Daffodil International University

Career Development Centre (CDC) => Entrepreneurial Skills => Career Guidance => Get Finance in your Business => Topic started by: Rasel Prodhania on February 27, 2019, 07:34:39 PM

Title: শুল্ক কমানোর আহ্বান
Post by: Rasel Prodhania on February 27, 2019, 07:34:39 PM
বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় বাণিজ্যে অতিরিক্ত শুল্কারোপ ও শুল্ক ব্যবস্থায় জটিলতায় হতাশা প্রকাশ করেছেন নেপালের ব্যবসায়ীরা। এসব সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন তাঁরা। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর বিষয়ে সম্প্রতি নেপালে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই আহ্বান জানান। ‘নেপাল-বাংলাদেশ বাণিজ্য: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহবিষয়ক মন্ত্রণালয়। সভায় ঝাপা জেলার ধুলাবাড়ির নেপাল-বাংলাদেশ চেম্বার অব ট্রেডার্সের সভাপতি যাদব পৌডেল বলেন, বাংলাদেশে পণ্য পাঠানোর সময় উচ্চ আবগারি শুল্ক আরোপ করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় নথিপত্র চাওয়া হচ্ছে। এসব বাধা দূর করতে হবে। সভায় কার্পেট প্রস্তুতকারক সুনীল তিবদেওয়াল বাংলাদেশে রপ্তানি পণ্য হিসেবে কার্পেটকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্য দেশ থেকে বাংলাদেশ প্রতিবছর প্রচুর কার্পেট আমদানি করে। এই ক্ষেত্রে নেপালি ব্যবসায়ীরা সুযোগ পেলে দেশ লাভবান হবে।

কাঠমান্ডু পোস্ট, কাঠমান্ডু
Title: Re: শুল্ক কমানোর আহ্বান
Post by: Nujhat Anjum on March 04, 2019, 04:29:09 PM
thanks for sharing