Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - mahmud_eee

Pages: 1 [2] 3 4 ... 17
16
মানবদেহে নতুন অঙ্গ আবিষ্কার

মানুষের দেহে নতুন একটি অঙ্গ আবিস্কার করেছেন আইরিশ বিজ্ঞানীরা। যেটির অস্তিত্ব এতদিন জানাই ছিল না। পরিপাকতন্ত্রে শত শত বছর ধরে বিরাজমান এ অঙ্গটির নাম মেসেনটারি।

ন্ত্র থেকে উদরের সঙ্গে সংযুক্ত অঙ্গ এই মেসেনটারি। এতদিন এটিকে ভাবা হত পরিপাকতন্ত্রের আলাদা ক্ষুদ্রাংশ হিসেবে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, এটি একটি গোটা অঙ্গ। যদিও এ অঙ্গটির কাজ কী সে ব্যাপারে এখনও স্পষ্ট নন বিজ্ঞানীরা।

অঙ্গটির আবিষ্কারক আয়ারল্যান্ড ইউনিভার্সিটি হসপিটাল লিমারিকের বিশেষজ্ঞ জে ক্যালভিন কফির মতে,  মেসেনটারি অঙ্গ হিসাবে অবিষ্কার হওয়াটা গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে। পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে মেসেনটরির কী ভূমিকা আছে তা এখন আলাদাভাবে বোঝা সম্ভব হবে।

ক্যালভিন কফি বলেন, “মেসেনটারির গঠনতন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু এ অঙ্গের কাজ নিয়ে এখন গবেষণা করা দরকার। মেসেনটারির কাজ কি তা জানতে পারলে এর অস্বাভাবিক কাজগুলোও বোঝা যাবে। ফলে রোগও ধরা পড়বে।”

মেসেনটারি আবিষ্কারের পর মানবদেহে এখন অঙ্গ হয়ে দাঁড়াল ৭৯টি। নতুন এ অঙ্গটি হচ্ছে, পেরিটোনিয়ামের জোড়া ভাঁজের অংশ বা পাতলা আস্তরণ, যেটি ক্ষুদ্রান্তকে ধরে রাখতে সাহায্য করে।

‘দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নাল’ এ নতুন গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

17

আপনি যদি বসে কাজ করেন তবে অন্যদের তুলনায় আপনি বেশি দুশ্চিন্তায় ভুগবেন।

নতুন এক গবেষণায় দেখা গেছে, কায়িক পরিশ্রম কম হলে (বসে কাজ করলে কায়িক পরিশ্রম কম হয়)দুশ্চিন্তায় ভোগার ঝুঁকি বাড়ে।

টিভি দেখা, কম্পিউটারে কাজ করা বা গেম চালানো- এসবই বসে করা কাজ।

দুশ্চিন্তায় ভোগা একটি মানসিক সমস্যা। পৃথিবীতে দুই কোটি ৭০ লাখ মানুষ এই রোগে ভুগছেন।

এর আগে বিভিন্ন গবেষণায় দেয়া গেছে, বসে কাজ করার সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন, স্থূলতা, হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস ও অস্থি-মজ্জা সংক্রান্ত বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে।

তবে মানসিক স্বাস্থ্যের সঙ্গে বসে করা কাজের সম্পর্ক নিয়ে এর আগে খুব একটা গবেষণা হয়নি।
নতুন এ গবেষণাটিই দুশ্চিন্তা, উদ্বেগের সঙ্গে বসে করা কাজের সম্পর্ক নিয়ে প্রথম কোন নিয়মানুগ পর্যালোচনা।

প্রধান গবেষক মেগান টিচেন্নে বলেন, “কতটা সময় বসে থাকা হচ্ছে তার সঙ্গে উদ্বেগ কিংবা দুশ্চিন্তা বাড়ার মধ্যে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে বিষয়টি ভালভাবে বুঝতে আরো গবেষণার প্রয়োজন।”

গবেষকরা ৯ টি গবেষণার ফল বিশ্লেষণ করে বসে কাজ করার সঙ্গে দুশ্চিন্তার যোগসূত্র খুঁজে দেখার চেষ্টা করেছেন।

