Daffodil International University

Faculties and Departments => Division of Research => Support Required for Practical Application => Topic started by: shayla.cse on February 22, 2020, 05:05:56 PM

Title: GRE হচ্ছে সেই পরীক্ষা যেটা শুধুমাত্র আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে আবশ্যক(
Post by: shayla.cse on February 22, 2020, 05:05:56 PM
GRE Preparation Guidelines
(On Demand Post)
GRE হচ্ছে সেই পরীক্ষা যেটা শুধুমাত্র আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে আবশ্যক (সামান্য ব্যাতিক্রম ছাড়া) একটা পরীক্ষা। এছাড়া ক্যানাডা'র প্রথম দিকের কিছু ভার্সিটি বর্তমানে জিআরই স্কোর চায়। এছাড়া পৃথিবীর অন্য কোনো দেশেই এটা লাগবে না। জিআরই সম্পূর্ণ আলাদা রকমের একটা পরীক্ষা, আয়েল্ট'স বা টোফেল'র এর চেয়ে; যেখানে পরের দুইটা পরীক্ষা একই রকমের।

জিআরই পরীক্ষায় মুলত দুইটা মডিউল থাকে; কোয়ান্টিটেটিভ (নবম-দশম শ্রেনীর অঙ্ক) ও ভার্বাল (রিডিং কম্প্রিহেনশান ও ফিল ইন দা ব্লাংকস টাইপ)। এছাড়া এনালিটিক্যাল রাইটিং নামে রাইটিং এর আলাদা একটা পার্ট আছে (কম গুরুত্বপূর্ণ); অনেকটা আয়েল্ট'স রাইটিং এর মতই।

Quantitative Preparation
প্রথমত ম্যাথের বেসিক ঠিক করতে Manhattan 1-6 আর Magoosh ভিডিও দেখতে হবে, সাথে সূত্রগুলোর একটা নোট খাতা বানাতে হবে। দুইটাই একে অন্যের পরিপূরক, কোনটাই বাদ দেওয়া উচিত হবেনা। কারো ম্যাথের অবস্থা বেশী খারাপ হলে নবম-দশম শ্রেনীর বই থেকে টপিক ওয়াইজ ভালো ধারণা নিয়ে নিতে পারেন।

এরপর শুরু করতে হবে Manhattan 5lb, জিআরই এর জন্য এই বইয়ের কোন বিকল্প নাই। ধৈর্য্যধরে প্রতিটা চ্যাপ্টার শেষ করতে করতে, প্রতি চ্যাপ্টারের কঠিন ম্যাথ যেগুলো পারেননি সেগুলো মার্ক করে রাখুন পরবর্তীতে রিভাইস এর জন্য।

তারপর Magoosh এর প্রিমিয়াম কোয়েশ্চেনের একটা পিডিএফ পাওয়া যায়, সেটা শেষ করতে হবে। এইটার অংক গুলো অনেক কঠিন এবং টাইম কঞ্জিউমিং, কিন্তু এটা শেষ করলে দেখবেন আপনার মোটামুটি সবটাইপের অঙ্কই শেষ।

সর্বশেষে করতে হবে ETS Official Guide এবং ETS Official Quant বইয়ের প্রতিটা অঙ্ক, বিস্তারিত ব্যাখা সহ। তাহলেই প্রেপ মোটামুটি শেষ।

Verbal Preparation
ভার্বালে ভালো করতে ভালো রিডিং হ্যাবিট থাকার কোন বিকল্প নাই। রিডিং হ্যাবিটের জন্য কিছু ইংরেজি নোভেল পড়ার অভ্যাস করতে পারেন, সাথে দেশী বিদেশী ইংরেজী দৈনিকের এডিটোরিয়াল পার্ট পড়া শুরু করেন। যেমন, The New Yorker, AL Daily, Science Mag.

এরপর লাগবে জিআরই এর জন্য স্পেশাল ভোকাব: ভোকাবুলারির জন্য আমার পছন্দ Word Smart 1 & 2. GRE তে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কষ্ট করে একবার Word Smart শেষ করতে পারলে দেখবেন আপনার অন্য সব লিষ্ট অলমোষ্ট কভার হয়ে গেছে। Word Smart ছাড়া বর্তমানে জিআরই এর জন্য সবচেয়ে ইফেক্টিভ লিস্ট হিসাবে শোনা যাচ্ছে Magoosh 1000 এর নাম।

ভার্বালের মূল প্রিপারেশন হিসাবে যেটা করতে হবে তা হচ্ছে ETS Official Guide এবং ETS Official Verbal বই দুইটার প্রতিটা প্রশ্ন সলভ করতে হবে। প্রথমবার কোন টাইমিং ছাড়া সাথে উত্তরের পিছনের ব্যাখ্যা বিস্তারিত পড়তে হবে। পরে আবার টাইমিংসহ রিভাইস করতে হবে।

এছাড়া বর্তমানে ভার্বালের জন্য Magoosh এর ভালো সুনাম শুনতে পাওয়া যাচ্ছে। RC সলভের জন্য Implicit Paraphrasing নিয়ে ভালো ধারণা রাখতে হবে কারণ বেশিরভাগ সঠিক উত্তরই Paraphrase আকারে হয় (Implicit Paraphrasing নিয়ে ম্যাগুসের আর্টিকেল পাবেন)।

পরীক্ষা
বাংলাদেশে বর্তমানে জিআরই নেয় AAA. পরিক্ষার ফি মোটামুটি ১৮০০০৳ মতো। সপ্তাহে চারদিন, দিনে দুই শিফটের যেকোনো সময় নিজের ইচ্ছেমতো পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষা শুরু থেকে শেষ পুরোটা হয় কম্পিউটারে; কোয়ান্টের রাফ করার জন্য লুজ শীট সরবরাহ করবে। পরীক্ষায় সবমিলিয়ে ৪ ঘন্টার মতো সময় লাগে। পরীক্ষা দিতে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক; ফি পে করার জন্য ডুয়াল কারেন্সি ব্যাংক কার্ড লাগবে।

সোহান (জিআরই/৩১৬ | আয়েল্টস/৭)
ঢাকা'র বাইরে থেকে কোনো কোচিং ছাড়া এভাবেই প্রস্তুতি নিয়ে; থার্ড ইয়ারের শেষের দিকে আমি GRE দিয়েছিলাম। এভাবে শেষ করে আপনিও সহজেই ৩২০ এর মতো স্কোর করতে পারবেন। বানান ভুল মার্জনীয়। ধন্যবাদ সবাইকে।
Copied
Title: Re: GRE হচ্ছে সেই পরীক্ষা যেটা শুধুমাত্র আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে আবশ্যক(
Post by: Atia Sanjida Talukder on February 23, 2020, 11:22:29 AM
Excellent and very much effective. Thank you.
Title: Re: GRE হচ্ছে সেই পরীক্ষা যেটা শুধুমাত্র আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতে আবশ্যক(
Post by: zafrin.eng on February 26, 2020, 05:16:27 PM
Thanks for sharing the post  :)