Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nusratjahan on July 26, 2018, 09:59:56 AM

Title: মঙ্গলগ্রহে তরল পানির হ্রদের সন্ধান লাভ
Post by: nusratjahan on July 26, 2018, 09:59:56 AM
মঙ্গলগ্রহের দক্ষিণ মেরুতে তরল পানির একটি হ্রদের সন্ধান পাওয়া গেছে। বরফে আচ্ছাদিত এই হ্রদের আয়তন প্রায় ২০ কিলোমিটারের মত।

এর আগের বিভিন্ন গবেষণায় মঙ্গলগ্রহের কোনও কোনও জায়গায় হঠাৎ হঠাৎ তরল পানির প্রবাহের ইঙ্গিত পাওয়া গেলেও এই প্রথম সেখানে স্থায়ী জলাধারের অস্তিত্ব পাওয়ার কথা বলা হচেছ।

বাতাসের ঘনত্ব কম হওয়ার কারণে ঠাণ্ডায় জলাধারটি বরফের নীচে আটকা পড়েছে।
মার্শ এক্সপ্রেস নামে যে নভোযান মঙ্গলের কক্ষপথ পরিদর্শন করছে, তার ভেতরে মারসিস নামে একটি রেডার এই জলাধারের সন্ধান পেয়েছে।

ইটালির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক রবার্তো ওরোসেই এই গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলছেন, ‘হ্রদটি আকারে তেমন বড় নয়, তবে এটি একটি সত্যিকারের জলাধার। এটি এমন নয় যে পাথর বা বরফের খাঁজে কিছু পানি আটকে আছে, এটি পুরাদস্তুর হ্রদ।’

গবেষক দলটি বলছে, এই জলাধারটি কমপক্ষে এক মিটার গভীর।
Title: Re: মঙ্গলগ্রহে তরল পানির হ্রদের সন্ধান লাভ
Post by: rakib.cse on July 28, 2018, 12:39:44 AM
sounds interesting...
Title: Re: মঙ্গলগ্রহে তরল পানির হ্রদের সন্ধান লাভ
Post by: parvez.te on July 30, 2018, 04:54:48 PM
Very good....
Title: Re: মঙ্গলগ্রহে তরল পানির হ্রদের সন্ধান লাভ
Post by: Itisha Nowrin on August 04, 2018, 06:22:35 PM
wow