এতে ৯ টির মধ্যে ৫ টি গবেষণাতেই বেশি সময় বসে কাজ করার সঙ্গে উদ্বেগ বা দুশ্চিন্তাও বেশি বেড়ে যাওয়ার ঝুঁকি লক্ষ্য করেছেন গবেষকরা।

18

ত্বকের ক্যান্সার মেলানোমায় আক্রান্তদের জন্য সুখবর! এ ক্যান্সারের চিকিৎসায় নতুন একটি পথ খুঁজে পেয়েছেন গবেষকরা।

মেলানোমার বিস্তার ঠেকাতে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয় এমন দু’টি ওষুধের মিশ্রণের পরীক্ষামূলক প্রয়োগে অবিশ্বাস্যরকম ভাল ফল পাওয়া গেছে।

আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারের বিরুদ্ধে লড়তে দেহের ইমিউন সিস্টেমের জন্য সহায়ক দুটি ওষুধ ইপিলিমুবাম এবং নিভলুবামের মিশ্রণ প্রাণঘাতী ত্বক ক্যান্সার মেলানোমার বিস্তার প্রায় ৬০ শতাংশ কমিয়ে দিতে পারে।

মেলানোমা মূলত ত্বক ক্যান্সার হলেও এটি ছড়িয়ে পড়তে পারে ফুসফুস, যকৃৎ, হাড় এমনকি মস্তিষ্কেও।

বিভিন্ন দেশে মেলানোমায় আক্রান্ত ৯৪৫ জন রোগীকে ইপিলিমুমাব (বাজারে যেটি ইয়েরভই নামে পরিচিত) ও নিভলুমাব (বাজারে ওপডিভ নামে পরিচিত) ওষুধ দিয়ে চিকিৎসা করে দেখা গেছে, এক বছরের মধ্যে ৫৪ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যান্সার টিউমারের বৃদ্ধি অন্তত এক তৃতীয়াংশ কমেছে।

যুক্তরাজ্যের চিকিৎসকরা ‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিকাল অনকোলজি’ তে গবেষণার এ ফল প্রকাশ করেছেন।

কয়েকটি মারাত্মক ধরনের ত্বক ক্যান্সারের একটি হচ্ছে মেলানোমা। যুক্তরাজ্যে যে ধরনের ক্যান্সারে মানুষ বেশি আক্রান্ত হয়, সে তালিকায় মেলানোমার অবস্থান ষষ্ঠ। সেখানে প্রতিবছরই মেলানোমায় আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা যায়।

যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের ক্যান্সার গবেষক এবং রয়্যাল মার্সডেন হাসপাতালের ক্যান্সার চিকিৎসক ডা. জেমস লার্কিন বিবিসি’কে বলেন, “ইপিলিমুমাব ও নিভলুমাব আলাদা আলাদা ভাবে গ্রহণ না করে যদি দু’টি ওষুধ একসাথে গ্রহণ করা হয় তবে তা বেশি কার্যকর হবে।

এতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা টিউমার সনাক্ত করতে সক্ষম হবে, যেটা আগে সনাক্ত করতে পারেনি। এর ফলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সেটি ধ্বংস করতে সক্ষম হবে।”

“আমার মনে হয় এটি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।”

শিকাগোতে ক্যান্সার সম্মেলনে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য- চিকিৎসার পর রোগীরা কতদিন বেঁচে থাকবেন তা এখনো অজানাই রয়ে গেছে।

লার্কিন বলেন, “আমরা আশা করছি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার এই দ্রুত সাড়া দেয়া টেকসই হবে। কিন্তু এ মুহূর্তে এ সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না।”

ক্যান্সারের ওষুধ সেবনে অবসাদ, ফুসকুড়ি বা পাতলা পায়খানার মত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এটিও বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষার পর অর্ধেকের বেশি মানুষের ক্ষেত্রে দেখা গেছে, দুইটি ওষুধ একসঙ্গে গ্রহণ করলেও পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তবে শুধু ইপিলিমুমাব গ্রহণ করলে যে মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া হয় দু’টি ওষুধ একসঙ্গে গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া তার চারভাগের একভাগ হয়।

তবে কারো কারো ক্ষেত্রে এ চিকিৎসায় উল্লেখযোগ্য মাত্রায় উন্নতি হলেও কারো কারো একদমই উপকার হয় না। এর কারণ গবেষকদের কাছে এখনো পরিষ্কার নয়।

