Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Quran => Topic started by: masud.ged on May 07, 2020, 01:50:52 AM

Title: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:50:52 AM
১। আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। - (সূরা হুদ - ৬)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:51:03 AM
২। আমি আপনার প্রতি এ জন্যেই গ্রন্থ নাযিল করেছি, যাতে আপনি সরল পথ প্রদর্শনের জন্যে তাদের কে পরিষ্কার বর্ণনা করে দেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ঈমানদারকে ক্ষমা করার জন্যে। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তদ্বারা যমীনকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেছেন। নিশ্চয় এতে তাদের জন্যে নিদর্শন রয়েছে, যারা শ্রবণ করে। তোমাদের জন্যে চতুস্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমুহের মধ্যে থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্যে উপাদেয়। এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য ও উত্তম খাদ্য তৈরী করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেনঃ পর্বতগাহ্রে, বৃক্ষ এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। - (সূরা নাহল ৬৪-৬৯)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:51:13 AM
৩। যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন, যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন। যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। - (সূরা আশ-শো'আরা - ৭৯-৮১)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:51:25 AM
৪। এমন অনেক জন্তু আছে, যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না। আল্লাহই রিযিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - (সূরা আল আনকাবুত - ৬০)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:51:34 AM
৫। আল্লাহ তা’আলাই তো জীবিকাদাতা শক্তির আধার, পরাক্রান্ত। - (সূরা আয-যারিয়াত - ৫৮)
Title: Re: আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - আল্লাহ তায়ালাই প্রভু, রাজ্জাক
Post by: masud.ged on May 07, 2020, 01:51:47 AM
৬। তারা যখন কোন ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়াকৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুনঃ আল্লাহর কাছে যা আছে, তা ক্রীড়াকৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা। - (সূরা আল জুমুআহ - ১১)