Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: A-Rahman Dhaly on July 18, 2019, 01:09:54 PM

Title: প্রচলিত ভুল
Post by: A-Rahman Dhaly on July 18, 2019, 01:09:54 PM
একটি ভুল বিশ্বাস
ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?

কিছু মানুষের মাঝে একথা প্রচলিত আছে যে, ঘরে মাকড়সার জাল থাকলে অভাব-অনটন দেখা দেয়। এটি একটি অলীক বিশ্বাস।

অভাব-অনটনের সাথে মাকড়সার জালের কী সম্পর্ক? স্বচ্ছলতা বা অভাব-অনটনের মালিক আল্লাহ তাআলা। তিনি চাইলে কাউকে অভাব-অনটনে রাখেন, চাইলে স্বচ্ছলতা দান করেন।

তবে একথা স্মরণ রাখা দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং মাকড়সার জাল বা অন্যান্য ময়লা-আবর্জনা থেকে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কর্তব্য। এ ব্যাপারে প্রতিটি মুসলিমেরই সচেতন থাকা উচিত।

- মাসিক আলকাউসার
বর্ষ: ১৫,   সংখ্যা: ০২