Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Badshah Mamun

Pages: 1 [2] 3 4 ... 135
16
Dutch-Bangladesh Aquaculture Collaboration Moves Forward with New Centers of Excellence


FoodTech Bangladesh (FTB) is a six-year, public-private partnership (PPP) aid-to-trade initiative supported by the Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh. Co-implemented by Larive International and LightCastle Partners, along with six private firms and knowledge institutions from Bangladesh and the Netherlands, the program envisions a EUR 6 million investment to drive sustainable and scalable solutions in the Bangladeshi aquaculture sector.

The primary objective of FTB is to enhance the technical performance of the aquaculture sector while fostering Dutch-Bangladesh collaboration. The program will introduce best practices and knowledge transfer through comprehensive training and the establishment of Centers of Excellence (CoEs) across four regions in Bangladesh. These CoEs will demonstrate innovative, sustainable techniques for improving fish breeding and cultivation.

From September 8th to 12th, representatives from FishTech, De Heus, Viqon, Gemini, Larive, and LightCastle Partners gathered in Bangladesh for a consortium visit. The visit commenced with a meeting at the Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh, where the consortium met with Ambassador Irma van Dueren and key embassy officials to discuss progress and future strategies.


During the week-long visit, the consortium toured three key sites in Mymensingh, Cox’s Bazar, and Patuakhali, where CoEs are being developed in collaboration with FishTech and De Heus. The purpose of the site visits was to assess the civil works and technological requirements specific to each fish breed and culture practice. Notably, designs for the CoEs in Mymensingh and Cox’s Bazar were finalized, culminating in a contract signing ceremony.


This visit marks a pivotal step toward the completion of the three new CoEs, complementing ongoing construction in Khulna. The partners will also conduct research and trials on on-farm products such as feed additives, aqua specialties, and antibiotic alternatives while offering technical assistance to fish breeders and farmers through the CoEs.

Co-financed by the Netherlands Embassy in Bangladesh, FTB will significantly improve the technical and commercial performance of over 1,800 local fish breeders and farmers through hands-on training at the CoEs and via online courses. Additionally, the partnership aims to reduce post-harvest losses by improving market connectivity between fish breeders, farmers, and end markets.

Source: https://lightcastlepartners.com/news/dutch-bangladesh-aquaculture/

17
‘স্টার্টআপ নেশন’ হতে হলে আমাদের যা করতে হবে


স্বৈরাচারের ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিতে অনেক ক্ষতি হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের নামে যা হয়েছে, তা দুর্নীতি আর লুটপাট। প্রতিবছর কমপক্ষে ২০ লাখ লোক চাকরির বাজারে ঢুকেছেন। আমরা বসে আছি বেকারত্ব নামের বোমার ওপর।

অর্থনীতির এই ক্রান্তিকালে আমাদের উত্তরণের শক্তিশালী উপায় হতে পারে স্টার্টআপ। প্রযুক্তির সহায়তায় প্রচলিত রীতিনীতি অতিক্রম করে নতুন কিছু করাই স্টার্টআপের বৈশিষ্ট্য। এখানে প্রবৃদ্ধি হয় দ্রুত, ঝুঁকিও বেশি।

বাংলাদেশে স্টার্টআপের ইতিহাস দেড় দশকের। ২০১০ সালে বিকাশ দিয়ে এর যাত্রা শুরু। ১২ থেকে ১৩ বছরে বিনিয়োগ এসেছে ১ বিলিয়ন ডলারের কম। আবার এই বিনিয়োগ সরাসরি দেশের স্টার্টআপে না এসে, একটি বড় অংশ এসেছে বিদেশে তাদের হোল্ডিং কোম্পানিতে। সব মিলিয়ে বাংলাদেশের স্টার্টআপ উন্নয়নের জন্য অনেক কিছু ভাবার অবকাশ আছে। সেগুলো নিয়ে কিছু কথা নিচে দেওয়া হলো।

১. নেশন ব্র্যান্ডিং: বিশ্বের সাধারণ নাগরিকের কাছে বাংলাদেশের তেমন পরিচিতি নেই। যদি থাকেও, সেটা মূলত নেতিবাচক-প্রাকৃতিক দুর্যোগ বা দরিদ্র দেশ। সঙ্গে যোগ হয়েছে বিগত অগণতান্ত্রিক সরকারের তকমা। অবশ্য কয়েক দশক ধরে ড. ইউনূস বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছেন। আমরা এখন ড. ইউনূসকে ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করতে পারি। বিনিয়োগ বা সেবা রপ্তানির ক্ষেত্রে বিনিয়োগকারী বা ক্রেতা প্রথমে ‘দেশ’-এর রেটিং বিবেচনা করে। কোনো কোম্পানি সম্পর্কে বিবেচনা আসে দ্বিতীয় স্তরে।

২. ইনকিউবেশন: একজন উদ্যোক্তার আইডিয়া ব্যবসায় পরিণত করা বিশাল কাজ। আর প্রথম উদ্যোগ হলে তা হয় সম্পূর্ণ অচেনা ও বন্ধুর। তাদের প্রয়োজন হয় অর্থ, জায়গা, তথ্য, মানবসম্পদ ইত্যাদি। প্রয়োজন বুদ্ধি, পরামর্শ, জ্ঞান ও নেটওয়ার্ক। একজন তরুণ ও নবীন উদ্যোক্তার পক্ষে এসব জিনিস জোগাড় করা সম্ভব নয়।

ইনকিউবেশন সেন্টার নবীন উদ্যোক্তাকে হাতেকলমে সহায়তা করে। শিক্ষকেরা বুদ্ধি ও পরামর্শ দেন। ইনকিউবেশন সেন্টারগুলো সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে। এই সেবার বিনিময়ে স্টার্টআপের পক্ষে অর্থ প্রদান করা সম্ভব না হলে শেয়ার দেওয়ারই প্রচলন।

৩. ফান্ড অব ফান্ড: স্টার্টআপরা যেখান থেকে পুঁজি পায়, সেখানে সাধারণত বিনিয়োগকারীকে কোম্পানির শেয়ার দিতে হয়। এই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো অর্থ পায় লিমিটেড পার্টনার থেকে। তাঁরা হতে পারেন কোনো বিত্তশালী ব্যক্তি, সংস্থা, পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, করপোরেট, ব্যাংক, বিমা বা অন্য কোনো ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটি ফান্ড। কিছু ফান্ড সরাসরি স্টার্টআপে বিনিয়োগ না করে অন্য কোনো ভেঞ্চার ফান্ডে বিনিয়োগ করে। এতে তাদের সুবিধা দুটি—ঝুঁকির বিস্তার, দ্বিতীয়ত লিভারেজ, ভেঞ্চার ফান্ড আরও অর্থ জোগাড় করে তার উদ্দেশ্য সাধনে সহায়তা করে।

