Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - mominur

Pages: 1 [2] 3
16
Stroke / বিষয় যখন স্ট্রোক
« on: November 20, 2016, 12:19:26 PM »
মস্তিষ্কে রক্ত প্রবাহে সমস্যা দেখা দিলে কিংবা রক্ত প্রবাহ কমে গেলে ‘সেরিব্রো ভাস্কুলার ডিজিজ’ বা স্ট্রোক হয়।
মস্তিষ্কে রক্ত প্রবাহ স্বাভাবিক না থাকলে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সরবরাহ ব্যাহত হয়। ফলে মস্থিষ্কে কোষগুলো মারা যায়। যে কারও যে কোনো বয়সে স্ট্রোক হতে পারে।

সম্প্রতি বিশ্বব্যাংক, আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও ল্যাকসেট নামক গবেষণা সাময়িকীর যৌথ গবেষণায় জানা যায়- স্ট্রোকে মৃত্যু হার বাংলাদেশে সবচাইতে বেশি। তাই স্ট্রোক সম্পর্কে জনগনকে সচেতন করে তুলতে সোচ্চার হয়েছে বাংলাদেশ স্ট্রোক অ্যাসোসিয়েশন।

২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবসে বারডেম জেনারেল হাসপাতালে স্ট্রোক সম্পর্কে একটি সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।

স্ট্রোকের ধরণ

স্ট্রোক তিন ধরনের। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিউরোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ স্ট্রোক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. মেজর জেনারেল কেএম ওমর হাসান।

মাইল্ড স্ট্রোক: ডাক্তারি ভাষায় এর অপর নাম ‘ট্রান্সিয়েন্ট ইশকেমিক অ্যাটাক’। এক্ষেত্রে রোগীর মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে যায়। এ ধরনের স্ট্রোকের লক্ষণ চোখে পড়ে কম এবং সেরেও যায়। তবে এটি পরবর্তী সময়ে স্ট্রোকের সম্ভাবনাকে জোরদার করে। তাই একে বড় স্ট্রোকের পূর্বাভাস হিসেবে গণ্য করা হয়।

ইশকেমিক স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালীতে এই স্ট্রোক হয়। এক্ষেত্রে মস্তিষ্কের ও শরীরের অন্যান্য স্থানের রক্তনালীতে রক্ত জমাট বাঁধে। পরে তা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়। ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহে বাঁধা সৃষ্টি হয়। এই জমাট বাঁধা রক্ত মস্তিষ্কের রক্তনালীতে জমা হলেও ইশকেমিক স্ট্রোক হয়। অন্তত ৬০ শতাংশ স্ট্রোকই হয় ইশকেমিক স্ট্রোক।

হেমোরেজিক স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয়। পাশাপাশি ছেঁড়া রক্তনালী থেকে বের হওয়া রক্ত মস্তিষ্কের অন্যান্য কোষগুলোর মারাত্বক ক্ষতি করে। এর প্রধান কারণ উচ্চ রক্তচাপ ও ব্রেইন অ্যানুরিজম। রক্তনালী দূর্বল বা পাতলা হয়ে যাওয়াকে অ্যানুরিজম বলে।

স্ট্রোকের কারণ

ডা. কেএম ওমর হাসান বলেন, “রক্তনালীর ভেতরের অংশে কোলেস্টেরল, চর্বি, ক্যালসিয়াম ইত্যাদি জমে রক্ত চলাচলের সরু বা বন্ধ হয়ে গেলে এবং রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে গেলে মস্তিষ্কের যে কোনো অংশে রক্ত সরবরাহ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। রক্তনালী ছিঁড়ে গিলে মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে। এটাই স্ট্রোকের প্রধান কারণ। পাশাপাশি উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়বেটিস ও স্থূলতা স্ট্রোকের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।”

স্ট্রোক প্রতিরোধে করণীয়

কিছু ভালো অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিতে পারে।

* ধূমপান ত্যাগ করা। * নিয়মিত হালকা ব্যায়াম করা। * অলস জীবনযাপন না করা। * মাদক ও মদ্যপান থেকে বিরত থাকা। * অধিক চর্বি ও কোলেস্টোরলযুক্ত খাবার কম খাওয়া। * খাবারে লবণ কম খাওয়া। * খাবারে শাকসবজির পরিমাণ বাড়ানো। * মাংস কম খাওয়া, মাছ বেশি খাওয়া।
(Collected from bdnews24.com)

17
ওজন কমানো মানে শুধু শুকিয়ে যাওয়া নয়। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সুস্থ থাকাও অত্যন্ত জরুরি। অনেকেই ওজন কমানোর চিন্তায় কিছু খাবার বাদ দিয়ে দেন। ফলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে ওজন কমানোর জন্য যতটুকু কসরত করছেন তা কতটা সফল সেই বিষয়গুলো তুলে ধরা হয়।