তবে ওই দু’টি ওষুধ একসঙ্গে গ্রহণ করলে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রেও উপকার পাওয়ার যাবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা। বিষয়টি এখনও পরীক্ষাধীন।

19

নক্ষত্রের সৃষ্টি পর্যবক্ষেণ করতে পেরেছেন জ্যোতিবির্জ্ঞানীরা। নক্ষত্র সৃষ্টির এই সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে দুটি রেডিও টেলিস্কোপের ব্যবহার করেছেন তারা।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৯৬ সালে নক্ষত্রটির সৃষ্টি প্রক্রিয়া শুরু হলে রেডিও টেলিস্কোপে তা ধরা পড়ে এবং ১৮ বছর পর পৃথক আরেক রেডিও টেলিস্কোপের সাহায্যে নতুন নক্ষত্রটির সৃষ্টি প্রক্রিয়া সম্পন্ন হতে দেখেন বিজ্ঞানীরা।

নতুন এই নক্ষত্রটি পৃথিবী থেকে চার হাজার দুইশ’ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটির চারপাশ গোলাকৃতির ধুলার মেঘের আস্তরে ঘেরা বলেই জানিয়েছে বিবিসি। সূর্যের চেয়েও প্রায় তিনশ’ গুণ বেশি উজ্জ্বল নতুন এ নক্ষত্রটির নাম দেয়া হয়েছে W75N(B)-VLA2।

নক্ষত্রটির সৃষ্টি প্রক্রিয়া দেখার পর ধারণা করা হচ্ছে, নক্ষত্র গড়ে ওঠার সময় চৌম্বক ক্ষেত্র বড় ভূমিকা পালন করেছিল। ২০০৯ সালে ভিন্ন এক গবেষণা চলাকালীন জেআইভিই-এর (জয়েন্ট ইন্সটিটিউট ফর ভিএলবিআই ইন ইউরোপ) বিজ্ঞানীরা নক্ষত্রটির বর্তমান অবস্থানের নিকটবর্তী অঞ্চলে এক বৃহৎ চৌম্বকীয় ক্ষেত্রের খোঁজ পেয়েছিলেন যা নক্ষত্রটিকে ঘিরে রেখেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, ১৮ বছর আগে নক্ষত্রটির জন্মের সময় যে বিস্ফোরণ ঘটেছিল সেটির সঙ্গে এই বৃহৎ চৌম্বকীয় ক্ষেত্রের সম্পর্ক রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন, পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নক্ষত্রটির ক্রমাগত গড়ে ওঠা সম্পর্কে ভবিষ্যতে আরও অনেক তথ্য জানা যাবে। এ বিষয়ে প্রাপ্ত ফলাফল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

20

পৃথিবীর কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশে কী আছে তা উদঘাটনে সক্ষম হয়েছেন বলে দাবী করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, দেশ দুটির এই গবেষকরা বলেছেন, আমাদের গ্রহের সবচেয়ে কেন্দ্রীয় অঞ্চলের আরেকটি কেন্দ্রীয় অংশ আছে, কেন্দ্রমণ্ডলের ভিতরে আছে আরেকটি সুনির্দিষ্ট কেন্দ্রীয় অঞ্চল।

বিজ্ঞানীদলের ধারণা, ওই সুনির্দিষ্ট কেন্দ্রীয় অঞ্চলের লৌহ ক্রিষ্টালগুলো কেন্দ্রমণ্ডলের বাইরের দিকে থাকা লৌহ ক্রিস্টালগুলো থেকে আলাদারকমের।

সম্প্রতি নেচার জিওসায়েন্সে তাদের এসব আবিষ্কারের প্রতিবেদন প্রকাশ পেয়েছে।

পৃথিবীর পৃষ্ঠ খুড়ে ‘হৃদয়’ অবধি যেতে সক্ষম না হওয়া পর্যন্ত পৃথিবীর কেন্দ্রবিন্দু নিয়ে ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে। তা না হওয়া পর্যন্ত বিজ্ঞানীদের ভূমিকম্পের মাধ্যমে সৃষ্ট প্রতিধ্বনি বিশ্লেষণ করেই কেন্দ্রমণ্ডল সম্পর্কে ধারণা করতে হবে।

