে ইন্টারনেট সংযোগ দিয়ে ওয়াই-ফাই করে ফেলুন। মাকে শিখিয়ে দিন ভিডিও কলিং কিংবা অ্যাপসের মাধ্যমে যোগাযোগ। এতে বাড়ির বাইরে থাকা সদস্যের সঙ্গে মা চাইলে সহজেই যোগাযোগ করতে পারবেন।

ডিজিটাল উপহার: এখন ফেসবুকে অনেকে মা দিবস পালন করেন। ফেসবুকে অনেকেই মায়ের জন্য ভালোবাসা প্রকাশ করেন। এ বছর ফেসবুক মা দিবস উপলক্ষে অনেকেই ডিজিটাল শুভেচ্ছা জানাচ্ছেন। মাকে খুশি করতে ফেসবুকে কোনো কার্ড পাঠাতে পারেন। মা দিবস উপলক্ষে ফেসবুক প্রতিক্রিয়া জানানোর বাটান হিসেবে যে বেগুনি রঙের ফুল যুক্ত করেছে, অন্তত সেটি ব্যবহার করতে পারেন।
Title: Re: মায়ের জন্য প্রযুক্তি উপহার
Post by: murshida on May 20, 2017, 03:16:00 PM
good