ঠিক কতটুকু ওজন কমানো উচিত: উচ্চতা অনুযায়ী কতটুকু ওজন আদর্শ সেই সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ প্রয়োজনের অতিরিক্ত ওজন কমিয়ে অসুস্থ হওয়ার কোনো মানে হয় না।

দৈনন্দিন ক্যালরির চাহিদা কতটুকু: শরীরে জমে থাকা বাড়তি ওজন ঝেরে ফেলার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। আর এক্ষেত্রে প্রতিদিন নিয়ম মাফিক খাবার খাওয়ার পাশাপাশি ব্যায়াম করাও জরুরি। তবে শরীরের শক্তি সঞ্চারের জন্য ক্যালোরি সমৃদ্ধ খাবার খাওয়াও দরকার।

শরীরের চাহিদানুযায়ী খাওয়া: ওজন কমাতে চাইলে বেশ কিছু প্রিয় খাবার এড়িয়ে চলতে হবে। তবে না খেয়ে থাকলে চলবে না। ওজন কমাতে শরীরের যতটুকু জরুরি ঠিক ততটুকু খাবার খাওয়া উচিত। কারণ না খেয়ে থাকলে বা কম খেলে ক্ষুদার অনুভূতি রয়ে যায়। ফলে বেশি খাবার খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যতটুকু দরকার ততটুকু স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেন ক্ষুদার অনুভূতি জমে না থাকে।

সুষম খাবার খাওয়া: ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলেও সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা শরীরে থাকেই। তাই প্রতিদিন খাদ্যতালিকায় সব ধরনের পুষ্টি উপাদান যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহজাতীয় খাবার সবই খাদ্যতালিকায় থাকা জরুরি।

পানীয় পান: ওজন কমানোর যাত্রায় প্রচুর পরিমাণ পানি পান করতে হয়। তবে অতিরিক্ত হলে চলবে না। সেক্ষেত্রে পানির পাশাপাশি ওজন কমাতে সহায়ক পানীয় পান করাও বেশি উপকারী। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কখনও পানীয় তৈরিতে চিনি ব্যবহার করা চলবে না।

ওজন কমাতে কি রেস্তোরাঁ বাদ দিয়েছেন: ওজন কমানোর যাত্রা বেশ কঠিন। তাই বলে সব কিছু থেকে নিজেকে দূরে রাখলে ওই সফর খুব একটা দীর্ঘ নাও হতে পারে। এ কারণে মাঝে মধ্যে যদি মনের শখ পূরণ করতে রেস্টুরেন্টে খেতে যান তাহলে দোষের কিছু নেই। তবে পরে ব্যায়াম করে ওই বাড়তি ক্যালরি ঝেড়ে ফেলতে হবে।

কেমন অনুভব করছেন: ওজন কমানোর এই সময়গুলো আপনার মানসিক অবস্থা কেমন তা অনেক ক্ষেত্রেই ডায়েট কন্ট্রোলের স্বার্থকতা বিচার করতে সহায়ক। যদি সব সময় আলস্য কাজ করে বা মেজাজ খিটখিটে হয়ে থাকে তাহলে বুঝতে হবে ডায়েট কন্ট্রোলের প্রক্রিয়ায় কোথাও ভুল আছে। সব সময় ক্ষুদা অনুভব করাও ভালো লক্ষণ নয়। এমন দিকগুলো নজরে পরলে এই প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।

ব্যায়াম কী করছেন!: শুধু কম খেলেই চলবে না, ওজন কমাতে ব্যায়াম করাও জরুরি। নিয়মিত হাঁটা বা সাইকেল চালানো বেশ উপকারী। সম্ভব হলে ঘরে হালকা ব্যায়ামও করা যেতে পারে সময় হিসেবে। তবে যে কোনো ব্যায়ামের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

18
ভারতের বাজারে অ্যান্ড্রয়েড শক্তিসম্পন্ন কয়েকটি টিভি ছেড়েছে জাপানের ইলেকট্রনিক্স কোম্পানি সনি। এ বিষয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, বিশ্বের সবচেয়ে চিকন ফোরকে লেড ফরমেটের টিভিসহ পাঁচটি টিভি ভারতের বাজারে উন্মুক্ত করেছে সনি। যারমধ্যে ফোরকে লেড ফরমেটের টিভিটি হবে স্মার্টফোনের চেয়েও চিকন।

প্রতিষ্ঠানের দাবি ৪.৯ মিমি. পুরুত্বের এই টিভি আইফোন ৬ এবং সনি এক্সপেরিয়া জেডথ্রি’র চেয়েও চিকন।

তথ্য মতে, গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত টিভিগুলোর প্যানেল সাইজ ৪৩ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত। যেগুলোর বেজে রয়েছে ব্রেভিয়া ইউএক্স ইউজার ইন্টারফেস।

