Daffodil International University

Health Tips => Health Tips => Ears => Topic started by: Mrs.Anjuara Khanom on November 08, 2021, 10:49:10 AM

Title: হঠাৎ কানে ব্যথা হলে দ্রুত যা করবেন
Post by: Mrs.Anjuara Khanom on November 08, 2021, 10:49:10 AM
কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে কানে হঠাৎ যন্ত্রণা বা ব্যথা হতে পারে। তরল জমা ও প্রদাহের কারণে কানে প্রচণ্ড যন্ত্রণা হয়। ছোট-বড় সবাই কমবেশি কানের সংক্রমণে ভোগেন।

হঠাৎ এমন ব্যথা হলে কী করবেন তা না জানায় আক্রান্তরা প্রচণ্ড কষ্ট পান। ঘরোয়া উপায়ে মুহূর্তেই কানের প্রচণ্ড যন্ত্রণা কমাতে পারবেন। জেনে নিন কানের সংক্রমণ রোধের কিছু ঘরোয়া প্রতিকার-

>> আদায় প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য আছে। ব্যথা কমাতে কানের চারপাশে আদার রস বা এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হালকা গরম করে ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন কানের ভেতরে যেন আদার রস না ঢুকে।

>> টি ট্রি অয়েলে আছে অনেক গুণ। টি ট্রি অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যা কানের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে।

এজন্য আপনার কানের চারপাশে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল হালকা গরম করে ম্যাসাজ করুন। তবে অ্যালার্জি থাকলে এই তেল ব্যবহার করবেন না।

>> হাইড্রোজেন পারক্সাইড কানের ব্যথা সারাতে দুর্দান্ত কার্যকরী। এক্ষেত্রে আক্রান্ত কানে ৫-১০ ফোঁটা হাইড্রোজেন ব্যবহার করে কাঁত হয়ে শুয়ে থাকুন ১৫-২০ মিনিট। দেখবেন মুহূর্তেই ব্যথা কমে যাবেন।

হঠাৎ কানে ব্যথা হলে দ্রুত যা করবেন

৫. আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের পরামর্শ অনুযায়ী, অলিভ অয়েল হালকা গরম করে দু’ এক ফোঁটা কানের মধ্যে নিলে ব্যথা দ্রুত সেরে যায়। সেক্ষেত্রে অবশ্যই তেল ঠান্ডা করে নিতে হবে।

৬. রসুন কানের সংক্রমণের প্রাকৃতিক ওষুধ হিসেবে বিবেচিত। রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান। যা ফাইটোকনস্টিটিউয়েন্ট। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে।

এটি কানের সংক্রমণ রোধ করে। কাঁচা রসুন খেলে কানের ব্যথা সেরে যায়। যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: ব্লাশইন