Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Jahid.thm

Pages: [1] 2 3
1
পর্যটন বিকশিত হচ্ছে শ্রীমঙ্গলে। বিকশিত হচ্ছে সিলেট বিভাগেও। এই পর্যটনের আরও ব্যাপক বিকাশে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা, স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং লোভনীয় প্যাকেজ ও প্রচারণা। এভাবে উদ্যোগ নেওয়া হলে শ্রীমঙ্গলসহ সিলেটের পর্যটন আরও এগিয়ে যাবে। এগিয়ে যাবে দেশও।

সিলেটের পর্যটন নিয়ে রোববার (২৪ জুলাই) বাংলানিউজের বিশেষ আলোচনায় এমনই মতামত দিয়েছেন বক্তারা। সকাল ১০টায় শ্রীমঙ্গলের অভিজাত টি হ্যাভেন রিসোর্টে এ আলোচনা শুরু হয়। চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।

বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন ও লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মো. ইদ্রিস লেদু ও পরিচালক আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গল ইন’র চেয়ারম্যান মোছায়েদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজর ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি একেএম মোশাররফ হোসেন, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, ইউএসএইড-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের কমিউনিকেশন্স ম্যানেজার ওবায়দুল ফাতাহ তানভীর প্রমুখ।

প্রধান অতিথি রাশেদ খান মেনন বাংলানিউজের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সিলেটের এ আয়োজনের আগে বাংলানিউজের কক্সবাজার নিয়ে আয়োজনে আমরা উপকৃত হয়েছি। আশা করি এবারের আয়োজন থেকে যেসব প্রতিবেদনে বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা হয়েছে, সেগুলো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে তুলে দেবেন তারা। এ নিয়ে কাজ করা যাবে।

তিনি সিলেট-শ্রীমঙ্গলের পর্যটন বিষয়ে বলেন, এসব এলাকায় ট্যুরিস্ট এলে ব্যাপক কর্মসংস্থান হবে। সেজন্য ট্যুরিস্ট স্পট এলাকার মানুষদের পর্যটনমনস্ক হতে হবে।

মন্ত্রী পর্যটন বিকাশে শ্রীমঙ্গলে পর্যটন হোটেল-মোটেল করার পরিকল্পনার কথাও জানান। বলেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক বছরের মধ্যে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর চালু করার কথাও।

রাশেদ খান মেনন পরামর্শ দেন, শুধু শ্রীমঙ্গলের জন্যই হোটেল-মোটেল মালিকরা প্যাকেজ ট্যুর চালু করতে পারেন। যেমন, শ্রীমঙ্গলে দু’দিন-তিন রাত ভ্রমণ করলে আবাসন ব্যবস্থার সঙ্গে যাওয়া-আসা টিকেট ও খাওয়া ফ্রি। এরকম বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ চালু করা যেতে পারে। 

মন্ত্রী গুরুত্বারোপ করেন পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখার ওপরও। একইসঙ্গে সংরক্ষিত এলাকা রক্ষায় সংশ্লিষ্ট মহলকে সজাগ থাকার কথাও বলেন তিনি।
http://www.banglanews24.com/tourism/news/504622/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

3
বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর উদ্যোগে সোমবার  দেশের বিভিন্ন স্টেকহোল্ডার ও ট্যুর অপারেটরদের নিয়ে অত্র সংস্থার হোটেল অবকাশ এর সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করে বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান অপরূপ চৌধুরী, পিএইচ.ডি। সভাটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর  মুহাম্মদ মউদুদউর রশীদ সফদার, পরিচালক ( অর্থ ও প্রশাসন)। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাপক এর হেড অব পাবলিক রিলেশন্স জিয়াউল হক হাওলাদার। আন্তর্জাতিক অঙ্গনে পর্যটন শিল্পের গুরুত্ব ও এর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক তাৎপর্য সম্পর্কে অবগতি ও সচেতনতা সৃষ্টি ও বেকারত্ব নিরশনকল্পের বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।  এছাড়া, সভায় দেশের পর্যটন শিল্পের ভবিষ্যত সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় টিডাব এর চেয়ারম্যান মোঃ জামিউল আহমেদ, বাংলাদেশ ইন বাউন্ড ট্যুর অপারেটর এর সভাপতি  ইকরামুল হক রাজু , ট্রিয়াবের এর মহাসচিব মোহাম্মদ আলী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এর প্রফেসর এ আর খান, ইবাইস ইউনিভার্সিটির হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর  মোহাম্মদ আহসানউল্লাহ (হেড অব ডিপার্টমেন্ট) এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তগণ।
source: http://amaderorthoneeti.net/new/2016/07/27/11622/#.V5mzUfm7ikq

4
Tourism & Hospitality Management (THM) / Re: Defining TOURISM
« on: July 28, 2016, 01:24:31 PM »
Thank you

5
Tourism & Hospitality Management (THM) / Re: Resorts...........
« on: July 26, 2016, 01:52:36 PM »
thanks for Sharing.

6
Real Estate / Re: 10 Steps to Starting a Business
« on: July 26, 2016, 01:33:55 PM »
Thanks for sharing.

7
Real Estate / Re: Achievement
« on: July 26, 2016, 01:33:13 PM »
Congratulation.

8
Real Estate / Re: Why Real Estate Business in Bangladesh?
« on: July 26, 2016, 01:32:38 PM »
very informative.

9
It is very important for our life.

12
শ্রীমঙ্গলে পর্যটনের মৌসুম বর্ষাকাল। এ সময় এখানকার চা বাগানগুলো দেখার মতো হয়ে ওঠে বলে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

রোববার (২৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টে পর্যটনের অপার সম্ভাবনা ও সমস্যার নানা দিক নিয়ে বাংলানিউজ আয়োজিত বিশেষ আলোচনা সভার সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশের শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজের ‘বছরজুড়ে দেশ ঘুরে’ কর্মসূচির ধারাবাহিকতায় কক্সবাজারের পর এবার ‘সিলেটে পর্যটন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলানিউজের এডিটর ইন চিফ ও অনুষ্ঠানের সভাপতি আলমগীর হোসেন। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার পাল, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাহবুবুর রহমান, টি হ্যাভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সুলতান মো ইদ্রিস লেদু ও পরিচালক আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গল ইন’র চেয়ারম্যান মোছায়েদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজর ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি একেএম মোশাররফ হোসেন, শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, ইউএসএইড-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের  কমিউনিকেশনস ম্যানেজার ওবায়দুল ফাতাহ তানভীর প্রমুখ।

এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত আছেন অনুষ্ঠানে।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন ও লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম।

এর আগে, শুক্রবার (২২ জুলাই) একই রিসোর্টে সিলেটের পর্যটন সম্ভাবনা ও এর নানা সমস্যার চিত্র নিয়ে বিশেষজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয় সিলেট বিভাগের চার জেলার পর্যটন নিয়ে সরেজমিনে বাংলানিউজ কর্মীদের করা বিভিন্ন প্রতিবেদন।

পর্যটন বিষয়ক এ অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে- হোটেল শ্রীমঙ্গল ইন, টি হ্যাভেন রিসোর্ট, ইউএসএইড এর ক্রেল প্রকল্প ও সিলেটের নির্ভানা ইন এবং এমএম ইস্পাহানি কোম্পানি লিমিটেড।

Source: http://www.banglanews24.com/tourism/news/504511/%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8

13
Thanks for sharing

14
Tourism & Hospitality Management (THM) / Re: Cox's Bazar
« on: July 24, 2016, 01:09:31 PM »
It is gift for our tourism industry.

Pages: [1] 2 3