Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: A-Rahman Dhaly on January 07, 2021, 09:25:01 AM
-
ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে কি মাসবুকও সালাম ফেরাবে?
যে ব্যক্তি ইমামের সাথে পুরো নামায পায়নি; বরং কিছু রাকাত ছুটে গেছে তাকে মাসবুক বলে।
কিছু মানুষকে দেখা যায়, মাসবুক অবস্থায়ও ইমাম সাহু সিজদার জন্য সালাম ফেরালে তারাও ইমামের সাথে সালাম ফেরায়। এটি একটি ভুল আমল।
নিয়ম হল, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাহু সিজদার জন্য সালাম ফেরাবে না; বরং সালাম ফিরানো ছাড়া শুধু সাহু সিজদায় শরীক হবে। অবশ্য কখনো ভুলে ইমামের সাথে সাহু সিজদার সালাম ফিরিয়ে ফেললে (কাজটি নিয়মসম্মত না হলেও) নামায ফাসেদ হবে না এবং নিজ নামায শেষে সাহু সিজদাও করতে হবে না। (দ্র. বাদায়েউস সানায়ে ১/৪২২; রদ্দুল মুহতার ২/৮২; হালবাতুল মুজাল্লী ২/৪৫২)
_মাসিক আলকাউসার
_বর্ষ: ১৬, সংখ্যা: ০৮