Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Hajj => Topic started by: BRE SALAM SONY on April 23, 2020, 01:30:26 AM

Title: হজের প্রাক-নিবন্ধন তথ্য নিজে নিজেই যাচাই করুন,সচেতন থাকুন
Post by: BRE SALAM SONY on April 23, 2020, 01:30:26 AM
হজের প্রাক-নিবন্ধন নম্বর যাচাই করুন

যাঁরা হজে যেতে চান, তাঁদের এখন অনেকটা ১ বছর পূর্বে প্রাক-নিবন্ধন করতে হয়। প্রাক-নিবন্ধন চলমান প্রাক নিবন্ধন চলমান পক্রিয়া ।
প্রাক-নিবন্ধনের টাকা জমা সাপেক্ষে ব্যাংক থেকে প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর দেওয়া হয়।

চাইলে আপনি দেখতে ও যাচাই করতে পারেন কী কী তথ্য সেখানে রয়েছে।
হজ ওয়েবসাইট (www.hajj.gov.bd) বা এখানে (https://goo.gl/Hcwf3p) সরাসরি ক্লিক করলে পিলগ্রিম অনুসন্ধান বাটনে ক্লিক করে ট্র্যাকিং নম্বরটি লিখুন। এরপর ট্র্যাকিং নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর, টাকা পরিশোধ, গ্রুপ, ছবি, কে ডেটা এন্ট্রি করেছেন তাঁর নাম, ই-মেইল ও মোবাইল নম্বর চলে আসবে।

এছাড়াও হজনিউজ.কম.বিডি (https://hajjnews.com.bd/%E0%A6%B9%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0/) তে গিয়ে হজযাত্রী অনুসন্ধানের ঘরে আপনার ট্রাকিং আইডি দিয়ে জেনে নিতে পারেন আপনার বর্তমান অবস্থান ।

(https://scontent.fdac7-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/94419291_2587658794672818_3968393204176257024_o.jpg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=bnT1fS_-z9AAX-ouNkL&_nc_ht=scontent.fdac7-1.fna&_nc_tp=7&oh=5e9f673721df0e8be593728f439ead8f&oe=5EC4D242)

এছাড়াও সরকারী ওয়েব সাইটে গিয়ে নীচের এই স্থান থেকেও দেখে নিতে পারেন

(https://i.ibb.co/XJnrdRH/666666.jpg) (https://hajj.gov.bd)


আমার ব্যাক্তি গত জানামতে কয়েকটি হজ এজেন্সী যারা দীর্ঘ এক যুগেরও অধীক সময় ধরে হজযাত্রীদের কে বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে আসছে ।
যারা ধর্ম মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং কোন ধরনের কালো তালিকাভুক্ত এজন্সেী ও নয় ।


 
জিলহজ গ্রুপ বাংলাদেশ  (https://zilhajjgroup.com)
 জিলহজ ট্রাভেলস ,হজ লাইসেন্স নং-০৩২১ (https://zilhajjtravelsbd.com)
 কর্পোরেট ট্রুর বিডি ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৩৪২    (https://corporatetourbd.com)
 ট্রাভেল হারামাইন বিডি ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৪০১  (https://travelharamain.com)
 জেটওয়ে হজ লিঃ ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৪০০  (https://jetwayhajj.com)
 বেস্ট হজ উমরাহ লিঃ ,অপারেটিং হজ লাইসেন্স ন!-০৭৪  (https://besthajjumrah.com)

সব শেষে আপনার হজ সফর বৈধ হজ এজেন্সীর সাথে করুন ,নিরাপদ ও আরাম দায়ক হজ করুন ।
আল্লাহ আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুন ।
আমীন