Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - sihiron

Pages: [1]
1
কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এতে কাজের গতিও কমে যায় অনেকাংশে। তাই আজ আপনাদের এমন একটি ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারীর সাথে পরিচয় করিয়ে দিব, যেটি আপনার সময় এবং পরিশ্রম দুই-ই বাচিয়ে দিবে।

সেটি হল “Silicon Dictionary”। উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী এটি। বাজারে অনেক ধরনের ডিকশনারী পাওয়া যায়। তবে তাদের সাথে সিলিকন ডিকশনারী -র পার্থক্য হল, এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, এর বাংলা অর্থগুলি image আকারে দেয়ায় আপনি পাবেন সত্তিকারের ডিকশনারীর স্বাদ। আর প্রতিটি ইংরেজী শব্দের উচ্চারনতো আছেই।

 

Image আকারে অর্থগুলি দেয়ায় এর আকার সামান্য একটু বেশি, অর্থাৎ ১৩৬ মেগাবাইট। কিন্তু, ডাউনলোড করার সুবিধার্তে সম্পূর্ণ সফটওয়্যারটিকে ১৪টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি অংশ মাত্র ১০ মেগাবাইট এর মতো। এই ১০ মেগাবাইট করে ১৪টি ফাইল ডাউনলোড করার পর এর সাথেই দেয়া আর একটি সফটওয়্যার (Software Splitter) এর সাহায্যে আপনি ১৪টি ফাইলকে জোড়া লাগালেই পেয়ে যাবেন ১৩৬ মেগাবাইটের একটি .exe ফাইল। তখন স্বাভাবিক নিয়মেই ইনষ্টল করুন আপনার কম্পিউটারে আর উপভোগ করুন একটি অন্যরকম স্বাদের ডিকশনারী।

এখানে একটি কথা বলে রাখা ভাল যে, শুধু মাত্র আপলোড এবং ডাউনলোড করার সুবিধার্তেই সফটওয়্যারটিকে ১৪টি ভাগে ভাগ করা হয়েছে। অনেকের কাছে ব্যাপারটি ঝামেলার মনে হতে পারে। তবে, ডাউনলোড করার আগে/পরে এর সাথে দেয়া নির্দেশনাবলী (Read Me First.txt) পড়লেই আপনি কারো সাহায্য ছাড়া একাই এই কাজ করতে পারবেন (ইনশাল্লাহ্)।

একবার ব্যবহার করলেই আপনি যে এর ভক্ত হয়ে যাবেন, সে ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। কাজেই এখুনি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

স্কাই ড্রাইভ ডাউনলোড লিংক

http://cid-7699628eb0a09b90.skydrive.live.com/browse.aspx/Silicon%20Dictionary

মিডিয়াফায়ার ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/?sharekey=e5437708a65eb47c8ef1259ff1b60e81b055e4f7b60dec0f4ad239450a8c1cf1

ফেসবুকে Silicon Dictionary এর একটি গ্রুপ আছে। যা এরই মাঝে ৪,৫০০ এর বেশি সদস্য সংখ্যা পার করেছে। Dictionary টির আপডেট সংবাদ জানতে চাইলে আপনিও এই গ্রুপের সদস্য হতে পারেন। গ্রুপের লিংক এড্রেস হলো:

http://www.facebook.com/group.php?gid=42045711206&ref=ts

আপনাদের কারো কোন মন্তব্য, পরামর্শ অথবা কোন কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল ঠিকানা: sihiron@gmail.com.

সকলে ভাল থাকুন এই কামনা করি।

ধন্যবাদ।

বিঃদ্রঃ এই লেখাটি আমি গত ২৮ মার্চ, ২০১০ ইং তারিখে techtunes.com.bd তে এবং ২৪শে জুন, ২০১০ তারিখে somewhereinblog.net সাইটে প্রকাশ করেছিলাম।

Pages: [1]