ব্যবহারকারীরা এই টিভিকে অ্যান্ড্রয়েড প্লে স্টোরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করতে পারবে। এছাড়া ভয়েস কমান্ড সাপোর্ট সুবিধা থাকায় ওয়েবে সার্চিং করতে পারবে।

নতুন এই টিভিগুলো সম্পর্কে আরো বলা হয়েছে যে ‘সিরিয়াল এবিতাক’ এর মতো অন্যন ফিচার রয়েছে এতে। যার মাধ্যমে ভারতীয়রা মূলত যারা টিভি সিরয়াল পছন্দ করে তারা এই ফিচারের মাধ্যমে তা উপভোগের সুযোগ পাবে।

ভারতে অ্যান্ড্রয়েড ক্ষমতাসম্পন্ন টিভিগুলো ছাড়ার পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড ক্রেজি ওয়ার্ল্ডে ৯০ শতাংশের বেশি ভারতীয় গ্রাহক তাদের মোবাইল ফোন অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ব্যবহার করে থাকে।

উন্মুক্ত টিভিগুলো ভারতে সনির সব সেন্টারসহ প্রধান প্রধান বিপণিকেন্দ্রগুলোতে পাওয়া যাবে।

19
ঘুমকাতুরেরা এখন চাইলেও সকালে বেশি সময় ধরে ঘুমাতে পারবেন না। ঠিক সময়ে ঘুম থেকে উঠানোর জন্য বিশেষ এক বিছানা উদ্ভাবন করেছেন ব্রিটিশ উদ্ভাবক কলিন ফার্জ, যা নির্দিষ্ট সময় পার হলে নিজে থেকেই ছুড়ে ফেলে দেবে ঘুমন্ত ব্যক্তিকে!

ফার্জের নতুন এই উদ্ভাবন হচ্ছে স্টিলের কাঠামোতে বানানো একটি বিছানা। এয়ার কমপ্রেসার রাখা হয়েছে বিছানার নিচে। আছে দূর থেকে নিয়ন্ত্রণ করার জন্য পুশ বাটন। সঙ্গে আছে পুলিশের গাড়ির মতো নীল বাতি। ঘুমিয়ে পরার পর নির্দিষ্ট সময় শেষে প্রথমে বিছানার নীল বাতিটি জ্বলে উঠবে। তারপরও যদি ঘুমন্ত ব্যাক্তি না জাগেন, তবে বিছানাটি নিজেই তাকে ছুড়ে ফেলে দেবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট সিনেট জানিয়েছে, কলিন ফার্জ বরাবরই ইউটিউবে মজার মজার উদ্ভাবনী ভিডিও আপলোড করে থাকেন। ২০১৪ সালে জনপ্রিয় এক্স-মেন ‘উলভারিন’ থেকে অণুপ্রাণিত হয়ে তিনি তৈরি করেন ‘উলভারিন ক্ল’। কমিক্সের উলভারিনের মতো শরীরে অ্যাডাম্যানটিয়াম প্রবেশ না করিয়েই দিব্যি ব্যবহার করা যেত ওই ফার্জের ‘উলভারিন ক্ল’।

সিনেট জানিয়েছে, ব্রিটিশ চা ও কফি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেইলরস অফ হ্যারোগেইটের এক ‘চ্যালেঞ্জ’-এর কারণে ফার্জ এমন বিশেষ বিছানা তৈরি করে বসেছেন।

20
Collected from facebook post of Ahsan Habib Saurav (Student of Textile Engineering Dept.)-
প্রেরণা্মূলক উক্তিগুলো আমার দেখা সেরা-

নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।* নেপোলিওন হিল

সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।* ব্রায়ান ট্রেসি

সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হল আপনি যা চান তা পাওয়া। *ডেল কার্নেগি

সাফল্যের জন্য প্রতিবন্ধকতার দরকার আছে কারণ গুরুত্বপূর্ণ ক্যারিয়ার হিসেবে সেলসে আপনি তখনি বিজয় পাবেন যখন আপনি প্রচুর পরিশ্রম ও অসংখ্য পরাজয় সহ্য করতে পারবেন। *অগ মান্ডিনো

আপনি নতুন কোন কাজ নিলেন কিনা তার উপর একটি সত্যিকারের সিদ্ধান্ত নির্ভর করে। যদি কোন কাজের সম্পর্ক না থাকে, তাহলে আপনি সত্যিকার অর্থে সিদ্ধান্ত নিতে সক্ষম হননি। *টনি রবিনস

যদি আপনি আপনার রাগ সংবরণ করতে না পারেন, তাহলে আপনি আক্রমণে আক্রান্ত হবার সম্ভাবনা আছে এমন একটি দেয়ালবিহীন শহরের মতই অসহায়। *দা বুক অফ প্রভার্বস