ভারতে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া বা সিডবি ৫০০০ কোটি রুপির অধিক ফান্ড চালু করেছে, যা এসএমইতে বিনিয়োগকারী ফান্ডদের অর্থায়ন করে, ফান্ড অব ফান্ড হিসেবে। শর্ত থাকে, সেই ফান্ড সিডবির দেওয়া অর্থের সমপরিমাণ বা তারও বেশি জোগাড় করবে এবং তা এসএমইতে বিনিয়োগ করবে। বাংলাদেশে ফান্ড অব ফান্ড নেই, তাই ভেঞ্চার ফান্ডের টাকা জোগাড় করতে বেগ পেতে হয়।

প্রতিবছর কমপক্ষে ২০ লাখ লোক চাকরির বাজারে ঢুকেছেন। আমরা বসে আছি বেকারত্ব নামের বোমার ওপর।

৪. অ্যাঞ্জেল ইনভেস্টর: কিছু হৃদয়বান ব্যক্তি আইডিয়া, সিড বা প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করে থাকেন, তাঁদের অ্যাঞ্জেল ইনভেস্টর বলে। তাঁদের বিনিয়োগ করা টাকার পরিমাণ কম থাকে। বাংলাদেশেও অনেক অ্যাঞ্জেল ইনভেস্টর আছেন। বাংলাদেশ অ্যাঞ্জেল নেটওয়ার্ক নামে তাঁদের একটি প্ল্যাটফর্ম ছিল। সেটি এখন ততটা সচল নয়। স্টার্টআপে অ্যাঞ্জেল ইনভেস্টরদের বিনিয়োগ আয়করের জন্য গ্রহণযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।

৫. নিয়মনীতি: উদ্ভাবনের জন্য নিয়মনীতি শিথিল করা যেতে পারে। পেনশন ফান্ড, প্রভিডেন্ড ফান্ডের অর্থ ভেঞ্চার ফান্ডে বিনিয়োগের ব্যাপারে ট্রাস্ট আইন ও আয়কর আইনে পরিবর্তন আনা উচিত। বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে ৩ বছর আগে। ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তাদের লাভের ১ শতাংশ অর্থ দিয়ে আরেকটি স্টার্ট ফান্ড তৈরির জন্য। সেই ফান্ড থেকে সামান্য টাকা ব্যবহৃত হয়েছে। কারণ, ভুলনীতি।

স্টার্টআপদের প্রয়োজন পুঁজি। অথচ পলিসিতে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। ব্যাংক পুঁজি বিনিয়োগের সঠিক প্রতিষ্ঠান নয়। এই নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন। অনুমোদিত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে কেউ বিনিয়োগ করলে কর রেয়াত দেওয়া প্রয়োজন।

৬. এক্সিট: ভেঞ্চার ক্যাপিটাল স্টার্টআপে বিনিয়োগ করে কয়েক গুণ মুনাফার প্রত্যাশায়। সেই মুনাফা আসে বিনিয়োগকারীর শেয়ার বিক্রির মাধ্যমে। একে বলে এক্সিট। এই বিক্রি হয় বিভিন্নভাবে যেমন আইপিও, অন্য কেউ কিনে নেওয়া অথবা উদ্যোক্তা কিনে নেওয়া। বাংলাদেশে এখনো স্টার্টআপ আইপিওতে যেতে পারেনি। তা ছাড়া বিদেশি বিনিয়োগকারী তার মুনাফা বা পুঁজির টাকা ফেরত নেওয়া ঝামেলাবিহীন হতে হবে।

৭. সরকারি সহায়তা: সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্টার্টআপরা বিভিন্ন কারণে অযোগ্য হয়ে যায়; যেমন নির্দিষ্ট অঙ্কের লেনদেনের রেকর্ড, বড় কাজ করার অভিজ্ঞতা ইত্যাদি। সরকারি ক্রয়ের ক্ষেত্রে ‘স্টার্টআপ ফার্স্ট’ নীতি চালু করা উচিত। বিদেশি সফটওয়্যার বা সার্ভিসের প্রতি আমাদের অনুরাগ বের হয়ে মেধার ভিত্তিতে ক্রয় করার মানসিকতা তৈরি করতে হবে।

স্টার্টআপের অর্থায়ন ৯০ শতাংশের বেশি এসেছে বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল থেকে। কিছু কিছু স্টার্টআপ তাদের সেবা দেশের বাইরেও দিতে পারে। যেমন পাঠাও নেপালে বিস্তার করেছে। এর জন্য আমাদের দূতাবাসের সহযোগিতা প্রয়োজন।

৮. করপোরেট লিংকেজ: করপোরেটদের পক্ষে উদ্ভাবন দুরূহ। কারণ, উদ্ভাবনের জন্য প্রয়োজন স্বাধীনতা ও শিথিল নিয়মকানুন। স্টার্টআপরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তাদের কোনো আইডিয়া কাজ না করলে নতুনভাবে শুরু করতে পারে। তাদের ব্যয়ও অনেক কম। করপোরেটরা তাই স্টার্টআপের সঙ্গে যোগসূত্র স্থাপন করলে উভয়ের লাভ হবে। বিদেশে করপোরেটরা ভিসি ফার্মের মাধ্যমে তাদের কৌশলগত সুবিধার স্টার্টআপে অর্থায়ন করে। বাংলাদেশেরা করপোরেটরা সেভাবে চিন্তা করতে পারে।

৯. সচেতনতা: স্টার্টআপদের সম্পর্কে বিনিয়োগকারীদের ভয় ও আশঙ্কা আছে। নীতিনির্ধারণের ক্ষেত্রে সরকার বড় ব্যবসায়ীদের প্রাধান্য দেয়। মিডিয়া সে ক্ষেত্রে স্টার্টআপদের ইতিবাচক ভূমিকা তুলে ধরতে পারে।

১০. শিক্ষাপ্রতিষ্ঠান সংযোগ: শিক্ষাপ্রতিষ্ঠান মেধাবী ও দক্ষ জনবল তৈরি করে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্টার্টআপ তৈরি করে চাকরির বাজার। তা ছাড়া ইনকিউবেশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে স্টার্টআপকে সহায়তা দিতে পারে। বিনিময়ে তারা স্টার্টআপ থেকে শেয়ার পেতে পারে।

তবে সর্বোপরি, স্টার্টআপ এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা অতি প্রয়োজনীয়। এই জন্য সরকারকে ‘স্টার্টআপ নেশন’ হওয়ার প্রত্যয় নিতে হবে। নিতে হবে সেই অনুযায়ী উদ্যোগ ও কার্যক্রম।

শওকত হোসেন
প্রধান নির্বাহী,
বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ও
সভাপতি, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

Source: https://www.prothomalo.com/opinion/column/l45nad5vv4

18
Building a Just Society: Identifying and Addressing the Misuse of Power and Resources

The Role of Society and the Misuse of Power

Understanding the complexities of societal roles and the misuse of power is crucial for building a just society. Many individuals and organizations unknowingly become beneficiaries, oppressors, or enablers of oppression due to a lack of clarity about these roles. Even with good intentions, initiatives often fail because we do not fully understand the dynamics at play. It is essential to identify those who exploit the system, such as tax evaders or those who falsely claim benefits. These individuals and organizations, who enrich themselves at the expense of the state and society, must be held accountable.

Tax Files and Wealth Statements
To identify these opportunists, our first step should be to scrutinize their tax files and wealth statements. Those who consistently acquire assets without clear, legal sources should be viewed with suspicion. The tax records of oppressed groups have historically been used as tools of oppression, so it is important to be vigilant about how these tools are applied. Some companies and individuals thrive solely due to state or party favoritism, allowing them to unfairly dominate competitive markets, while others struggle or fail entirely. In a democratic society, transparency in wealth and income is vital. Those who cannot account for their wealth may have taken advantage of government or party connections, thus depriving the state and society.

The Impact of Opportunists
It is crucial to understand that without identifying these individuals, it becomes increasingly difficult to establish a democratic state. These opportunists, driven by self-interest, will continue to harm society if left unchecked. They use their ill-gotten wealth to silence critics and perpetuate their influence. While some have built industries with government support, we must scrutinize the means by which they have amassed their wealth. If they have done so through illegal or unethical means, their assets should be preserved for public good, possibly through public-private partnerships or by redirecting their profits to social welfare programs. However, the institutions they build should not be dismantled, as this would weaken the state’s foundation.

Ensuring the Integrity of Infrastructure Development
Maintaining the integrity of public infrastructure projects is also crucial. Those involved in these projects—contractors, suppliers, government officials—must be held accountable for their work. The same state resources used for these projects should directly benefit the people, rather than being squandered for the personal gain of a few. Those who misuse public funds and betray public trust are a threat to society and should be brought to justice. Proper punishment will deter others from following in their footsteps.

Publicity Stunts vs. Genuine Contributions
Moreover, we must be wary of those who engage in publicity stunts rather than making genuine contributions. These individuals often mislead society, hindering true progress. Constructive criticism is valuable, but baseless rumors and unproductive criticism must be curbed, as they can derail good initiatives and harm reputable individuals and institutions.

The Responsibility of Loan Defaulters and the Need for Support
The issue of loan defaults is another area of concern. Those who intentionally default on loans, particularly through fraudulent means, are not only harming financial institutions but also the broader economy. However, those who default due to genuine business challenges, such as market competition or natural disasters, should be supported as part of a broader development strategy.

International Business and Economic Integrity
The actions of individuals and companies operating abroad also deserve scrutiny. Those who contribute to the country’s economy and follow regulations should be respected. However, those who siphon money out of the country through illegal means must be identified and held accountable. It is important to differentiate between legitimate business expansion and illegal money laundering, as the latter undermines the nation’s economic stability.

The Independence of the Anti-Corruption Commission
Additionally, the Anti-Corruption Commission must be empowered to act independently and effectively. Only by ensuring its autonomy can we protect individuals and businesses from unjust accusations and allow honest entrepreneurs to flourish. In the past, accusations of corruption have often been politically motivated, harming innocent people. A competent and impartial Anti-Corruption Commission is essential for a fair and just society.

Supporting Genuine Entrepreneurs
Finally, it is crucial to protect and support legitimate businesses and entrepreneurs who contribute to the economy. Their efforts have created jobs, increased revenue, and gained international recognition for Bangladesh. If any entrepreneur is found to have built their business through illegal means, the state must ensure that these institutions are preserved and managed properly, rather than being destroyed. This approach will benefit the state, create employment, and encourage others to invest in the country’s future.

Student Movements and Social Protests
In the context of student movements and other social protests, it is vital that these actions are conducted responsibly. Movements should be based on well-founded demands and carried out in a manner that does not harm public or institutional resources. The wealth of the nation belongs to all its people, and it should not be destroyed in the heat of protest. Instead, let the law deal with wrongdoers, ensuring that protests do not derail progress toward building a prosperous Bangladesh.

Progressing Toward Good Governance
By adopting these principles, we can work towards a just and equitable society where the rule of law prevails, and everyone has the opportunity to thrive.

To address and solve the issues highlighted in the analysis of power misuse and societal challenges, a systematic approach is required. Below are the steps to tackle these problems effectively:

1. Strengthen Legal and Regulatory Frameworks
Review and Update Laws: Review existing laws related to tax evasion, corruption, and misuse of power. Update or amend these laws to close any loopholes that opportunists might exploit.
Enforce Transparency Requirements: Mandate transparency in financial disclosures for individuals and organizations, especially regarding tax files and wealth statements. Implement stringent penalties for non-compliance.

2. Enhance Accountability Mechanisms
Establish Independent Auditing Bodies: Create or empower independent auditing bodies to regularly scrutinize tax records, wealth statements, and the financial dealings of individuals and organizations.
Promote Whistleblower Protections: Encourage reporting of illegal activities by offering protection and incentives to whistleblowers. This can help uncover hidden misconduct and hold wrongdoers accountable.

3. Empower the Anti-Corruption Commission
Ensure Autonomy: Guarantee the Anti-Corruption Commission (ACC) operates independently without political interference. This will enhance its credibility and effectiveness in combating corruption.
Increase Resources and Capacity: Provide the ACC with the necessary resources, training, and technology to carry out thorough investigations and prosecutions.

4. Implement Public-Private Partnerships for Institutional Management
Preserve Institutions Built on Questionable Means: For institutions that were built through questionable means but are contributing positively to society, consider managing them through public-private partnerships. This ensures they continue to provide value while being overseen for ethical management.
Redirect Profits to Social Welfare: For institutions with a problematic past, channel their profits into social welfare programs to benefit society and mitigate the impact of their origins.

5. Enhance Public Infrastructure Oversight

Regular Project Audits: Implement regular audits of public infrastructure projects by independent bodies. Ensure that these audits are transparent and the results are made public.
Hold Contractors Accountable: Enforce strict accountability for contractors, suppliers, and government officials involved in public projects. Penalize those who deliver substandard work or misuse funds.

6. Discourage Publicity Stunts and Promote Genuine Contributions
Recognize Authentic Contributions: Establish awards or recognition programs for individuals and organizations making genuine contributions to society. Publicly recognize their efforts to set a positive example.
Curb Misinformation: Develop campaigns to educate the public on the difference between genuine contributions and publicity stunts. Use media channels to highlight real success stories.

7. Support Responsible Loan Practices
Differentiate Between Loan Defaulters: Create policies to distinguish between willful defaulters and those who default due to genuine challenges. Offer support to the latter, such as restructuring loans or providing financial counseling.
Strengthen Loan Approval Processes: Tighten the criteria for loan approvals to prevent fraudulent claims and ensure that loans are granted based on solid business plans and repayment capabilities.

8. Monitor International Business Activities
Track Capital Flows: Implement robust systems to monitor capital flows in and out of the country. This will help identify illegal money transfers and prevent money laundering.
Encourage Ethical Business Expansion: Provide incentives for businesses that expand internationally while adhering to ethical practices. Support their efforts through trade agreements and diplomatic channels.

9. Promote Responsible Social Movements
Educate on Non-Violent Protest: Conduct workshops and educational campaigns to teach students and activists about non-violent protest methods and the importance of protecting public and institutional resources.
Engage with Authorities: Encourage protest groups to engage in dialogue with authorities before resorting to demonstrations. This can help resolve issues peacefully and prevent unnecessary damage.

10. Foster a Culture of Good Governance

Promote Civic Education: Implement educational programs that focus on the importance of good governance, ethical leadership, and the role of citizens in maintaining a just society.

Encourage Public Participation: Create platforms for citizens to participate in governance, such as public consultations, town hall meetings, and online forums. This will help build trust and ensure that government actions reflect the will of the people.

By following these steps, society can address the misuse of power, ensure accountability, and create a more just and equitable environment for all.

Source: AI Generated Content.

19
একজন মুসলিম ভবিষ্যতের ব্যাপারে সবসময় আশাবাদী

কখনো কখনো আপনার পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনা একই রকম হয়। যেমন- কখনো আপনি ইচ্ছা করলেন কোথাও যাওয়ার আর আল্লাহও আপনাকে সেখানে যাওয়ার সুযোগ করে দিলেন। কোনো একটি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা করলেন আর আল্লাহও আপনাকে সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ প্রদান করলেন। সিদ্ধান্ত নিলেন দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার, আল্লাহ্‌ও আপনাকে দ্রুত গ্র্যাজুয়েট হওয়ার সুযোগ দান করলেন। তাহলে, আপনার প্ল্যান অনুযায়ী কাজগুলো সুসম্পন্ন হয়ে যাচ্ছে। এর অর্থ হলো, আপনার প্ল্যান এবং আল্লাহর প্ল্যান একই ছিল। সেই একটি বিষয়ের জন্য।

কিন্তু, মাঝে মাঝে আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না। অনেক সময় ভাবছিলেন দশ বছর ধরে এই চাকরিটা করবেন, কিন্তু ছয় মাস পরে আপনাকে ছাটাই করে দেওয়া হলো। অনেক সময় কোনো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার আবেদন করলেন, আপনার সবকিছুই ছিল সেরা, কিন্তু তবু চান্স পেলেন না। অন্যদিকে, আপনার চেয়ে অনেক কম যোগ্যতাসম্পন্ন বহু ছেলে/মেয়ে চান্স পেয়ে গেল। এমনটা অহরহ ঘটে। অনেক সময় আপনার এবং আল্লাহর পরিকল্পনা একই রকম থাকে না। এই আয়াতগুলো শিক্ষা দিচ্ছে - সবসময় সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে না। তবুও আমাকে পরিকল্পনা করে যেতে হবে। তবুও আমাকে চেষ্টা করে যেতে হবে। কিন্তু, দিনশেষে, আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা সিদ্ধান্ত নিবেন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি হবে না। এটাই হলো- ওয়াজ কুর রাব্বাকা ইজা নাসিইত।

এরপর আসছে এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ। আমি এর উপর অতিরিক্ত কিছু সময় ব্যয় করতে চাই। কারণ, এটা আসলেই সমগ্র কুরআনের অন্যতম সুন্দর একটি শিক্ষা, আমার মতে। যদি একজন মুসলিম এটা বুঝতে পারে, তার জীবনটা সহজ হয়ে যাবে। وَقُلْ عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَٰذَا رَشَدًا - “আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন।” (18:24) এই শব্দগুলো হলো একটি দুআ। দু'আর চেয়েও এটা আশায় পরিপূর্ণ একটি বিবৃতি।

চলুন, এই দৃষ্টিকোণ থেকে এর সাথে পরিচিত হই। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন শুধু 'عَسَىٰ -' আসা' শব্দটি ব্যবহৃত হওয়ার দরুণ। আরবিতে যাকে বলা হয় 'হারফুত তারাজ্জি বা ফি'লুত তারাজ্জি' - এমন ক্রিয়াপদ যা আশা প্রকাশে ব্যবহার করা হয়। আল্লাহ্‌ আমাদের এই আয়াতে শেখাচ্ছেন, একজন মুসলিমকে অবশ্যই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে হবে। কুরআনের প্রতি আমার ঈমান আমাকে ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী করে তোলে। আমি পরোয়া করি না খবরে কী আসে, আমি পরোয়া করি না গতকাল কী ঘটেছে, এর আগের দিন, এর আগের দিন, বা এর আগের দিন কী ঘটেছে। আমি মুসলমানদের এমন গ্রুপের অন্তর্ভুক্ত হব না যারা বসে বসে বলে:

"উম্মাহর পরিস্থিতি দিন দিন শুধু খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। ও আল্লাহ্‌! আর সামনে পরিস্থিতি শুধু আরও খারাপ হবে। সামনে আরেকটা ট্রাজেডি আসছে, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো কী ঘটে। তুমি মনে করেছ ৯/১১ খারাপ ছিল? ও মাই গড! ঐটা আসলে কিছুই না। দেখো, এখন উম্মাহর কী হয়। এবং দেখো, তারপর কী হয়।"

এই মনোভাব সরাসরি কুরআনের আয়াতটির বিরোধী। শুধু 'আসা' শব্দটির কারণে। আপনার তো এই আশায় বুক বাঁধার কথা যে, আল্লাহ্‌ পরিস্থিতি উন্নত করে দিবেন। আপনার নিজের জন্য, আপনার চারপাশের মানুষের জন্য, মানবতার জন্য - আপনার তো এই দৃষ্টিভঙ্গি থাকার কথা। তারপর তিনি বলেন... আর নিজের ভবিষ্যতের ব্যাপারে কী বলবেন? "عَسَىٰ أَن يَهْدِيَنِ رَبِّي" - "সম্ভবত, আমার রব আমাকে পথ দেখাবেন।" তিনি আমাকে হেদায়েত দিবেন। নিজের ভবিষ্যতের জন্য সবচেয়ে আশাবাদী কোন জিনিসটি আপনি পেতে পারেন? সবাই ভালো চাকরি চায়। ভালো অর্থনৈতিক অবস্থা চায়। ভালো পারিবারিক অবস্থা চায়। সুস্বাস্থ্য চায়। আমরা এগুলোর সব চাই।

কিন্তু জানেন? সবচেয়ে মৌলিক যে জিনিসটি আমার আপনার প্রয়োজন, যা অক্সিজেনের চেয়েও বেশি মূল্যবান, তা হলো - আল্লাহর হেদায়েত। একবার এটা পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু, হেদায়েত না পেলে... সবকিছু থাকলেও আপনার আসলে কিছুই নেই। সুতরাং, এই আয়াত আশাবাদী করে তোলে যে, আল্লাহ্‌ আমাকে পথ দেখাবেন। "আসা আন ইয়াহদিয়ানিই রব্বী।" আমার প্রভু আমাকে পথনির্দেশনা দান করবেন, তিনি আমাকে ভুলে যাবেন না। ভবিষ্যতের জন্য ওয়াদা দেয়ার সময় আমি তাঁর স্মরণ করবো, তাহলে তিনিও ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ্‌ বলার মাধ্যমে আমি তাঁকে স্মরণ করলাম। যেহেতু আমি তাঁর কথা মনে করেছি - যখন ভবিষ্যতের কথা আসে - তিনিও আমাকে স্মরণ করবেন। فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ - সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো। (২:১৫২) আমার নাম উল্লেখ করো, আমিও তোমাদের নাম উল্লেখ করবো।

এখন, আল্লাহ্‌ আপনাকে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন। পুনরায় বলছি, এখানে মুসলমানদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার রয়েছে। সারা পৃথিবী জুড়ে বহু মানুষের মাঝে - অনেকের সাথে আমার কথা হয়েছে - এই প্রশ্ন আছে। আল্লাহর শপথ! এই গ্রহের যে প্রান্তেই যান না কেন, মানুষের একই বিভ্রান্তি রয়েছে। একই প্রশ্ন, বার বার। আর সবচেয়ে কমন যে প্রশ্নটি আমি শুনি তা হলো, মানুষ বলে -

" ইসলামের এতো বেশি দল-মত রয়েছে, কুরআনের ব্যাখ্যায় এতো বেশি ভিডিও আছে, বা হাদিসের ব্যাখ্যায়, কেউ এটা বিশ্বাস করে, কেউ ওটা বিশ্বাস করে, এই হুজুর অমুক ফতোয়া দেয়, ঐ হুজুর তমুক ফতোয়া দেয়, আমি কি এই হুজুরকে মানবো নাকি ঐ হুজুরকে মানবো? কেউ বলে এটা হালাল, কেউ বলে এটা হারাম— মনে হয় যেন আমি কিছুই জানি না। সবকিছুই বিভ্রান্তিকর। এতো বেশি দল মত!! আমি কীভাবে হেদায়েত পাব? কীভাবে আমি জানব যে আমি সঠিক বিষয়টা অনুসরণ করছি? কীভাবে জানবো? আমার পক্ষে তো এতো বেশি তথ্য প্রসেস করার সম্ভব নয়।"

আর আমি এর সাথে একমত। আমরা এখন মাত্রাতিরিক্ত তথ্যের যুগে বাস করছি। সত্যিই তাই। আমরা প্রতিনিয়ত এতো বেশি মত আর পথের সাথে পরিচিত হচ্ছি, এমনকি ইসলামের ভেতরেও। এই হলের ভেতরে বসা শ্রোতাদের দিকে লক্ষ্য করুন। যদিও আমরা এই এলাকার - আমাদের প্রায় সবাই - আপনি যেভাবে ইসলাম শিখেছেন তা আপনার পাশের জনের থেকে খুবই আলাদা। যেসব শিক্ষক আপনি পেয়েছেন, যেসব মানুষের সঙ্গ লাভ করেছেন, যে পাঠগুলো শিখেছেন তা আপনার পাশের জনের থেকে একেবারেই ভিন্ন।
অতএব, আমরা যেভাবে ইসলামের সাথে পরিচিত হয়েছি তার মাঝে বহু ভিন্নতা রয়েছে। তাই, কোনো ব্যক্তি সহজেই বিভ্রান্ত হয়ে পড়তে পারে যে, কীভাবে আমি বুঝবো যে আমি সঠিক ইসলাম অনুসরণ করছি। জানেন? এই আয়াত হলো তার জবাব।

আমি কারো হেদায়েতের নিশ্চয়তা দিতে পারি না। ইউটিউবও কারো হেদায়েতের গ্যারান্টি দিতে পারে না। গুগলও কারো গাইডেন্সের গ্যারান্টি দিতে পারে না। এবং কোনো মানুষও হেদায়েতের নিশ্চয়তা দেয় না। এটা আমাদের আশা যে, আল্লাহ স্বয়ং আমাকে ব্যক্তিগতভাবে হেদায়েত দিবেন। হেদায়েত অন্য কোথাও থেকে আসতে পারে না। আপনার কাছে কোনো তথ্য না থাকতে পারে অথবা আপনি তথ্যের সাগরে ডুবে থাকতে পারেন—এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে কতটুকু সঠিক পথে চালিত করবেন তা নির্ভর করে আপনি আল্লাহর কাছে কতটা হেদায়েত চান, তার উপর। অন্য কারো কাছে নয়। আর একবার আল্লাহর কাছে সঠিক রাস্তা চাওয়ার পর আপনাকে আর বিচলিত থাকতে হবে না। কারণ, আপনি শতভাগ নিশ্চিত থাকুন যে, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন।
তিনি কাউকে ফিরিয়ে দেন না। আল্লাহর কাছ থেকে হেদায়েত পাওয়া কঠিন নয়। এটা কঠিন নয়। আল্লাহ হেদায়েতের পথ বিস্তীর্ণরূপে খোলা রেখেছেন - যারা চায় তাদের জন্য। আমাদেরকে শুধু সেসব মানুষের অন্তর্ভুক্ত হতে হবে যারা হেদায়েত কামনা করে। শুধু এটুকুই।

এই আয়াতটি সূরাতুল কাহাফের অন্তর্গত। সূরা কাহাফ নিয়ে কথা বলে শেষ করতে পারবো না, এই খুৎবায়। এই গুহার অধিবাসীরা যাদের কথা আমরা প্রতি শুক্রবারে পড়ে থাকি, এই মানুষগুলোর আশপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শেইখ ছিল না, কোনো সাহাবী ছিল না—নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করতো। তারা একটি উপসংহারে পৌঁছেন যে, সৃষ্টিকর্তা শুধু একজন। তারা শুধু বললো, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا - “আমরা কখনও তাঁর পরিবর্তে অন্য কোন উপাস্যকে আহবান করব না।” আর এতোটুকুর কারণেই আল্লাহ্‌ তাঁদেরকে হেদায়েত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও। কোনো ওহী তাঁদের কাছে ছিল না, কিছুই না। আল্লাহর তাঁদেরকে হেদায়েত দেওয়ার জন্য এতোটুকুই যথেষ্ট ছিল।

আর তিনি তাঁদেরকে এতো বেশি হেদায়েত দান করেন যে, আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দীনের জ্ঞানার্জন করে, তাঁরা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করেন—যারা কিছুই জানতো না। ঐ ওলামাদের সাথে তুলনা করুন, যারা তাঁদেরকে নিয়ে অধ্যয়ন করে। কারণ, এই যুবকরা আল্লাহর হেদায়েত পেয়েছিল। কারণ, আল্লাহ্‌ তাঁদেরকে পথ দেখিয়েছেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত হতাশাজনকই হোক না কেন—আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। শুধু এটাই যথেষ্ট।

— নোমান আলী খান

ভিডিও লিংক:
i=wHMDXJOfj4wupB8Q

20
Person / Dr. Muhammad Yunus
« on: September 01, 2024, 02:42:20 PM »
ড. ইউনুসের দারিদ্র্যমুক্ত বেকারত্বহীন ও পরিবেশবান্ধব তিন শূন্য পৃথিবী | World of 3 Zeros by Dr Yunus


21
হাত, ঘাড় ব্যথায় নাড়াতে পারছেন না?


ফ্রোজেন শোল্ডার শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ রোটেটর কাফ সিনড্রোম। এটি বেশ কয়েকটি সমস্যার সমাহার, যার একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার। রোটেটর কাফ সিনড্রোমের অংশগুলো হলো—ক. ফ্রোজেন শোল্ডার, খ. সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, গ. বাইসেপস টেন্ডিনাইটিস, ঘ. ইম্পিঞ্জমেন্ট টেন্ডিনাইটিস ও ঙ. ক্যালসিপিক টেন্ডিনাইটিস।

৪০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এ রোগ বেশি হয়ে থাকে। এ রোগের সম্পর্ক আছে কয়েকটি রোগের সঙ্গে, যেমন হৃদ্‌রোগ, পক্ষাঘাত, হাইপার থাইরয়েডিজম, হাইপার লিপিডেমিয়া, বড় অস্ত্রোপচার যেমন নিউরোসার্জিক্যাল অপারেশনের পর।

লক্ষণ

শোল্ডার মুভমেন্ট বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী কাঁধ জমে গেছে বলে অভিযোগ করেন।

হাত ওপরে ওঠাতে কষ্ট হয়। হাত দিয়ে স্বাভাবিক কাজেও অনেক কষ্ট বা ব্যথা হয়ে থাকে। রোগী অনায়াসে হাত ওঠাতে পারেন না।

দৈনন্দিন স্বাভাবিক কাজ, যেমন চুল আঁচড়ানো, চুল বাঁধা, গায়ে সাবান দেওয়া ইত্যাদিতে সমস্যা দেখা দেয়।

এ অবস্থায় হাত একটু ওঠাতে হলে শোল্ডার মুভমেন্ট না করে স্কোপিউলার মুভমেন্ট বা রোটেশন করে হাত নাড়াতে পারেন।


রোগনির্ণয়

পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক, কিন্তু এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ করা যায় না।

এ রোগের তিনটি পর্যায় আছে—১. সাব-অ্যাকিউট ফেজ, ২. ক্রনিক ফেজ ও ৩. রোটেটর কাফ টিয়ার। তিনটি পর্যায় পার হয়ে সাধারণত ১৮ মাসের মধ্যে এ রোগ আপনা-আপনি ভালো হয়ে যায়। কিছু স্টিফনেস থাকে, যা সারতে আরও ৬ থেকে ১২ মাস সময় লাগতে পারে।

রোগটির সঙ্গে অন্যান্য রোগের কিছু মিল আছে, যেমন আঘাতের পরে স্টিফনেস, হাড়ের সংক্রমণ, রিফ্লেক্স সিমপ্যাথেটিক সিনড্রোম।

প্রতিকার

এ রোগে ফিজিওথেরাপির তেমন কোনো ভূমিকা নেই। কনজারভেটিভ চিকিৎসায় ব্যথানাশক বা অ্যান্টি–ইনফ্লেমেটরি ওষুধ ও ব্যায়াম উপকারী।

পেন্ড্রুলার এক্সারসাইজ রোগী নিজে করবেন। কোমর নুয়ে একদিকে কাত হয়ে ঘড়ির পেন্ডুলাম বা স্টেয়ারিংয়ের মতো শোল্ডার মুভমেন্ট করে উপকৃত হতে পারেন।

কনজারভেটিভ চিকিৎসায় কাজ না হলে অস্ত্রোপচারের মাধ্যমে লিগামেন্ট রিলিজ করে দিলে ভালো ফল পাওয়া যায়।

ডা. মো. মাহবুব আলম, সহযোগী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

Source: https://www.prothomalo.com/lifestyle/health/imnomutog2

22
Research publication requirement for university appointments and promotion

I think the current appointments and promotion criteria of university academics require urgent review in the light of global changes in higher education sector.

In particular, the RESEARCH criterion of number of publications needs clarity and should be more elaborate and specific.

In the attached article I have shared my ideas on quality of journals, citation of publications, and the issue of publications with two or more authors.

***********************************
Professor Shahjahan Khan, PhD (UWO, Canada)
Emeritus Professor, University of Southern Queensland, AUSTRALIA 
Vice Chancellor and CEO
Asian University of Bangladesh

--------------------------------------------------------------
Expatriate Fellow, Bangladesh Academy of Sciences (BAS)
Chief Editor, Journal of Applied Statistics & Probability (JAPS), USA
President, Islamic Countries Society of Statistical Sciences (ISOSS), 2005-2011
Fellow, Royal Statistical Society, UK
Member, Institute of Mathematical Statistics, USA
Elected Member, Intern’l Statistical Institute, Netherlands 
Cultural Diversity Ambassador, Queensland, AUSTRALIA


23
বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে
by ডেল কার্ণেগী

24
5 ChatGPT Prompts To Thrive On The Rollercoaster Of Entrepreneurship

If you’re running your own business, you will experience a range of emotions every day. Exhilarating highs and crushing lows could take place within the same hour. It’s totally exhausting. But those growing their empire to whole new heights have moved past the fluctuations. They’ve figured out how to stay calm in a storm, stoic in a war zone. Wouldn’t it be amazing to be completely unfazed?

Use ChatGPT to master the entrepreneurial rollercoaster so it doesn’t break you before things get really good. Copy, paste and edit the square brackets in ChatGPT, and keep the same chat window open so the context carries through.

Thrive during your entrepreneurial journey: ChatGPT prompts to go with the flow

You chose to turn down a regular paycheck. You chose to bet on yourself instead of taking someone else’s offer for what your time was worth. You made that choice because you knew there was something about you that was bigger than anyone else’s expectations. Never forget it’s a choice. If you are feeling low at any point, remember there’s a fallback. Remember there are a tonne of options you could take. But while you’re rolling with the one you have right now, you might as well enjoy it.

“I need to remember that I chose my current career path, and that means I chose the ups and downs that come with it. Acting as a motivational coach, open a conversation where you ask me questions, one by one, that encourage me to fall back in love with my business and accept that highs and lows will happen. Start with, ‘What do you love about your business?’ and continue after I respond, focusing on my purpose, the difference I’m making, and what I hope to achieve. Become my biggest cheerleader, offering encouragement after every response and including sentences that remind me I chose this path.”

Reframe the lows
So a core team member left and today was slow for signups and no one cares about your last LinkedIn post. So what? Some days you’ll handle every curveball, other days you’ll feel like the world is crashing down. Develop a better system for reframing the lows. Look at every snag as a chance to improve, every negative email as a chance to learn, every coin flip that didn’t go your way as an excuse to keep flipping. Don’t be afraid of adverse news, back yourself to thrive despite it.

“Help me reframe negative occurrences into chances to learn or improve. Start a conversation with the question, ‘tell me about something bad that happened recently’ and wait for my response. When I tell you, ask me 3 questions, one by one, that help me to see why this was a good thing. For example, a rejection is a chance to go in a different direction, a customer leaving is the chance to learn, and so on.”

Take emotion out
Business is not emotional. Business is data. Quantitative feedback holds clues that can be heard if you move past the voice in your head telling you the numbers are linked to your self-worth. They are not. Rather than thinking everything is about you, see the metrics for what they are. Even qualitative feedback is based on other people’s emotions, none of which you need. Boil every component down to the essentials so you can study what they mean. Reframe, regroup and go again, enjoying running experiments until you hit on one that works.

“Help me understand where I’m unnecessarily linking emotion to business metrics. One by one, describe a hypothetical business scenario and ask me to rate how personally I take the news on a scale of 1-10, where 1 = not at all, all I see is data and 10 = I take this scenario personally. Share ten scenarios one by one and encourage me to respond with my score quickly. After 10, draw patterns from my responses and suggest ways of me staying objective and unlinking business metrics with emotion.”

Consider the alternative
At any point you could give it all up and get a job. That’s the easy way out. But there are unlimited other options that can be your plan B. So many entrepreneurs are running their business, convinced there’s a better way of making money. But that’s not conducive to doing your best work, right now. Start where you are, use what you have, but have a backup plan up your sleeve. When you jump, the net appears. If you need a net, use this prompt.

“Sometimes I feel like I need a backup plan to running my business, so I remember that I have other options available. Using my skills of [describe your main skills] suggest 3 other career paths I could explore. Under the title of each one, elaborately and persuasively describe the role, to make it sound as attractive as possible. After presenting the three, ask about my current role and provide an equally attractive description that helps me realize that my current path is still a great option for me.”

Turn comparison to confidence
It’s easy to doubt yourself. When you see others sharing numbers from their launches, trying their best to out 6-, 7- and 8-figure each other, waving their Stripe screenshots and exaggerating every win, it’s easy to compare your milestone with theirs and feel you’re coming up short. But you’re not. Anything that is possible is possible for you. Others doing well is a sign that it’s coming your way. Channel comparison into confidence by thinking about it differently.

“Sometimes I compare myself to other people and it makes me feel [describe the feelings, for example unconfident, unworthy or like I’m falling behind.] Open by asking me about the last time this happened and I’ll tell you something that provoked this reaction. When you have the information, explain how it should make me more confident, not less, in line with the ethos of ‘all that is possible is possible for me’. Your guidance should inspire me to see comparison as a motivator, not a detractor.”

Master the highs and lows with ChatGPT: enjoy entrepreneur life

Entrepreneurship is a rollercoaster. Every day, you’ll go through highs and lows, twists and turns, and making it through will be a test of your mental strength. Use these prompts to find it and use it. Remember it’s a choice, and choose it every day.

Reframe the lows as a chance to learn, take emotion out of data so it doesn’t cloud your judgment. Consider the alternative for a sharp dose of reality, and turn comparison to confidence to maintain your edge. The best entrepreneurs aren’t letting the daily happenings affect their emotions, they’re staying stoic no matter what their experience. That can be you.

Source: https://www.forbes.com/sites/jodiecook/2024/05/22/5-chatgpt-prompts-to-thrive-on-the-rollercoaster-of-entrepreneurship/?sh=4208dfa6cc04

25
জমজম কূপের পানির অলৌকিকতা এবং উপকারিতা |
Zamzam Water Miracle


26
কাবা শরীফ তাওয়াফ করলে কেন অনেক ভাল লাগে |
কাবা শরীফের বিস্ময়কর নিদর্শন সমূহ


27
ফিলস লাইক’ এর মানে কী? | Temperature |

i=Y9eeLbTsBPYHtwde

28
নামাজ নিয়ে গবেষণা করে বিস্মিত মার্কিন গবেষকরা |
Benefits of Namaz | Scientific | US Research

i=tBRfk7KwIYiUnwGQ

29
হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১ কৌশল, এড়াবেন যেভাবে


তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান ও ইন্টারনেটের মাধ্যমে কল করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বাড়ছে। সাইবার অপরাধীরা নানা কৌশলে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই সময়ে সচরাচর হওয়া হোয়াটসঅ্যাপে প্রতারণার ১১টি কৌশল দেখা যাক। জানা যাক কীভাবে এগুলো এড়ানো যাবে।

১ ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা
হোয়াটসঅ্যাপে নিকটাত্মীয় সেজে প্রতারকেরা অর্থ হাতিয়ে নেয়। ভুয়া পরিচয় দিয়ে তারা বিভিন্ন প্রতারণার কৌশল নেয়। সাধারণত ফোন চুরি হয়ে যাওয়া বা বিপদে পড়েছে, এমন কারণ জানায়। এরপর অর্থ পাঠানোর অনুরোধ করে। তাই অপরিচিত নম্বর থেকে নিকটাত্মীয়ের পরিচয় দিয়ে টাকা চাইলে পরিচয় যাচাই করে নিতে হবে।

২ ভেরিফিকেশন কোডের ফাঁদ
ই-মেইলসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু থাকলে ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়। অনেক সময় প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দাবি করে, ভুলবশত ব্যবহারকারীর নম্বরটি কোনো একটি অ্যাকাউন্টে যুক্ত করেছে। এ জন্য হোয়াটসঅ্যাপে পাওয়া ভেরিফিকেশন কোডটি প্রয়োজন। এসব ক্ষেত্রে সাবধান থাকতে হবে।


অনেক সময় নামকরা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড ও গিফট ভাউচার বিনা মূল্যে পেতে একটি লিংক ছড়িয়ে দেয় হ্যাকাররা। সেই লিংকে ক্লিক করে উপহার গ্রহণের কথা বলা হয়। তবে এসব ক্ষতিকর লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর যন্ত্রে র‌্যানসমওয়্যারের হামলা ঘটে। ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবহারকারীরা।


৪ কিউআর কোড প্রতারণা

কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হয়
কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হয়ছবি: আনস্প্ল্যাশ
হোয়াটসঅ্যাপে এখন কিউআর কোড পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। হেয়াটসঅ্যাপে এসব কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা। তবে কিউআর কোড স্ক্যান করলেই ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হতে পারেন ব্যবহারকারীরা।

৫ হোয়াটসঅ্যাপ গোল্ড প্রতারণা
উন্নত সুবিধাসহ ভুয়া সংস্করণের হোয়াটসঅ্যাপ গোল্ড যন্ত্রে নামানোর জন্য লিংক পাঠিয়ে প্রতারণা করে হ্যাকাররা। এই ভুয়া সংস্করণে বিভিন্ন আকর্ষণীয় সুবিধা বিনা মূল্যে পাওয়া যাবে বলে দাবি করে কৌশলে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়৷ সেই লিংকে ক্লিক করলে হ্যাকিংয়ের শিকার হন ব্যবহারকারীরা।

৬ লটারি প্রতারণা
বিশাল অঙ্কের টাকা লটারিতে জিতেছেন বলে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠায় হ্যাকাররা। সেই টাকা উত্তোলনের একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এসব লিংকে ক্লিক করলেই হ্যাকিংয়ের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা।

৭ দাতব্য সংস্থার নামে প্রতারণা
দাতব্য সংস্থার ভুয়া পরিচয় দিয়ে হ্যাকাররা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে থাকে। সেখানে অসহায় মানুষদের সাহায্যে নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট নম্বর) টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধান থাকতে হবে। অর্থ দান করলে দাতব্য সংস্থা যাচাই করে তারপর টাকা পাঠাতে হবে।

৮ ভিডিও কল প্রতারণা
সম্প্রতি ভিডিও কলে প্রতারণার ঘটনা বাড়ছে। হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি গ্রহণ (রিসিভ) করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে। এরপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নেয়। পরবর্তী সময়ে এসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে প্রতারকেরা। তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে।

৯ আকর্ষণীয় চাকরি দেখিয়ে প্রতারণা
বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয়। এসব চাকরির শর্তও থাকে খুবই সহজ। এমনকি বেশি বেতনের কথাও বলা হয়। এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয়। কখনো কখনো কোনো লিংকে ক্লিক করে ফরম পূরণ করার কথা বলা হয়। এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

১০ গ্রাহকসেবার নামে প্রতারণা
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কেন্দ্রের ভুয়া পরিচয় দেওয়া হয়। অ্যাকাউন্টের সমস্যা সমাধানে লিংক পাঠানো হয়। কখনো কখনো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। এ ধরনের প্রতারণা কৌশল থেকে সাবধানে থাকতে হবে।

১১ ক্রিপ্টোকারেন্সির কথা বলে প্রতারণা

ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার জনপ্রিয়তার সুযোগ নিয়ে এখন প্রতারণা চলছে হোয়াটসঅ্যাপে। চোখ বড় হয়ে যাওয়ার মতো লাভ দেবে, ক্রিপ্টোকারেন্সির এমন স্কিমে বিনিয়োগ করার বার্তা পাঠানো হয়। সঙ্গে সেই স্কিমের ভুয়া প্রশংসাপত্র, লেখচিত্র ও ওয়েবসাইটের ঠিকানাও পাঠানো হয়। এসব বার্তা থেকে দূরে থাকতে হবে। স্বল্প সময়ে ধনী বানিয়ে দেবে, এমন বার্তা পেয়ে কোনোভাবেই কোথাও কোনো অর্থ পাঠানো যাবে না। 

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
https://www.prothomalo.com/technology/advice/cl549ii3p8

30
Google Bard/Gemini / How to Use Google Gemini - Including New Prompts
« on: April 16, 2024, 02:14:57 PM »
How to Use Google Gemini - Including New Prompts

i=aXv_ORjne703r6B0

Pages: 1 [2] 3 4 ... 135