Daffodil International University

IT Help Desk => Microsoft IT Academy => Topic started by: Sahadat Hossain on September 19, 2016, 12:32:13 PM

Title: মাইক্রোসফটের অল-ইন-ওয়ান পিসি আসছে অক্টোবরে
Post by: Sahadat Hossain on September 19, 2016, 12:32:13 PM
এ বছরের অক্টোবর মাসে সারফেস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি আনছে মাইক্রোসফট। গত জুলাই মাস থেকেই প্রযুক্তি বিশ্বে মাইক্রোসফটের সারফেস ব্র্যান্ডের অল-ইন-ওয়ান পিসি ঘিরে গুঞ্জন রয়েছে।
এতোদিন কেবল ধারনা করাই যাচ্ছিলো কেমন হবে, কবে আসবে এইসব প্রশ্নের জবাব। তবে গত পরশু মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জেডনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস ব্র্যান্ডের নতুন এই পিসির কোডনাম ‘কার্ডিনাল’। অক্টোবর মাসে এক অনুষ্ঠানে এই পিসি দেখাতে পারে মাইক্রোসফট।

২১ ইঞ্চি, ২৪ ইঞ্চি বা ২৭ ইঞ্চি মাপের একটি কিংবা তিনটি মডেলই বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। তবে নতুন এই পণ্য ঘিরে মাইক্রোসফট এখনো রহস্যই রেখে দিয়েছে।প্রযুক্তি বিশ্লেষকেরা অল-ইন-ওয়ান পিসি নিয়ে পূর্বাভাস দিলেও মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। বিশ্লেষকেরা বলছেন, নতুন পিসির পাশাপাশি আগামী বছরে বাজারে আনার জন্য সারফেস ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করবে মাইক্রোসফট। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ এন্ট্রি লেভেলের সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারও বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি।