Daffodil International University

Health Tips => Health Tips => Coronavirus - করোনা ভাইরাস => Topic started by: Sultan Mahmud Sujon on March 13, 2020, 10:25:49 AM

Title: করোনার সংক্রমণ এড়াতে টরন্টোর সকল মসজিদে জুমার নামাজ বন্ধ
Post by: Sultan Mahmud Sujon on March 13, 2020, 10:25:49 AM
(https://www.bd-pratidin.com/assets/news_images/2020/03/13/101510_bangladesh_pratidin_toronto.jpg)

কভিড-১৯ নামের মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে টরন্টোর সকল মসজিদে অনির্দিষ্টকালের জন্য জুমার নামাজ স্থগিত  করা হয়েছে।

বৃহস্পতিবার কানাডিয়ান কাউন্সিল অব ইমাম এবং মুসলিম মেডিকেল এসোসিয়েশন অব কানাডার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে ১৩ মার্চ শুক্রবার মসজিদগুলোতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। পরবর্তী সিদ্ধান্ত না হ্ওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানা গেছে।
সভায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইমাম এবং মুসলিম মেডিকেল এসোসিয়েশনের  প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত হয়।


সূত্র: নতুন দেশ ডটকম

Source: https://www.bd-pratidin.com/coronavirus/2020/03/13/510588