আমাদের গ্রহ অভ্যন্তরের বিভিন্ন স্তর অতিক্রম করার সময় ভূমিকম্পের ঢেউগুলোতে ঘটা পরির্বতন বিশ্লেষণ করে ওই স্তরগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এ বিষয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিয়াওডং সং বলেছেন, “ঢেউগুলো পৃথিবীর অভ্যন্তরের একপাশে বাড়ি খেয়ে অন্যপাশে যায়, আবার ওই পাশে বাড়ি খেয়ে অন্যপাশে যায়, এভাবে চলতে থাকে।”

অধ্যাপক সং ও তার চীনে থাকা সহকর্মীরা জানিয়েছেন, এসব ঢেউগুলো বিশ্লেষণ করে পাওয়া তথ্যগুলো থেকে এই ধারণা পাওয়া যায়, প্রায় চাঁদের সমান পৃথিবীর কেন্দ্রমণ্ডলটি দুটি অংশ নিয়ে গঠিত।

ভূমিকম্পের ঢেউ থেকে পাওয়া তথ্য ধারণা দিয়েছে, “কেন্দ্রমণ্ডলের কেন্দ্রীয় মণ্ডলটির” ক্রিস্টালগুলো পূর্ব-পশ্চিম মুখি সজ্জায় থেকে কিনারাগুলোতে কিছুটা বেঁকে আছে, উত্তর মেরুর উপর থেকে পৃথিবীর ভিতরের দিকে তাকানো সম্ভব হলে এমনটি দেখা যাবে।

অপরদিকে “কেন্দ্রমণ্ডলের বাইরের মণ্ডলটিতে” ক্রিস্টালগুলো উত্তর-দক্ষিণ মুখে সজ্জিত হয়ে আছে, ওই একই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর ভিতরে দিকে তাকালে দেখা যাবে।

অধ্যাপক সং বলেছেন, “কেন্দ্রমণ্ডলের আলাদা আলাদা জায়গায় ভিন্ন ভিন্ন গঠন আবিষ্কার আমাদের পৃথিবীর দীর্ঘ ইতিহাসের বিষয়ের কিছু আজানা অংশ উদঘাটন করতে পারে।”

পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫,০০০ কিমি গভীরে কেন্দ্রমণ্ডল শুরু হয়েছে। একশ কোটি বছর আগে এই কেন্দ্রমণ্ডলটি আকার পেতে শুরু করে। প্রতি বছর সবচেয়ে ভারী ধাতু দিয়ে গড়া এই মণ্ডলটির আয়তন দশমিক ৫ মিমি করে বৃদ্ধি পাচ্ছে।

21
Faculty Sections / সোলার ইমপালস বিকল
« on: June 30, 2015, 04:00:06 PM »

বিকল হয়ে পরেছে আলোচিত সৌরশক্তিচালিত বিমান ‘সোলার ইমপালস’। বিরুপ আবহাওয়ার কারণে জাপানে জরুরী অবতরণে বাধ্য হয়েছিল পুরো পৃথিবী প্রদক্ষিণের অভিযানে থাকা সৌরবিমানটি। নিরাপদে অবতরণ করলেও পরবর্তীতে ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্থ হয়েছে সোলার ইমপালসের ডানা।

বিবিসি জানিয়েছে, সোমবার প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় বৈরি আবহাওয়ার মুখে পরে সোলার ইমপালস। জাপানে জরূরী অবতরণে বাধ্য হয় বিমানটি। অবতরণের পর ঢেকে রাখা হয়নি বিমানটির ডানা। ফলে কয়েক ঘন্টার মাথায় ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্থ হয় সোলার ইমপালস।

সোলার ইমপালসের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু বোর্সবার্গ এ সম্পর্কে এক টুইটে বলেন “এটা কোনো বড় সমস্যা নয়, এক সপ্তাহ মধ্যেই আমরা এর সমাধান করে ফেলব।”

পরীক্ষামূলক এই বিমানটিতে ১৭ হাজার সৌর প্যানেল রয়েছে। মার্চ মাসে আবুধাবি থেকে বিশ্ব ভ্রমণের যাত্রা শুরু করে সোলার ইমপালস। অভিযানের প্রথম ছয়টি ধাপ জটিলতা ছাড়াই পাড়ি দিলেও প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ৮ হাজার কিলোমিটারের যাত্রাপথ সোলার ইমপালসের জন্য বয়ে এনেছে নানা জটিলতা।

