Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: turin on February 28, 2017, 11:38:02 AM

Title: ৫৫০০ ডিগ্রি তাপমাত্রায় যাচ্ছে নাসা
Post by: turin on February 28, 2017, 11:38:02 AM

                                                                           ৫৫০০ ডিগ্রি তাপমাত্রায় যাচ্ছে নাসা

প্রযুক্তি এগিয়েছে অনেক দূর। অভিযান চলছে চাঁদে, মঙ্গলে এমনকি অন্যান্য গ্রহেও। তবে দাউ দাউ করে জ্বলতে থাকা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াসের নক্ষত্র সূর্যে অভিযান, যেন পাগলের প্রলাপ! হ্যাঁ, সেটাই এবার সত্যি প্রমাণ করতে চলেছে নাসা। আগামী বছরেই সূর্যে এয়ারক্রাফট পাঠাচ্ছে নাসা।
নাসার তরফ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালেই প্রথম রোবোটিক স্পেশক্রাফট সূর্যে পাঠাবে তারা। জ্বলন্ত সূর্যের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তার ৬০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবে এই মহাকাশযান। এই অভিযানের নাম দেওয়া হচ্ছে ‘সোলার প্রোব প্লাস মিশন’। পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের কাছে গিয়ে ওই যান জেনে আসবে যে, কেন সূর্যের আবহাওয়া যতটা উত্তপ্ত, সূর্যের তল ততটা নয়।
নাসার গবেষক এরিক ক্রিশ্চান জানিয়েছেন, সূর্যের সারফেসে যাওয়া সম্ভব নয়। তবে এই মহাকাশযান গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আনতে পারবে। তিনি জানান, সূর্যের তাপমাত্রা মাত্র ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস আর তার আবহাওয়া প্রায় ২০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সোলার উইন্ডের গতি কিভাবে এত বেশি হয়, সেটাই জানা প্রয়োজন। উচ্চমাত্রার তাপ ঠেকাতে পারে এমন একটা আবরণ তৈরি করা হয়েছে। যাতে সূর্যের কাছাকাছি যাওয়ার পর ওই তাপ ভিতরের যন্ত্রপাতিতে পৌঁছে সেগুলো নষ্ট করে দিতে না পারে। সূর্যকে ২৪ বার প্রদক্ষিণ করবে ওই যান। প্রত্যেকবার সূর্যের দিকে একটু একটি করে এগিয়ে যাবে সেটি।
source:http://www.bd24live.com/bangla/article/121365/index.html
Title: Re: ৫৫০০ ডিগ্রি তাপমাত্রায় যাচ্ছে নাসা
Post by: Saba Fatema on March 13, 2017, 03:47:05 PM
Interesting post.