সাধারণ মানুষ কথা বলে। ভাল মানুষ ব্যাখ্যা করে। উত্তম মানুষ কাজ করে দেখায়। মহৎ মানুষ অন্যদেরকে কাজের ব্যাপারে অনুপ্রেরণা যোগায়। * হার্ভি ম্যাকে

স্বাধীনতা, অগ্রাধিকার, বিকল্প – এগুলো সবসময় যাচাই করে নিতে হয় এমনকি যদি এগুলো অসুবিধা সৃষ্টি করে তবুও। *জ্যাক ভ্যান্স

নিজের দেহের যত্ন নিন। এই দেহ নিয়েই আপনাকে বাঁচতে হবে। *জিম রন

যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া পূরণে সাহায্য করেন তবেই আপনি জীবনে আপনার নিজের চাওয়াও পূরণ করতে সক্ষম হবেন। *জিগ জিগলার

আমি ততবারই সফল হই যতবার আমি ব্যর্থ হই এবং তারপরও চেষ্টা চালিয়ে যাই। *টম হপকিন্স

নিজের থেকেও বড় কিছু সৃষ্টি করার সব রকম সামর্থ্যই আপনার মাঝে রয়েছে। *সেথ গডিন

21
খাবার কত দামি হতে পারে? ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার না হয় লাখ টাকা! কিন্তু এক খাবারেই ২৭ লাখ! হুম, সত্যি বলছি। পৃথিবীতে এত দামি খাবারও রয়েছে। আরও মজার ব্যাপার, এ খাবারটি একটি মাছের ডিম।

আর সেই ডিমের দাম কত জানো? ৩৪ হাজার ৫শ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা!

এরইমধ্যে খাবারটার নাম উঠে গেছে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসেও।

বিশ্বের সবচেয়ে দামি খাবার হিসেবে স্বীকৃত এ মাছের ডিমের নাম আলমাস। এটা এক ধরনের ক্যাভিয়ার, যা বেলুগা স্টার্জন মাছের ডিম।

ইরানের বেলুগা স্টার্জন মাছ এমনিতেই খুব দুষ্প্রাপ্য। আর আলবিনো আলমাস নামক বেলুগা আরো বেশি দুষ্প্রাপ্য। তাও আবার যেনতেন আলবিনো আলমাস নয়, মাছটার বয়স হতে হয় ৬০-১০০ বছর। তাই এই মাছের ডিম প্রতি কেজি বিক্রি হয় প্রায় ৩৪ হাজার ৫শ ডলারে, কখনো এরচেয়েও বেশি মূল্যে।

22
Textile Engineering / Classification of technical textiles
« on: May 30, 2015, 12:51:04 PM »
(a)Agrotech (Agro-textiles)                                                 
Textiles used in Agriculture are termed as agro textiles. They are used for crop protection, fertilization; the essential properties required are strength, elongation, stiffness, and bio-degradation, resistance to sunlight and resistance to toxic environment.
(b)Buildtech (Construction Textiles)
Textiles used in construction - concrete reinforcement, foundation systems, interior construction, insulations, proofing materials, air conditioning, noise prevention, visual protection, protection against the sun, building safety.
An interesting and astethic appealing application is the use of textile membranes for roof construction. This area is also referred to as textile architecture. PVC coated high tenacity PES, teflon coated glass fibre fabrics or silicone coated PES are used for their low creep properties.
(c)Clothtech (Clothing Textiles)
Technical textiles for clothing applications especially in the finishing process where fabric is treated under pressure and high temperature the technical textile supports the fabric for smooth processing.
(d)Geotech (Geo-textiles)
These are used in reinforcement of embankments or in constructional work. The fabrics in geo textiles are permeable fabrics and are used with soils having ability to separate, filter, protect or drain. Mostly nonwoven and woven fabrics are used in it. Synthetic fibers like glass, polypropylene and acrylic fibers are used to prevent cracking of the concrete, plastic and other building materials. Polypropylene and polyester are used in geo textiles and dry/liquid filtration due to their compatibility.
(e)Hometech (Domestic Textiles)
Textiles used in a domestic environment - interior decoration and furniture, carpeting, protection against the sun, cushion materials, fireproofing, floor and wall coverings, textile reinforced structures/fittings.



(f)Indutech (Industrial Textiles)
Textiles used for chemical and electrical applications and textiles related to mechanical engineering. Silk-screen printing, filtration, plasma screens, propulsion technology, lifting/conveying equipment, sound-proofing elements, melting processes, roller covers, grinding technology, insulations, seals, fuel cell.
(g)Mobiltech (Textiles used in transport)
These textiles are used in the construction of automobiles, railways, ships, aircraft and spacecraft. Examples are Truck covers (PVC coated PES fabrics), car trunk coverings (often needle felts), seat covers (knitted materials), seat belts, non-wovens for cabin air filtration (also covered in indutech), airbags, parachutes, boats (inflatable), air balloons.
(h)Oekotech or Ecotech (Environmentally friendly textiles)
New applications for textiles in environmental protection applications - floor sealing, erosion protection, air cleaning, prevention of water pollution, water cleaning, waste treatment/recycling, depositing area construction, product extraction, domestic water sewerage plants.
(i)Packtech (Packaging textiles)
Packaging, silos, containers, bags, canvas covers, marquee tents.
(j)Protech (Protective textiles)
Protection against heat, flame and radiation for fire fighter clothing, against molten metals for welders, for bulletproof jackets etc., all these things are obtained by usage of technical textiles with high performance fibers. In bulletproof jackets, special fiber aramid are used which have high tenacity, high thermal resistance and low shrinkage. Glass fiber is also used in fireproof jackets due to its high strength, chemical and flame resistance. Protective clothing is also used by the astronauts when they go in space.
(k)Sporttech (Sports textiles)
Shoes, sports equipment, flying and sailing sports, climbing, angling, cycling, winter and summer sports, indoor sports wear.

23
Textile Engineering / 3 D Body Scanning Technology
« on: May 30, 2015, 12:44:46 PM »
Three-dimensional body scanners capture the outside surface of the human body by using either an optical technique in combination with light-sensitive devices, or low-power radio signals (millimeter wave or microwave) (Intellifit,2007). Generally, the scan can be taken without physical contact with the body. Body-scanning systems consist of one or more light sources, one or more vision or capturing devices, software, a computer system, and a monitor screen in order to visualize the data capture process. The primary types of body-scanning systems are laser, light and microwave. Surface tracing systems also exist; however, these are not currently used for capturing the shape of human bodies. Table 5.1 lists scanners by the type of technology used to capture the image. In the optical systems, an object is first illuminated by the mechanical motion of one or more light sources, either white, infrared, or laser. Second, charged-coupled device (CCD) cameras detect and scan the reflected patterns off the object. Third, the displacement of the structured light pattern is used to calculate the distance from the subject to the CCD camera. Finally, software inverts the distance data to produce a 3D representation. According to Kaufmann (1997), during the software inversion, a certain amount of redundancy is important to overcome shadowing of arms and ears. In the radio- (or micro-) wave system, very low level sound waves are bounced off an object to identify the object’s location in space. The data collected become an electronic cloud of points that emulates the shape of the object. Software allows the extraction of measurements from the point cloud of the object.

24
Textile science, events, trade and issues / Cotton import forbidden
« on: March 07, 2012, 12:07:51 PM »
Does this decision affect our Textile sector vastly?

25
Textile science, events, trade and issues / Training for employment
« on: March 07, 2012, 11:59:44 AM »
Good initiative by government which will provide us skilled work force for our RMG sector.

26
Textile science, events, trade and issues / Air-Conditioned apparel
« on: January 30, 2012, 02:03:23 PM »
Here is an attached file having the information of air-conditioned apparel.

27
মাহমুদ আহমেদিনেজাদ। ইরানের প্রেসিডেন্ট। আধুনিক বিশ্বের সবচাইতে ক্ষমতাশীল প্রেসিডেন্টদের একজন। তার বাবা একজন সামান্য কামার। সৎ,সাহসী,পরিশ্রমী,দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই আহমেদিনেজাদ আজ সমাদৃত। পেশায় তিনি ছিলেন একজন পি এস ডি ধারী তুখোড় সিভিল ইঞ্জিনিয়ার। তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক, ছিলেন তেহরানের মেয়র এবং ইরানের রেভলুশনারি গার্ড এর প্রধান। ১৯৭৯ সালে ইরানের যে হাজার হাজার ছাত্র আমেরিকান দূতাবাস আক্রমণ করে ৫৩ জন কূটনীতিক কে বন্দী করে আহমেদিনেজাদ ছিলেন তাদের মধ্যে একজন। তার জীবনযাপন ও চলাফেরার মধ্যে আমরা খুঁজে পাই আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত পথের স্পষ্ট ছাপ। একটি উন্নত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি যে সৎ জীবন যাপন করেন সেটা থেকে আমাদের নেতাকর্মীরা অনেক কিছু শিখতে পারে। তার সেই বিচিত্র জীবনের কিছু চিত্র নিচে তুলে ধরার চেষ্টা করব.........।।

(১) জ্ঞান,বিজ্ঞান,শিক্ষা,প্রযুক্তি,শিল্প-সংস্কৃতি,গবেষণা,অর্থনীতি সব দিক থেকে ইরান আজ বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নিজের স্থান করে নিয়েছে। দেশের উন্নয়নে তার দূরদর্শী চিন্তাভাবনা ইরানকে আজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

(২) অথচ আপনি ভাবলে অবাক হবেন ,এই ক্ষমতাশালী লোকটি একসময় তেহরানের মেয়র থাকাকালে নিজ হাতে রাস্তায় ঝাড়ু দিতেন।

(৩)আপনি ভাবলে অবাক হবেন, এই লোকটি আজো দুই রুমের একটা ছোট্ট বাড়িতে থাকেন।তার বাসায় দুই একটা কাঠের চেয়ার ছাড়া আরা কোন আসবাবপত্র নেই।

(৪) আপনি ভাবলে অবাক হবেন, এই লোকটি আজো ঘরের ফ্লোরে একটা পুরনো কার্পেটের উপর বালিশ বিছিয়ে তারপর ঘুমান। তার বাসায় কোন শোয়ার খাট নেই।

(৫)আপনি ভাবলে অবাক হবেন, এই লোকটি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার ছেলে মাহাদির বিয়েতে মাত্র ৪৫ জন অতিথিকে(২৫ জন নারী এবং ২০ জন পুরুষ)নিমন্ত্রন করেন। তাকে যখন NBC নিউজ চ্যানেলের সাংবাদিক এর কারন জিজ্ঞাসা করেন তখন তিনি অত্যন্ত হাসিমুখে বিনয়ের সাথে বলেন, এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেওয়ার সামর্থ্য আমার নেই। ভাবুন, পৃথিবীর একটা উন্নত দেশের প্রেসিডেন্ট বলছে এই কথা। তাও সেই বিয়েতে কোন ভোজের ব্যাবস্থা ছিলনা। প্রত্যেক অতিথি কে একটি কমলা,একটি কলা,একটি আপেল আর ছোট্ট এক টুকরো কেক দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।

(৬) আপনি ভাবলে অবাক হবেন, এই লোকটি সবার আগে সকাল ৭ টায় অফিসে যান।

(৭) আপনি ভাবলে অবাক হবেন, এই লোকটি আজো সকালে বেরিয়ে যাওয়ার সময় নিজের স্ত্রীর হাতের বানানো সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের খাবার একটা ছোট্ট কালো ব্যাগে করে সাথে নিয়ে যান। অফিসের কার্পেটের ফ্লোরে বসে তৃপ্তির সাথে সবার সামনে তিনি তার খাবার খান।

(৮) দিনের একটা উল্লেখযোগ্য সময় তিনি বাসার দারোয়ান, পথচারী ও সাধারন মানুষের সাথে কথা বলে তাদের সুখ দুঃখ শেয়ার করেন।

(৯)তিনি যখনি কোন মন্ত্রীকে তার অফিসে ডাকেন তাকে একটা মন্ত্রণালয় চালানোর একটা দিকনির্দেশনা দিয়ে দেন। পাশাপাশি তিনি তাদের বলে দেন,রাস্ট্রের পক্ষ থেকে তাদের ব্যাক্তিগত হিসাব নিকাশ ও তাদের নিকট আত্নীয় স্বজনের কার্যকলাপ কঠিনভাবে মনিটর করা হচ্ছে।

(১০)ভাবতে অবাক লাগে তার ব্যাক্তিগত সম্পত্তি বলতে তেহরানের বস্তিতে অবস্থিত ছোট্ট একটি বাড়ি,যা ৪০ বছর আগে তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। বাড়িটির নাম Peugeot 504. আপনি শুনলে অবাক হবেন তার ব্যাংক একাউন্টে বেতনের জমানো কিছু টাকা ছাড়া আর কিছু নেই। তেহরান ইউনিভার্সিটি তে তার বেতন মাত্র ২৫০ ইউ এস ডলার।

(11) আপনি শুনলে অবাক হবেন, তিনি রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র থেকে কোন টাকা নেন না। তিনি ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বেতনের টাকা দিয়ে চলেন।BBC সাংবাদিক তাকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “সব সম্পত্তি হল রাষ্ট্রের আর তার কাজ হল সেগুলো পাহারা দেওয়া”।

(১২)আপনি শুনলে অবাক হবেন, এই লোকটি এত বেশি পরিশ্রম করেন যে,তিনি সারাদিন ৩ ঘণ্টার বেশি ঘুমানোর সময় পান না। তিনি প্রতিদিন সকাল ৫ টায় ফযরের নামায পড়ে কাজ শুরু করেন আর রাত ২ টায় ব্যাক্তিগত স্টাডি ও এশার নামায পড়ে ঘুমাতে যান।

(১৩)আপনি শুনলে অবাক হবেন, এই লোকটি কখনও নামায বাদ দেন না। নামাযের সময় হলে রাস্তায় ছোট্ট কাপড় বিছিয়ে নামায আদায় করেন। রাষ্ট্রীয় সব বড় বড় নামাযের জামাতে তিনি সব সময় পিছনের সারিতে সাধারন মানুষের সাথে বসতে ভালবাসেন।