সঠিক আবহাওয়ার জন্য চীনের নানজিংয়ে প্রায় এক মাস অপেক্ষার পর হাওয়াইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সোলার ইমপালস। কিন্তু ঠাণ্ডা আবহাওয়ার কারণে জাপানের নাগোয়া বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

বিমানটির ৭২ মিটার ডানা মেরামতের জন্য প্রয়োজনীয় ‘মোবাইল হ্যাঙ্গার’ না থাকায় ‘সোলার ইমপালস টিম’ দড়ি বেধেঁই মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

সোলার ইমপালসের আরেক সহ-প্রতিষ্ঠাতা বার্ট্রান্ড পিকার্ড বলেন, “যান্ত্রিক ত্রুটি অবশ্যই সারিয়ে নেওয়া যাবে। আমাদের দল বিমানটিকে সারানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রের ব্যবস্থা করছে। আশা করছি এক সপ্তাহের মধ্যেই আমরা হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবো। এটি এমন কোনো বড় জটিলতা নয়। বরং ভ্রমণের পথে একটি সংক্ষিপ্ত বিরতি মাত্র।”

সোলার ইমপালস প্রশান্ত মহাসাগর পরিভ্রমণের পর আমেরিকা হয়ে আটলান্টিক মহাসাগর পরিভ্রমণ করবে বলে জানিয়েছে বিবিসি।

22

রোবট কার তৈরির প্রযুক্তি নিয়ে উঠে পরে লেগেছে টেক জায়ান্ট গুগল আর মার্কিন অকোমোটিভ পার্টস নির্মাতা ডেলফি অটোমোটিভস। ভাগ্যের ফেরে মহাসড়কে সামনা সামনি দেখা হয়ে গেছে উভয় প্রতিষ্ঠানের রোবট গাড়িগুলোর।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাই-ওয়েতে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে গুগল- ডেলফি উভয় প্রতিষ্ঠানই। যার ফলাফল-- মহাসড়কে ডেলফির রোবট গাড়িটির একদম মুখোমুখি চলে এসেছিল গুগলের রোবট গাড়ি। এতে যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয় ডেলফির গাড়িটি।

বার্তাসংস্থা রয়টার্সকে ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ডেলফির রোবট কার নির্মাণ বিভাগের পরিচালক জন অ্যাবসমাইয়ার। ক্যালিফোর্নিয়ার মহাসড়কে ডেলফির গাড়িটি লেন পরিবর্তনের সময় হঠাৎ করে গুগলের গাড়িটি সামনে চলে আসে বলে জানিয়েছেন তিনি। তবে ওই পরিস্থিতি সামাল দিতে ডেলফির রোবট গাড়িটি যথাযথ সিদ্ধান্তই নিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

গুগলের সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ৩২টি মডিফাইড লেক্সাস এসইউভি এবং বিশেষভাবে তৈরি ৯টি গাড়ি দিয়ে রোবট কার প্রযুক্তির কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। 

মহাসড়কে পরীক্ষা নিরিক্ষা শুরু করার পর দুর্ঘটনার শিকারও হয়েছে গুগলের রোবট কার। এমন দু্র্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানালেও ডেলফির রোবট কারের সঙ্গে ঘটনাটির ক্ষেত্রে গুগল খানিকটা হলেও ‘লুকো-ছাপা’ করেছে বলে জানিয়েছে বিবিসি।

23

এ বছরের শেষের দিকে টাইজেন অপারেটিং সিস্টেম চালিত আরও স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্যামসাংয়ের আসন্ন পরিকল্পনা সম্পর্কে জানালেও ‘বিষয়টির সংবেদনশীলতার কারণে’ তথ্যদাতা নিজ পরিচয় প্রকাশে রাজি হননি।

বছরের শেষ দিকে স্যামসাংয়ের, বিভিন্ন মূল্যের টাইজেন স্মার্টফোন বাজারজাত করার পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। কিন্তু ফোনগুলোর স্পেসিফিকেশন কী হতে পারে, সে ব্যাপারে সূত্র বাড়তি কোনো তথ্য দেননি।

অন্যদিকে স্যামসাংয়ের মুখপাত্রের সঙ্গে প্রতিষ্ঠানটির আসন্ন এ পরিকল্পনা প্রসঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে রয়টার্স।

