Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - tanzina_diu

Pages: 1 [2] 3 4 ... 11
16
বাংলাদশের পুরানো ঢাকার আরমানিটোলা-র আবুল খয়রাত সড়কে অবস্থিত ‘তারা মসজিদ’। খ্রিষ্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন, মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ।

সতের শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোঘল স্থাপত্য শৈলী অনুসরণে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের কোথায়ও এর তৈরির সময় উল্লেখ নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয়, তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে, মসজিদটি তৈরির পর ১৮৬০ খ্রিষ্টাব্দে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন।

মসজিদের পূর্বের আকার ও আকৃতিঃ
প্রথম থেকেই মসজিটি আয়তাকার ছিল। মির্জা গোলাম পীর তৈরির আদি মসজিদটির পরিমাপ ছিল দৈর্ঘ্য ৩৩ ফুট (১০.০৬ মিটার) এবং প্রস্থে ১২ ফুট (৪.০৪ মিটার), গম্বুজ ছিল তিনটি। এর ভিতরে মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীলরঙা তারার নকশা যুক্ত ছিল। সেই থেকে এই মসজিদটি তারা মসজিদ নামে পরিচিত হয়ে উঠে। এর পূর্ব দিকে মসজিদে প্রবেশর জন্য তিনটি এবং উত্তর দিকে ১টি এবং দক্ষিণ দিকে ১টি দরজা ছিল।

 মসজিদের সংস্করণঃ
১৯২৬ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। এই সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। এই সময় এর পূর্বদিকে একটি বারান্দা যুক্ত করা হয়। এই সময় মসজিদের মেঝে মোজাইক করা হয়। চিনিটিকরি (Chinitikri) কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানী রঙিন চীনা মাটির টুকরা এবং রঙিন কাঁচের টুকরা। ১৯৮৭ খ্রিষ্টাব্দে এই মসজিদটির পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে দুটো গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা পাঁচটিতে দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা সম্প্রসারিত হয়।

মসজিদের বর্তমান আকারঃ
মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)। এছাড়া মসজিদের দেয়াল ফুল, চাঁদ, তারা, আরবি ক্যালিওগ্রাফিক লিপি ইত্যাদি দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে।

17
ইসলামপুরের কুমারটুলী নামে পরিচিত পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল। অনবদ্য অলঙ্করন সমৃদ্ধ সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন।

নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি ১৮৬৯ সালে এই প্রাসাদটি পুন:নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল।

পরিদর্শনের সময়সূচী

গ্রীষ্মকালীন সময়সূচী: (এপ্রিল-সেপ্টেম্বর) - (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
শীতকালীন সময়সূচী: (অক্টোবর –মার্চ) - (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
বৃহস্পতিবার – সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকবে।
 
টিকেট কাউন্টার
আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মূক্ত, তার ডান পাশে টিকেট কাউন্টার অবস্থিত। কাউন্টার হিসেবে যেসব কক্ষ ব্যবহৃত হচ্ছে , পূর্বে এগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ডরুম ছিল।

টিকেটের মূল্য তালিকা
প্রাপ্ত বয়স্ক বাংলাদেশি দর্শক = ৫ টাকা জনপ্রতি, অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশি শিশু দর্শক (১২ বছরের নিচে) = ২ টাকা জনপ্রতি, সার্কভুক্ত দেশীয় দর্শক = ৫ টাকা জনপ্রতি, অন্যান্য বিদেশি দর্শক = ৭৫ টাকা জনপ্রতি, উল্লেখ্য যে, প্রতিবন্ধি দর্শকদের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না ও পূর্ব থেকে আবেদনের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জাদুঘর দেখতে দেয়া হয়।

আহসান মঞ্জিল জাদুঘর ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে প্রবেশ করতে দেয়া হয়ে থাকে।

অগ্রিম টিকিটের কোন ব্যবস্থা নেই। তবে উল্লিখিত দিনগুলোতে আহসান মঞ্জিল বন্ধ হওয়ার ৩০ মিনিট আগ পর্যন্ত টিকেট সংগ্রহ করা যায়।

18
Business Administration / Capture - Recapture Sampling
« on: March 27, 2016, 05:04:50 PM »
One of the popular method to estimate the total number of individuals in a population is by capture-recapture sampling. In capture-recapture sampling, an initial sample is obtained and marked. A second sample is obtained independently and it is noted how many of the individuals in that sample was marked.

Example 1: To estimate the abundance of an animal population such as the deer population in the state of Pennsylvania.

Example 2: To estimate the total number of homeless individuals in a given city.

19
Business Administration / How to Use Stratified Sampling
« on: March 27, 2016, 05:00:56 PM »
In stratified sampling, the population is partitioned into non-overlapping groups, called strata and a sample is selected by some design within each stratum.

For example, geographical regions can be stratified into similar regions by means of some known variable such as habitat type, elevation or soil type. Another example might be to determine the proportions of defective products being assembled in a factory. In this case sampling may be stratified by production lines, factory, etc.

Can you think of a couple additional examples where stratified sampling would make sense? Look for opportunities when the measurements within the strata are more homogeneous.

The principal reasons for using stratified random sampling rather than simple random sampling include:

1. Stratification may produce a smaller error of estimation than would be produced by a simple random sample of the same size. This        result is particularly true if measurements within strata are very homogeneous.
2. The cost per observation in the survey may be reduced by stratification of the population elements into convenient groupings.
3. Estimates of population parameters may be desired for subgroups of the population. These subgroups should then be identified.

20
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিবাচক অনেক কিছুই দিচ্ছে বাংলাদেশকে। তবে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের ওই হার যেন জগদ্দল পাথরের মতো এখনো চেপে বসে আছে। রোববার সকালে দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বললেন সেটাই, ‘ভারতের বিপক্ষে দল যেভাবে হেরেছে তাতে সত্যিই হতাশ। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি, যেটা ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমাদের যথেষ্ট কাজে দেবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাসকিন আহমেদ ও আরাফাত সানির মতো দুই বোলারকে হারানোটা দলের ওপর প্রভাব ফেলেছিল বলেই জানালেন মাশরাফি। তাসকিনের নিষেধাজ্ঞার ব্যাপারটা পুরো দলের জন্যই এসেছিল বিরাট ধাক্কা হয়ে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিন ও সানির নিষেধাজ্ঞাটা দলকে চাপে ফেলে দিয়েছিল। তামিমও ওই ম্যাচটা খেলতে পারল না। সব মিলিয়ে আমরা খুব বড় ধরনের চাপে পড়ে গিয়েছিলাম। তারপরেও ওই ম্যাচে আমরা ভালোভাবেই ছিলাম।’

তাসকিন খুব দ্রুতই ফিরবেন আশা মাশরাফির, ‘তাসকিন যে নিষেধাজ্ঞার মধ্যে পড়বে, এটা আমরা ভাবতেও পারিনি। কেবল আমরা নই, অন্যান্য দেশের বিশেষজ্ঞরাও খুব অবাক হয়েছে এতে। তাঁরাও মোটামুটি নিশ্চিত ছিল যে তাসকিনের অ্যাকশন নিয়ে কোনো সমস্যা হবে না। আশা করছি সে দ্রুতই ফিরবে। যেহেতু ওর সমস্যা শুধু বাউন্সারে, তাই ওকে আমরা খেলাতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। তাসকিনের মতো বোলারকে হারানোটা বিরাট ক্ষতি দলের জন্য। তবে আরাফাত সানি নিজেও জানে ওর সমস্যাটা। আমার আশা, সেও তাড়াতাড়ি নিজেকে শুধরেই ফিরবে।’

টিম কম্বিনেশন ঠিক রাখতেই নাসির হোসেনকে খেলানো হয়নি বলে জানালেন মাশরাফি। তিনি বলেছেন, টিম কম্বিনেশনের ব্যাপারটা কারও একক সিদ্ধান্ত নয়, ‘সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, কেমন দল হবে। এটা কারও একক সিদ্ধান্ত নয়। নাসিরকে খেলানো হয়নি টিম কম্বিনেশন ঠিক রাখতেই।’


22
BBA Discussion Forum / Young Women Entrepreneurs' Forum
« on: September 16, 2015, 05:36:08 PM »
This is to inform to all the students of Uttara Campus of Daffodil International University that a motivational session “Entrepreneurial Motivation” organized by the Young Women Entrepreneurs’ Forum (YWEF) will be held on Thursday, 17th September, 2015 at 3:00 P.M. at the DIU Auditorium, Uttara Campus. Mr. Md. Abdullah Al Mamun, Founder, SPAYSY S.R.L. will conduct the motivational session. He has been selected as the best young entrepreneur at Italy in 2014.

Students of Uttara Campus are advised to attend the motivational session at the Auditorium sharp at 2:50 P.M.

23
Good presenter Required

This is to inform the students of Uttara campus that we are going to start a workshop entitled "Executive Presentation Skill Development under Intensive Care" in Uttara campus for the students of BBA Program. This will be an eight (08) days work shop. Through this workshop we want to educate the students of BBA who are weak in presentation but want to be a good presenter. This work shop will try to cover all of the necessary areas by using a variety of interactive and practical exercises which will prepare the students for their ultimate presentation. Hope, joining this work shop will help you to be a good presenter. Date of registration will be declared later.