আমরা আজ কোথায় আছি? আহমেদিনেজাদ একজন কামারের ছেলে হয়ে সে যদি এত সততা ও দক্ষতার সাথে দেশ চালাতে পারে তাহলে আমাদের নেতা-নেত্রীরা পারেনা কেন? ইসলামের শিক্ষা তাকে একজন মহান ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলেছে। আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারি। গণতান্ত্রিক সমাজে সেটা হতেই পারে। কিন্তু ইসলামের শিক্ষাকে ধারন এবং ব্যাক্তিগত,সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে এক প্লাটফর্মে আসতে হবে। ইসলাম কখনো প্রগতির পথে অন্তরায় নয়। ইসলাম আধুনিকতা ও প্রগতির নামে উগ্রতার বিপক্ষে। তার প্রমাণ ইরান। ইরানে মোট ২০০০০ হাজার পারমাণবিক বিজ্ঞানী আছে কিন্তু তার মধ্যে ৭০০০ হাজার পারমানবিক বিজ্ঞানী মহিলা। আপনারা সবাই জানেন, নিউক্লিয়ার সাইন্স হচ্ছে বিজ্ঞানের সবচাইতে কঠিন শাখা। ইরানের প্রত্যেকেটি ছবি বলিউডকে পিছনে ফেলে হলিউডের সাথে টেক্কা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি ইরানি ছবি অস্কার পাওয়ার য্যেগ্য। শুধুমাত্র মুসলিম বলে তাদের অস্কার দেওয়া হয়না। কোন মুসলিম দেশ কখনও মহাশূন্যে Satellite স্থাপন করবে সেটা কখনও কেউ ভাবতেই পারেনি। অথচ, ইরান একমাত্র মুসলিম দেশ যে মহাশূন্যে Satellite স্থাপন করেছে। আমেরিকার মত সেও এখন স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীকে দেখে। সম্প্রতি ইরান আবিষ্কার করেছে অত্যাধুনিক ড্রোন বিমান যা সকলের ধারনা শক্তির অনেক বাইরে ছিল। ইরানে শিক্ষার হার ৮৫%। ইরান এখন পৃথিবীর এক বৃহৎ অর্থনীতি। আমেরিকার ক্যালিফোনিয়া ভার্সিটির অর্থনীতির এক অধ্যাপক অধ্যাপক সম্প্রতি বলেছেন, “ইরানের উপর পাশ্চাত্যের অবরোধ না থাকলে ইরান আগামী ১০ বছরে ইউরোপকে ফেলে দেবে”। ইরান এখন বিশ্বের ২য় বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ। ইরান আবিষ্কার করেছে বিশ্বের সব চাইতে বিপদজনক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। উদ্ভাবন করেছে সব অত্যাধুনিক মিসাইল। পারমাণবিক শক্তি দিয়ে এখন পর্যন্ত প্রায় ২০০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে তারা। সামনে আরও আসছে। অনেক পাশ্চাত্যের বিজ্ঞানীরা মনে করেন ইরান এখন পারমানবিক বোমা বানানোর শেষ ধারপ্রান্তে । দুর্নীতি, স্বজনপ্রীতি, মদ, গাজা, ধর্ষন সেখানে রাষ্ট্রীয়ভাবে নিষিধ্ব। তারা খাদ্য ও কৃষিতে এতটাই স্বয়ংসম্পূর্ণ যে তারা প্রচুর পরিমান খাদ্যশস্য ইউরোপে রপ্তানি করে।ইরানের উন্নতির আরও অনেক উদাহরন দেওয়া যায়। তাহলে বলুন, ইসলাম কি তাদের উন্নতির পথে অন্তরায় হয়েছে? ইসলামের বিরুদ্দে পাশ্চাত্যের অপপ্রচারে কান দিলে চলবে না। আমরা স্বাধীন স্বকীয় জাতি। আমরা মুসলিমরা কেন আমাদের মুসলিম বলে পরিচয় দিতে লজ্জা পাব? আমাদের মনে রাখা উচিত,আমাদের মুসলিম বিজ্ঞানীরাই পদার্থ ও রসায়ন বিজ্ঞানকে আবিষ্কার করেছে। মিশরের মধ্যে যখন রাস্তায় ইলেকট্রিক বাতি জ্বলছে তখন আমেরেকার মানুষ পাথর ঘষে ঘষে আগুন জ্বালাচ্ছে। স্বয়ং আমেরিকার ইতিহাসে এটা লেখা আছে। কিন্তু ভেবে দেখুন,আজ মিশর কোথায় আর আমেরিকা কোথায়? মুসলিমরা আজ ধর্ম থেকে দূরে গিয়ে জ্ঞান ও বিজ্ঞান চর্চা থেকে দূরে চলে গিয়েছে। তারা আজ ভোগ বিলাস ,নারী আর পার্থিব সুখের পিছনে ছুটছে। তারা আজ ঐক্য হারিয়ে ফেলেছে। তারা কাফেরদের প্ররোচনায় নিজ ভাইদের মারছে। তাই আজ পুরো পৃথিবীতে তারা মারাত্নক suffer করছে। তাদেরকে আল্লাহ এবং রাসুলের দেখানো পথে ফিরে আসতে হবে। তাদের সকল অন্যায় ও জুলুমের বিরুদ্বে এক হতে হবে। আমরা যে যেই দলই সাপোর্ট করিনা কেন ,আমাদের মধ্যে ইসলামকে কঠিনভাবে ধারন করতে হবে। শুধুমাত্র ইসলামকে ধারন করেই আমরা মুক্তির আলোর দেখা পেতে পারি।
The Man I like Most................He is a great one .Every body should follow him..........