২০১৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি তাদের প্রথম টাইজেন স্মার্টফোন জেড১ বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার বাজারে নিয়ে আসে। স্মার্টফোন নির্মাতা হিসেবে বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে থাকা স্যামসাংয়ের প্রায় দশ লাখ টাইজেন স্মার্টফোন ভারতে বিক্রি হলেও, গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মে মাসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি টাইজেন স্মার্টফোন বিক্রি হয়েছে বাংলাদেশে।

টাইজেন অপারেটিং সিস্টেমের মাধ্যমে স্মার্টওয়াচ, প্রিমিয়াম টেলিভিশন সেট ও অন্যান্য ডিভাইসের নিজস্ব প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাইছে স্যামসাং। কিন্তু সেজন্য প্রতিষ্ঠানটির টাইজেন অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের বাজার সম্প্রসারিত করা, এর ব্যবহারকারী ও থার্ড-পার্টি ডেভলপার বাড়ানো প্রয়োজন বলেই জানিয়েছেন বিশ্লেষকরা।

24

বেটা পর্যায়ে টানা ছয় বছর পরীক্ষা-নিরিক্ষার পর অবশেষে জিমেইল সেবায় যোগ হয়েছে ‘আনডু সেন্ড’ ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে জিমেইলের সেটিংয়ে স্থায়ী ফিচার হিসেবে ‘আনডু সেন্ড’ যোগ করার ঘোষণা দিয়েছে ওয়েব জায়ান্ট গুগল।
 
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, জিমেইলে সেন্ড বাটনে চাপার পরেও ‘আনডু সেন্ড’ ফিচারের মাধ্যমে মেইলটি কয়েক সেকেন্ডের জন্যে হলেও ফিরিয়ে নিতে পারবেন গ্রাহক। ওই সময়ের মধ্যে কারও নামের বানানে ভুলের মতো ছোট খাটো জিনিস পরিবর্তনের সুযোগ পাবেন ওই ব্যক্তি।

জিমেইল সেটিংসের জেনারেল ট্যাব থেকে নতুন ফিচারটি চালু করে নিতে হবে ব্যবহারকারীদের।

২০০৯ সালে বেটা ফিচার হিসেবে অভিষেক হয় ‘আনডু সেন্ড’ ফিচারটির। সীমিত সংখ্যক ব্যবহারকারী ওই ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন এতদিন। ফিচারটির বেটা সংস্করণ ব্যবহারকারীরা কেবল ৫ সেকেন্ডের জন্য পাঠানো মেইল ফেরত নিতে পারতেন। তবে মূল সংস্করণে ব্যবহারকারীরা ৫ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত পাঠানো মেইল আটকে রাখার সুযোগ পাবেন।

মোবাইল থেকে জিমেইল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ হল, এখনই ‘আনডু সেন্ড’ ফিচার ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তারা। ফিচারটি মোবাইল ফোনেও চালু করা হবে বলে নিশ্চিত করেছে গুগল। তবে সেটি কবে নাগাদ, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

অন্যদিকে ফিচারটির বেটা সংস্করণ থেকে মূল সংস্করণ তৈরিতে টানা ৬ বছর সময় কেন লাগলো সে বিষয়ে ম্যাশএবলের প্রশ্নের কোনো উত্তর দেয়নি গুগল। খোদ জিমেইল সেবা ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বেটা পর্যায়ে রেখেছিল গুগল।

25

ঘরে আলো ছড়ানো বাতিটা যদি কাগজের থেকেও পাতলা কিন্তু হীরার থেকেও শক্ত হত, কেমন হত তবে? এমন ‘অসম্ভব’ প্রশ্নের ‘সম্ভব’ উত্তর নিয়ে খুঁজে বের করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটি, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড সায়েন্সের গবেষকরা।

গ্রাফিন দিয়ে লাইট বাল্ব বানিয়েছেন গবেষকরা। একটি ক্ষুদ্র পরমাণুর সমান পুরু গ্রাফিন। কিন্তু হীরার থেকেও শক্ত এটি। বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বস্তু হল গ্রাফিন।

