Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: 710001658 on June 04, 2018, 09:32:19 AM

Title: সিগারেট খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়
Post by: 710001658 on June 04, 2018, 09:32:19 AM
(https://www.manobkantha.com/wp-content/uploads/2018/06/e9yy9bwv.jpg)

তামাকের পাতা হোক বা ধোঁয়া এমনই এক জিনিস যার এক বিন্দু গুণ নেই। যা আছে সবই অত্যন্ত ক্ষতিকর আর বিষাক্ত। কিন্তু বেশির ভাগ মানুষই ‘জেনে শুনে বিষ পান’ করেন। সিগারেটের ধোঁয়ার প্রভাবে অন্য অসুখ-বিসুখের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যেতে শুরু করে।

নিকোটিন ছাড়াও সিগারেটের ধোঁয়ায় থাকা নানা ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে মস্তিষ্কের বাইরের দিকের স্তর কর্টেক্স (এরই আর এক নাম গ্রে ম্যাটার) ক্রমশ ক্ষয়ে যেতে শুরু করে। সম্প্রতি এডেনবার্গ ইউনিভার্সিটি ও ম্যাকগিল ইউনিভার্সিটির একদল গবেষক সমীক্ষা করে এর প্রমাণ পেয়েছেন। গবেষক দলের নেতৃত্বে ছিলেন প্রফেসর ইয়ান ডিয়ারি।

প্রায় সাড়ে পাঁচশ’ ধূমপায়ীর মস্তিষ্কের এমআরআই করে দেখা গেছে, অধূমপায়ীদের তুলনায় এদের গ্রে ম্যাটারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম।

প্রসঙ্গত, সেরিব্রাল কর্টেক্স অর্থাৎ, মস্তিষ্কের বাইরের স্তর মস্তিষ্কের মোট পরিমাণের দুই তৃতীয়াংশ এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। যে ধূমপায়ীদের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে, তাদের গড় বয়স ৭৩ বছর। এদের প্রত্যেকেই দীর্ঘ দিন সিগারেটের নেশায় আসক্ত। আনন্দবাজার।

মানবকণ্ঠ/এসএস