Daffodil International University

Health Tips => Health Tips => Hair Loss / Hair Maintenance => Topic started by: sadique on June 08, 2012, 07:33:56 PM

Title: চুল নিয়ে মজার কিছু তথ্য
Post by: sadique on June 08, 2012, 07:33:56 PM

• গ্রিসে আলেকজেন্ডার দি গ্রেটের সময় লোকেরা আজকের মতোই সোনালি চুল খুব পছন্দ করত। পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই তাদের চুলের গোছাতে পটাশ পানি এবং ভেষজ উপাদান দিয়ে চূলে লালচে সোনালি রঙ আনতো। এই রঙিন চুল ছিল আভিজাত্যের প্রতীক।

• খ্রিস্টপূর্ব ১৫০০ সালের প্রাচীন মিশরে ন্যাড়া মাথা ছিল নারী সৌন্দর্যের প্রতীক। মিসরীয় নারীরা অলংকারের মতই সখ করে স্বর্ণের চিমটা রাখত। এই চিমটা দিয়ে টেনে টেনে প্রতিটি চুল তুলে ফেলতো। এখানেই শেষ নয়। বিশেষ ধরনের কাপড় দিয়ে মাথা ঘষে চকচকে করতে তাদের চেষ্টার অন্ত ছিলনা।
Title: Re: চুল নিয়ে মজার কিছু তথ্য
Post by: shurid_1100 on June 16, 2012, 06:00:27 AM
lol