Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Mohammed Abu Faysal on September 10, 2012, 09:45:55 AM

Title: সংখ্যাতত্ত্বে ভারত পাকিস্তান ওয়ানডে .
Post by: Mohammed Abu Faysal on September 10, 2012, 09:45:55 AM
৬৯৩
এক ম্যাচে সর্বোচ্চ রান, ২০০৪ সালে করাচিতে।
২৯০
সর্বোচ্চ স্ট্রাইকরেটের ইনিংসটি মোহাম্মদ আজহারউদ্দিনের। ১৯৯৬ সালে শারজায় ১০ বলে অপরাজিত ২৯।
২৩১
সর্বোচ্চ জুটি। ১৯৯৬ সালে শারজায় দ্বিতীয় উইকেটে ভারতের শচীন টেন্ডুলকার ও নভজোৎ সিং সিধু।
১৫৯
রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়। ২০০৫ সালে দিল্লিতে জিতেছিল পাকিস্তান।
১০৮.৭১
ভারত-পাকিস্তান ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইকরেট, শহীদ আফ্রিদির।
৮৭
সবচেয়ে খরুচে বোলারের দেওয়া রান। ২০০৮ সালে করাচিতে পাকিস্তানের সোহেল তানভীরের ১০ ওভারে।
৮৫
দুই দেশের ওয়ানডে লড়াইয়ে সেঞ্চুরি জুটির সংখ্যা।
৭১
সর্বোচ্চ ডিসমিসাল, পাকিস্তানের মঈন খানের।
৬৮
সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
৫২.৬৮
কমপক্ষে ১০টি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মহেন্দ্র সিং ধোনির।
৪৪
সবচেয়ে বেশি ক্যাচ মোহাম্মদ আজহারউদ্দিনের।
Title: Re: সংখ্যাতত্ত্বে ভারত পাকিস্তান ওয়ানডে .
Post by: sumon_acce on October 17, 2012, 08:29:29 AM
Great information........try to post more.