And to make the students more confident we have decided to take the speakers from the students of Uttara Campus who are very good in presentation and confident enough to be a speaker of the workshop. Respected teachers will train them for the work shop.  Interested students are requested to contact me for further information by September  10, 2015.

TANZINA HOSSAIN
Assistant Professor & Academic Director (In-Charge)
Uttara Campus

24
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 31, 2015, 10:14:47 AM »
Reinsurance: The term means insurance of insurance fund. The original insurer takes the risk, assumed from the original insured, covered with other insurer (known as re-insurer) for the same reason as the primary insured does. The primary insurer, here, in fact became the insured (known as reinsured) & the persons or company giving him the protection became the insurer. Reinsurance is of two types:

   Facultative- this is original form of reinsurance. Participation by reinsurer in a risk is not pre-arranged through a standing treaty contract. Normally after getting a proposal for insurance, the insurer decides as to how much he cans ratio on that particular risk. If there remains a balance after retention, he goes to facultative market with the request to make reinsure interested in the risk. In this way insurer goes to reinsurers to reinsure until 100% of the total risk is covered.

   Treaty- a reinsurance treaty is merely an agreement in between two or more insurance companies where by one agrees to cede & other(s) agree to accept reinsurance business as per provision specified in the treaty. Specifically, it is pre-arranged agreement whereby the direct insurer cedes & the reinsure(s) accept cession within a predetermined limit.     

25
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 31, 2015, 10:14:05 AM »
Terms involved in Insurance
Insured Sum: The amount for which the risk is insured, called insured sum. The insured sum is also known as policy money or face value of the policy.
Premium: The amount which is paid by the insured to the insurer as a consideration of the insurance contract is called the premium. In other words, in order to make the promise of claim, payment by assure enforceable, the assured must also show some sort of consideration, which, in insurance contract is done by payment of premium. Usually, premium is paid by the insured in installment basis, may be monthly or quarterly or yearly. Premium cannot be paid by the insured in lum sum amount.
Insurance Contract: An agreement between the insurer and the insured.   
Insurance Policy: The document which contains the terms and conditions of the insurance contract is known as insurance policy. It is the service that a insurance company sells or offers to the market. This is not a good. This is something like services that the customer buys as per their requirements providing some calculated premiums as annuity. The policy is thus the subject matter of the insurance business. 
Insurer : Insurance Company
Insured : Client

26
Business Administration / Re: benefits of wood apples or Bel Fruit
« on: May 27, 2015, 11:50:39 AM »
Very useful post. Thanks a lot.

27
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 27, 2015, 11:45:57 AM »
1.   Insurance may be defined as a contract whereby one party agrees to indemnify the other party against a loss which may arise or to pay a certain sum of money on the happening of a certain event, in return of compensation called premium.
-------- M.K. Ghosh & A. N. Agorwala.


2.   Insurance is that in which a sum of money as a premium is paid in consideration of the insurer’s incurring the risk of paying a large sum upon a given contingency.
-------- M.N. Mishra.


3.   The insurance contract is an agreement by one party to assure another’s risk of loss in consideration for the payment of a premium, as part of a general scheme for the assumption of similar risk.
-------- Irwin M. Taylor.

28
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 27, 2015, 11:45:30 AM »
Insurance Contract

Insurance is defined as a contract between two parties whereby one party undertakes, in exchange for a fixed sum to pay the other party a fixed amount of money on the happening of a certain event (death or attaining a certain age in case of human life) or to pay the amount of actual loss when it takes place through the risk insured in case of property.

An insurance contract is an agreement enforceable at law, made between two parties, i.e., insurer and the insured, by which in consideration of the payment of a premium by the insured the insurer undertakes to indemnify the insured against financial losses sustained or to be sustained as a result of the operation of the perils insured against.

29
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 27, 2015, 11:44:55 AM »
we can identify the following characteristics of insurance:

1.   Insurance is a financial compensation against the risk of human life and his property.
2.   Insurance is a joint system where there is a scope to spread the loss among those who are exposed to risk.
3.   The interest of the policy holder is to transfer the risk of life and property to another.
4.   The interest of insurer is to receive premium from policy holder after certain period of time on annuity or in a lump sum basis.

30
BBA Discussion Forum / Re: Insurance & Risk Management
« on: May 27, 2015, 11:44:08 AM »
1.   “Insurance is a co-operative form of distributing a certain risk over a group of persons who are exposed to it.”
--------------M. K. Ghosh & A.N. Agorwala

2.   “The Insurance contract is an agreement by one party to assume another’s risk of loss in a consideration for the payment of a premium as part of a general scheme for the assumption of similar risk.”
------------- Irwin M. Taylor

3.   “Insurance is a co-operative device to spread the loss caused by a particular risk over a number of persons, who are exposed to it and who agree to insure themselves against the risk.”
------------ M. N. Mishra

Pages: 1 [2] 3 4 ... 11