বাল্ব বানাতে গ্রাফিনের ব্যবহারের চিন্তাটাই নিঃসন্দেহে আধুনিক। তবে কাজের ক্ষেত্রে প্রচলিত লাইট বাল্ব তৈরির পদ্ধতিই অনুসরণ করেছেন বিজ্ঞানীরা। ধাতব ইলোকট্রোডের সঙ্গে গ্রাফিনের টুকরো জুড়ে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করেছেন বিজ্ঞানীরা। আর এতেই গরম হয়ে আলো ছড়ানো শুরু করে গ্রাফিনের টুকরোগুলো।

প্রচলিত লাইট বাল্বের ফিরামেন্টের মতোই ২৫০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এর গ্রাফিনের তাপমাত্রা। আর এতেই উজ্জল আলো ছড়ায় গ্রাফিন থেকে। গ্রাফিনের এই আলোকত বিচ্ছুরণের ক্ষমতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াং কিম আবিষ্কার করেন চার বছর আগে।

কিম ও তার সঙ্গী গবেষকরা অপটিকাল নেটওয়ার্ক-অন-চিপ যোগাযোগে এই প্রযুক্তি ব্যবহারের উজ্জল সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছে ম্যাশএবল। আর নিজের ঘরেই জানালা বা দেয়ালের সঙ্গে গ্রাফিন জুড়ে দিয়ে আলোর উৎস হিসেবে এর ব্যবহারও খুব শিগগিরই ছড়িয়ে পরবে বলে আশা করছেন কিম। তার মতে স্বচ্ছ ডিসপ্লে তৈরিতে গ্রাফিন ব্যবহার করা যাবে বছর পাঁচেকের মধ্যেই।

26

ফেইসবুক বিমুখদের মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের উৎসাহী করতে চায় ফেইসবুক। ফেইসবুক অ্যাকাউন্ট ছাড়া শুধু নিজের নাম আর ফোন নম্বর দিয়েই মেসেঞ্জার অ্যাপে সাইন-আপ করার সেবা চালু করেছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিক অবস্থায় যুক্তরাষ্ট্র, কানাডা, পেরু আর ভেনেজুয়েলার গ্রাহকরা ফেইসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার অ্যাপে সাইন-আপ করার সুযোগ পাবেন। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের কাছে ক্রমান্বয়ে ফিচারটি পৌঁছে যাবে।

২০১২ সালেই অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জারে সাইন-আপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছিল ফেইসবুক। ভারতসহ বিশ্বের ৪টি দেশের ব্যবহারকারীরা অংশ নিয়েছিলেন ওই পরীক্ষামূলক কার্যক্রমে। তবে কয়েক মাসের মাথায় প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল ফেইসবুক।

ফেইসবুক অ্যাকাউন্ট ছাড়া সাইন-আপের জন্য মেসেঞ্জার অ্যাপে যোগ হয়েছে নতুন ‘Not On Facebook?’ বাটন। এই বাটনে চেপেই নিজের ফোন নম্বর দিতে হবে ব্যবহারকারীকে। ফেইসবুকে নিজের ফোন নম্বর দেননি এমন ব্যবহারকারীদের ফেইসবুক সার্চ থেকে খুঁজে চ্যাট করার সুযোগও পাওয়া যাবে।

ফেইসবুকের হেড অফ মেসেঞ্জার ডেভিড মার্কাস জানিয়েছেন মেসেঞ্জারের নতুন ফিচারটির মাধ্যমে চীনের মতো যে দেশগুলোতে ফেইসবুক ব্লকড, ওই দেশগুলোতেও ব্যবসা প্রসারের চেষ্টা করছে না ফেইসবুক। ওই দেশগুলোতে ফেইসবুকের সব আইপি অ্যাড্রেস ব্লক করা থাকায় মেসেঞ্জারও ব্লকড থাকবে।

27

আবারও নতুন প্রকল্প নিয়ে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘প্রজেক্ট সাইডকিকের’ অংশ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ বসেই মাইক্রোসফটের অগমেন্টেড রিয়ালিটি হেডসেট ‘হলোলেন্স’ ব্যবহার করবেন নভোচারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, আলাদা আলাদা দুটি মোডে হলোলেন্স ব্যবহার করবেন আইএসএসের নভোচারীরা। ‘রিমোট এক্সপার্ট মোড’-এ স্কাইপের মাধ্যমে পৃথিবীর সঙ্গে মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তারা।