28
ভাইরাসজনিত সমস্যায় দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল (আইয়াদ সৈয়দ)  শিশুটির যকৃৎ। একপর্যায়ে তা প্রায় অকেজো হয়ে যায়। এ সময় চিকিৎসকেরা একজন দাতার কাছ থেকে যকৃতের কোষ এনে শিশুটির দেহে স্থাপন করলেন। এতে সজীব হয়ে উঠতে লাগল শিশুটির প্রায় অকেজো যকৃৎ।
এভাবে চিকিৎসাসেবা দিয়ে একটি শিশুকে সুস্থ করে তোলার কথা দাবি করেছেন লন্ডনের কিংস কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সেরে ওঠা আট মাস বয়সী শিশুর নাম আইয়াদ সৈয়দ। চিকিৎসকদের দাবি, বিশ্বে এ ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কোনো শিশুকে সুস্থ করে তোলার ঘটনা এটাই প্রথম। ছয় মাস আগে ভাইরাসের সংক্রমণে শিশুটির যকৃতের কাজ বন্ধ হয়ে সে মরতে বসেছিল।
এ ক্ষেত্রে চিকিৎসকেরা যকৃৎ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা না করে একজন দাতার কাছ থেকে যকৃতের প্রয়োজনীয় কোষ আহরণ করেন। পরে তা শিশুটির দেহে স্থাপন করেন তাঁরা। এসব কোষ বিশেষ প্রক্রিয়ায় বিষাক্ত উপাদান থেকে প্রয়োজনীয় আমিষ তৈরি করে। পরে তা যকৃতের কাজ অস্থায়ীভাবে বুঝে নেয়। কোষগুলোর কাজ যাতে ব্যাহত না হয়, এ জন্য শৈবাল থেকে আহরিত এক ধরনের রাসায়নিক উপাদানে আবৃত করা হয়েছে এসব। কোষগুলো এভাবে দুই সপ্তাহ ধরে দায়িত্ব পালন করার পর শিশুটির নিজের যকৃৎ সেরে উঠতে শুরু করে।
কিংস কলেজ হাসপাতালের যকৃৎ বিশেষজ্ঞ অনিল ধাওয়ান বলেন, এ ঘটনায় হাসপাতালের পুরো দল উল্লসিত। তিনি বলেন, ‘যকৃত কাজ করতে অক্ষম—এমন শিশুর ক্ষেত্রে এ ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ ও সাফল্যের ঘটনা এটাই প্রথম। মাত্র কয়েক মাস আগে শিশুটিকে যখন প্রথম দেখি, সে এত অসুস্থ ছিল যে ডায়ালিসিস ও শ্বাসযন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। আমরা মনে করি, শিশুটিকে বেঁচে থাকার আরেকটি সুযোগ এনে দিতে পেরেছি। তার যকৃৎ এখন প্রায় স্বাভাবিকভাবে কাজ করছে।’
শিশু আইয়াদ সৈয়দের বাবা জাহাঙ্গীর তাঁর সন্তানের সুস্থ হয়ে ওঠার ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করে বলেন, ‘চিকিৎসা নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সে সুস্থ হয়ে উঠতে শুরু করে। তাকে নিয়ে আশান্বিত হই।’ বিবিসি।
http://www.prothom-alo.com/detail/date/2011-11-17/news/201587

29
Textile science, events, trade and issues / THIRD position
« on: November 04, 2011, 01:36:39 PM »
Bangladesh is now in THIRD position for exporting RMGs all over the world. Pls see the attached file of news published in PROTHOM ALO on November 4,2011.

30
Modal is a cellulose fiber made by spinning reconstituted cellulose, often from beech trees. It is about 50% more hygroscopic (water-absorbent) per unit volume than cotton. It takes dye like cotton and is color-fast when washed in warm water. Modal is a kind of rayon. Textiles made from modal are resistant to shrinkage and fading but prone to stretching and pilling. They are smooth and soft, more so than mercerized cotton. Mineral deposits from hard water do not stick to the fabric surface. Modal fabrics should be washed at lower temperatures and like cotton, are often ironed after washing.

Pages: 1 [2] 3