আর অগমেন্টেড রিয়ালিটির আলাদা অভিজ্ঞতা দেবে ‘প্রসিডিওর মোড’। এই মোডে বিভিন্ন বস্তুর উপর হলোগ্রাফিক তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। প্রসিডিওর মোডের ব্যবহার অনেকটাই হলোলেন্সের বাণিজ্যিক সংস্করণের মতো হবে বলে জানিয়েছে ম্যাশএবল।

সাইডকিক নাসা আর মাইক্রোসফটের প্রথম প্রকল্প নয়। ‘অনসাইট’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে দুই প্রতিষ্ঠান। যাতে কিউরিওসিটি রোভার থেকে সংগ্রহ করা ডেটার ভিত্তিতে মঙ্গল গ্রহের সিমুলেশন বিশ্লেষণ করার সুযোগ পাবেন নাসার বিজ্ঞানীরা।

28

খুব শিগগিরই আইফোনের নতুন মডেল উৎপাদন শুরু করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপল ওয়াচের মতো নতুন আইফোনেও নাকি থাকবে ‘ফোর্স টাচ’ ফিচার।

এক প্রতিবেদনে আগেভাগেই আইফোনের উৎপাদন শুরু হওয়ার এই খবর জানিয়েছে ব্যবসা-বাণিজ্যভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোনেরও থাকবে দুটি মডেল। একটিতে থাকবে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে, দ্বিতীয়টির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি। স্মার্টফোনগুলোর বাহ্যিক ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসবে না।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, জুলাই মাস থেকে উৎপাদনের গতি আরও বাড়ানো হবে নতুন দুই আইফোনের। তবে একদম শেষ পর্যায়ে ডিভাইসের ডিসপ্লের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করবে ডিভাইসগুলো নির্মাণ কাজ সময়মতো শেষ হবে কি না।

অ্যাপল ওয়াচ উন্মোচনের পর থেকেই নিজেদের সব ডিভাইসে ‘ফোর্স টাচ’ প্রযুক্তি যোগ করছে অ্যাপল। রেটিনা ম্যাকবুক আর রেটিনা ম্যাকবুক প্রোতেও যোগ হয়েছে এই ফিচার। ব্যবহারকারী ডিসপ্লে বা ট্র্যাকপ্যাডে কতো জোড়ে চাপ দিচ্ছেন তা চিহ্নিত করতে পারে ‘ফোর্স টাচ’ প্রযুক্তি।

বরাবরের মতো অ্যাপল এবারও আইফোনের নতুন মডেল সেপ্টেম্বর মাসে উন্মোচন করবে বলেই ধারণা করা হচ্ছে। ডিভাইসগুলো নিয়ে প্রযুক্তি পণ্যের বাজারে এর মধ্যেই ছড়িয়ে পরেছে নানা গুজব। শোনা যাচ্ছে আরও উন্নত ক্যামেরা, ৭০০০ সিরিজের অ্যালুমিনিয়াম আর রোজ গোল্ড কেসিংয়ের জোর গুজব।

30

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মনুষ্যবিহীন স্পেস-এক্স ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের দুই মিনিট পরপরই বিস্ফোরিত হয়েছে।

এর মধ্য দিয়ে বিধ্বস্ত হল  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালামাল বহনের জন্য বেসরকারিভাবে তৈরি এ মহাকাশযানটি।যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা রোববার একথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানির এ ফ্যালকন রকেটটি আটলান্টিক মহাসাগরের ওপর বিধ্বস্ত হয়েছে। এ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মালামালসহ নভোচারীদের জন্য রসদ সরবরাহ করার কথা ছিল।

২০১০ সাল থেকে ফ্যালকন রকেট চালু হওয়ার পর থেকে স্পেস এক্স কোম্পানি এ নিয়ে ১৯ বার  ২০৮ ফুট লম্বা এ রকেট উৎক্ষেপণ করেছে। এর মধ্যে এবারই প্রথম বিধ্বস্ত হল ফ্যালকন-৯।

নাসার ভাষ্যকার জর্জ ডিলার বলেছেন, ফ্যালকন-৯ উৎক্ষেপণের ২ মিনিট ১৯ সেকেন্ড পরই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্পেস এক্স এর। কি ঘটেছে তা এখনো স্পষ্ট না বলে জানান তিনি।

Pages: 1 [2] 3 4 ... 17